ফাযায়েলে রহমাতুললিল আলামীন pdf বই ডাউনলোড। নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্রের অসংখ্য দিক রয়েছে, আর আদম সন্তানের হেদায়েত এবং প্রথ প্রদর্শনের দিক থেকে তারঁ চরিত্রের প্রতিটি দিকই একটি থেকে অপরটি গুরুত্বপূর্ণ। আমাদের নিকট দাওয়াত এবং তাবলীগের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সবচেয়ে মূল্যবান দিক হল তিনি তারঁ উম্মতের জন্য রহমত হিসেবে আগমন করা।
নবুয়তের আগেও তিনি মানুষের জন্য রহমত ছিলেন, মক্কায় সত্যবাদী এবং বিশ্বস্ত হিসেবে পরিচিতি লাভকরা একথার অকাট্য প্রমাণ। সর্বপ্রথম ওহী আসার পর যখন তিনি ভীত সম্ভ্রস্ত অবস্থায় ঘরে ফিরে আসছিলেন তখন খাদীজা রাযিয়াল্লাহু আনহা তাকেঁ শান্তনা দিতে গিয়ে বলেছিলেন: আপনাকে আল্লাহ কখনো অপমানিত করবেন না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফাযায়েলে আখলাক pdf বই ডাউনলোড
- বাংলা ভাষায় সীরাত pdf বই ডাউনলোড
- ইসলামের অর্থনৈতিক বিপ্লব pdf বই ডাউনলোড
- ভালোবাসার অনন্য বিশ্ব নবী pdf বই ডাউনলোড
- জীবনের শ্রেষ্ঠ সম্পদ pdf বই ডাউনলোড
কেননা আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, বিপদ গ্রস্তদেরকে সাহায্য করেন, নিরুপায়ের উপায় হন, মেহমানদারী করেন, প্রত্যেক হকদারের হক তাকে বুঝিয়েদেন। খাদীজা রাযিয়াল্লাহু আনহার এই সাক্ষীও এইকথা প্রমাণ করে যে নবুয়ত লাভের আগেও তিনি মানুষের জন্য রহমত ছিলেন। নবুয়ত লাভের পর রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারঁ উম্মতের নিকট দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য যে ধৈর্য, ক্ষমা, দয়া প্রকাশের উদাহরণ স্থাপন করেছেন ।
তা তারঁ চরিত্রের এমন এক পর্যায় যে তারঁ মর্যাদা এবং সম্মানের কথা অনুভব করা কোন মানুষের পক্ষ সম্ভব নয়।চিন্তা করুন যে চল্লি বছর পর আল্লাহ তাকেঁ নবুয়তের জন্য চয়ন করেছেন, এটা বয়সের এমন এক পর্যায় যেখানে প্রত্যেক ব্যক্তি তার মান ও মর্যাদার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখে, চল্লিশ বছর পর্যন্ত।
বিশস্ত এবং সত্যবাদী বলার পর যখন তাকেঁ লোকেরা মিথ্যুক পাগল, কবি, গণক, যাদুকর বলছিল তখন তারঁ হৃদয়ের অবস্থঅ কেমন ছিল? কিন্তু ইতিহাস সাক্ষী তিনি ঐসমস্ত গালি গালাজ এবং অপবাদের প্রতি উত্তরে কখনো একটি শব্দও মুখ দিয়ে বের করেননি। তিন বছর পর্যন্ত গোপনভাবে দাওয়াতী কার্যক্রম চালিয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম।
প্রকাশ্য দাওয়াতের ঘোষণা দিলেন, তখন তিনি সমস্ত আরব গোত্রসমূহকে একত্রিত করে তাওহীদের দাওয়াত পেশ করলেন, তার চাচা আবুলাহাব তাকেঁ চরমভাবে অবমাননা করল এবং এই বলে ধমকাল যে তোমার হাত ধ্বংস হোক এজন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছ? রাসূল সাঃ- স্বীয় চাচার এই আচরণে নিশ্চুপ থাকলেন আর আল্লাহর পক্ষ থেকে কোরআন কারীমে তার উত্তম দেয়া হল। অর্থাৎ- আবুলাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে।
নিচে ফাযায়েলে রহমাতুললিল আলামীন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবা বাইতুস সালাম |
বইয়ের ধরণঃ | |
বইয়ের সাইজঃ | 11.8 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মুহাম্মদ ইকবাল কীলানী |
আব্দুল্লাহিল হাদী মু. ইউসুফ |