প্রিয় নবীর প্রিয় স্বভাব pdf বই ডাউনলোড। প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! প্রিয় নবী, রাসূলে সাঃ-এর পরিবার-পরিজন, তাঁর সাহাবী, তাঁর আত্মীয় স্বজন এবং তাঁর প্রতিবেশি এমনকি প্রত্যেকের সাথে এমন সদাচরন ও মিশুকতার সহিত আচরণ করতেন যে, প্রত্যেকেই তাঁর পবিত্র আচরণে প্রভাবিত হয়ে তাঁর প্রেমিক হয়ে যেতেন। যখন কেউ তাঁকে ডাকতেন তখন তিনি উত্তরে ‘লাব্বায়িক’ (অর্থাৎ আমি উপস্থিত) বলতেন।
আর অনেক লোকের অবস্থা এখন এমন হয়ে গেছে যে, তাদের পরিবার- পরিজন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ইত্যাদি তার অসদাচরন ও কঠু ভাষার কারণে তার কাছ থেকে দূরে পালিয়ে যায়, কেননা কখনো সে তুই তুকারি অর্থাৎ বিশ্রিভাবে কথা বলে, আবার কখনো অন্যের সাথে ঝগড়া করে এবং গালিগালাজ করে থাকে। কখনো কারো গীবত, চুগলী করে থাকে এবং মনে কষ্ট দেয়, তো কখনো ঘরে পিতামাতা এবং ভাই বোনের সাথে ঝগড়া করে ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
কখনো বন্ধুদের সাথে অবিশ্বস্ততা ও অসদাচরন করে থাকে। কখনো শিশুদের সাথে বিনা কারণে কঠোরতা প্রদর্শন করে। কখনো পরিবারের সাথে ঝগড়া করে আবার কখনো প্রতিবেশির সাথে ঝগড়া করে । কখনো শশুড়বাড়ির লোকের সাথে আবার কখনো অন্যান্য আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে।
রহমতের বর্ষণ
মুর্শিদের দেশের এক ইসলামী ভাই আশিকানে রাসূলের মাদানী সংগঠন দা’ওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে সম্পৃক্ত হওয়ার পূর্বে গুনাহের অন্ধকার গর্তে নিমজ্জিত ছিলো। দুনিয়ার রঙ তামাশায় এতই মগ্ন ছিলো যে, নামাযের হুঁশ ছিলো না আর কবর ও আখিরাতের কোন চিন্তা ছিলো না। ব্যস দুনিয়া অর্জন করাই ছিলো জীবনের উদ্দেশ্য। এভাবে জীবনের মূল্যবান মুহুর্তগুলো দুনিয়া অর্জনের জন্য নষ্ট হতে থাকে ।
আল্লাহ পাক আশিকানে রাসূলের মাদানী সংগঠন দা’ওয়াতে ইসলামীকে সালামত রাখুক এবং একে উন্নতি দান করুক, কেননা এই সংগঠনের বরকতে লাখো লাখ মুসলমান নেকীর পথে পরিচালিত হচ্ছে। হলো কি! একদিন আল্লাহ পাকের প্রদত্ত তৌফিকে নামাযের জন্য সে মসজিদে গেলো । নামায আদায় করার পর তার মসজিদে হওয়া মাদানী দরসে (ফয়যানে সুন্নাতের দরস) বসার সৌভাগ্য হলো। দরস ভাল লাগলো, শেষে সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার উৎসাহ প্রদান করা হলো।
সেও ইজতিমায় অংশগ্রহণ করার নিয়্যত করলো এবং নির্দিষ্ট সময়ে সুন্নাতে ভরা ইজতিমায় পৌঁছে
গেলো। যেখানে একটি নতুন পরিবেশে বিদ্যমান ছিলো, চারিদিকে সুন্নাতের বসন্ত বিরাজ করছিলো, একটি মোহনীয় পরিবেশ ছিলো, হৃদয়গ্রাহী বয়ান এবং ভাবগাম্ভির্য পূর্ণ দোয়া তার অন্তরের দুনিয়াই পাল্টে দিলো। সে নিজের পূর্ববর্তি গুনাহ থেকে তাওবা করলো এবং মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে গেলো। মাথায় সবুজ পাগড়ী শরীফ, বাবরী চুল এবং চেহারায় দাঁড়ি সাজিয়ে নিলো।
নিচে প্রিয় নবীর প্রিয় স্বভাব pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | রাসূল সাঃ বিষয়ক ভয়ান বই |
বইয়ের সাইজঃ | 1.1 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ |