ফাতেমি সাম্রাজ্যের ইতিহাস pdf বই ডাউনলোড। ফাতেমি সাম্রাজ্যের ইতিহাস pdf বই ডাউনলোড। সমগ্র পৃথিবীতে আজ ইসলাম ও মুসলমানগণ চরম নিগৃহীত, অন্যায় নির্যাতন নিপীড়নে জর্জরিত। দীন-ইসলামের ধারক-বাহকগণ লাঞ্ছিত-অপদস্থ । যুগ পরম্পরায় তারা ইসলামবিদ্বেষীদের অন্যায় হস্তক্ষেপ ও জুলুম-নির্যাতনের শিকার।
যুগে যুগে নানান দল-উপদল ইসলাম ও মুসলমানদের ক্ষতি করতে চেয়েছে। ইসলামের সুমহান আদর্শকে দলিতমথিত করে নিজেদের মনগড়া ভ্রান্ত ধ্যান-ধারণা প্রতিষ্ঠা করতে চেয়েছে। নিজেদের স্বার্থসিদ্ধির রামরাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছে। যুগে যুগে ইসলামের লেবাস পরিহিত শত্রুরা ইসলামের সমূলে কুঠারাঘাত করেছে, করে চলেছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
আর সর্বক্ষেত্রেই ইসলামের ধারক-বাহক, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা-আদর্শের অনুসারী আলেম-উলামা ও সাধারণ মুসলমানগণ তাদের অন্যায় টার্গেটে পরিণত হয়েছেন। যুগপ্রেক্ষিতে আল্লাহর মদদে তারা সে টার্গেট ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছেন। জেল-জুলুম আর নির্যাতনের অন্ধকার প্রকোষ্ঠ পেরিয়ে তারা ইসলামের চেতনা-আদর্শ বুলন্দ করতে সচেষ্ট হয়েছেন। দিগন্ত পানে ইসলামের বিজয়কেতন উড্ডীন করতে সক্ষম হয়েছেন।
শিয়া রাফেযি বাতেনি সম্প্রদায় এমনই এক গোষ্ঠি- যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলামের বিনাশ সাধনে অদ্যাবধি কর্মতৎপর। উত্তর আফ্রিকাঞ্চলে তারা নিজেদের মজবুত ঘাঁটি তৈরি করতে সক্ষম হয়েছিল। সে অঞ্চলগুলোতে তারা আহলুস সুন্নাহ মতাদর্শী আলেম-উলামা ও সাধারণ মুসলমানদের ওপর নির্যাতনের স্ট্রীম রোলার চালিয়েছিল। ইসলামী আকিদা-আদর্শ নাম দিয়ে তারা এমনসব ভ্রান্ত আকিদা-বিশ্বাস জনমনে তৈরি করতে চেয়েছিল- যা মূলত শিয়া
গোষ্ঠির নামায়নে ইহুদি-খ্রিস্টানদেরই আকিদা-বিশ্বাস। নিজেদের এই ভ্রান্ত আকিদা প্রতিষ্ঠায় তারা খ্যাতিমান আলেম-উলামা ও ইসলামের ধারক-বাহক জনসেবকদেরকে হত্যা করতেও কোনোরূপ কুণ্ঠাবোধ করেনি। উপরন্তু তারা মিসর, মরক্কো ও সিরিয়ার নানান অঞ্চল দখল করে নিয়ে নিজেদের সাম্রাজ্য সুসংহত করতে সক্ষম হয়।
আহলুস সুন্নাহ মতাদর্শী আলেম-উলামাগণ দিনরাতের কর্মতৎপরতায় তাদের মজবুত ঘাঁটি সমূলে উৎপাটিত করার সমূহ সুযোগ ও উপায় সৃষ্টি করেন। তাদের সেই বিপ্লবী ধ্যান-ধারণার মানস সন্তান সুলতান নুরুদ্দীন মাহমুদ ও সুলতান সালাহউদ্দীন আইয়ুবীর হাত ধরে দীনের পতাকাবাহী বীরসেনানীরা বাতেনীদের সম্পূর্ণরূপে পরাস্ত করে এবং তাদের সাম্রাজ্যের ভিত সমূলে উৎপাটন করে সেখানে ইসলামি খেলাফতের বিজয় পতাকা উড্ডীন করতে সমর্থ হয়।
নিচে ফাতেমি সাম্রাজ্যের ইতিহাস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 24 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | ড. আলী মুহাম্মদ সাল্লাবি |
বইয়ের অনুবাদকঃ | মিফতাহ আল ফাতাহ |