বদরের যুদ্ধ pdf বই ডাউনলোড । রাসূল সাঃ রযব মাসে আব্দুল্লাহ ইবনে জাহাশের নেতৃত্বে প্রথম বদর অভিযান থেকে প্রত্যাগত মুহাজিরদের ৮ জনের সমন্বয়ে গঠিত একটি বাহিনী পাঠালেন। তাদের মধ্যে কোন আনসারকে অন্তর্ভুক্ত করলেন না।
তিনি আবদুল্লাহ ইবনে জাহাশকে একটি পত্র দিয়ে বললেন যে, দুইদনি পথ চলার পর এই পত্রখানা খুলে পড়বে, তার আগে নয়। চিঠি পড়ার পর তাতে যে নির্দেশ দেয়া হয়েছে, সে অনুসারে কাজ করবে এবং সঙ্গীদের কারো উপর কোন কিছু জোর করে চাপিয়ে দেবে না।
দুইদিন ধরে পথ চলার পর আবদুল্লাহ ইবনে জাহাশ চিঠি খুলে পড়লেন। তাতে লেখা ছিল,
“আমার এই চিঠি যখন তুমি পড়বে, তখুনি রওনা হয়ে মক্কা ও তায়েফের মধ্যবর্তী নাখলা নামক স্থানে গিয়ে যাত্রাবিরতি করবে। সেখানে কুরাইশদের জন্য ওত পেতে থাকবে এবং কোন তথ্য পেলে আমাকে জানাবে।”
আবদুল্লাহ ইবনে জাহাশ চিঠিখানা পড়েই বললেন, “আমি মেনে নিলাম ও অনুগত রইলাম”। অতঃপর সঙ্গীদেরকে বললেন, “রাসূলুল্লাহ সাঃ আমাকে নাখলায় গিয়ে কুরাইশদের জন্য ওৎ পেতে থাকতে বলেছেন এবং কোন খবর জানলে তা তাঁকে জানাতে বলেছেন। আর এ ব্যাপারে তোমাদের কারো ওপর বধ্যতামূলক কোন দায়িত্ব চপাতে নিষেধ করেছেন। তোমাদের মধ্যে কেউ যদি শাহাদাত লাভে ইচ্ছুক থাকে তবে সে যেন যায়। আর যে তা চায় না, যে যেন ফিরে যায়। তবে আমি রাসূলুল্লাহ সাঃ এর আদেশ পালন করবো।”
ইসলামিক ইতিহাস বিষয়ক আরও বই দেখুনঃ
- অবাক সেনাপতি pdf বই ডাউনলোড
- আল বিদায়া ওয়ান নিহায়া ৪র্থ খন্ড pdf ডাউনলোড
- ইয়ারমুক যুদ্ধ pdf বই ডাউনলোড
- আল্লাহর রাস্তায় যুদ্ধ রিসার্জেন্স pdf বই ডাউনলোড
- সালাহউদ্দীন আয়ুবীর দুঃসাহসিক অভিযান pdf বই ডাউনলোড
- ফতোয়াকে কেন্দ্র করে ইসলাম নির্মূলের অভিযান pdf বই
একথা বলার পর আব্দুল্লাহ ইবনে জাহাশের সঙ্গে সবাই রওয়ানা হয়ে গেল। কেউই ফিরে গেল না। তিনি হিজাযে প্রবেশ করলেন। বাহরান নামক স্থানে সা’দ ইবনে আবু ওয়াক্কাস ও উতবা ইবনে গাযওয়ান তাঁদের উট হারিয়ে ফেললেন।
তাঁরা দু’জন ঐ উটকে অনুসরণ করে চলছিলেন। ফলে ঐ উট খুঁজে রে করার উদ্দেশ্যে তাঁরা আব্দুল্লাহ ইবনে জাহাশ থেকে পিছিয়ে পড়লেন। আর সেই সাথে কুরাইশদের অন্যান্য পণ্যদ্রব্যও ছিল।
এই দলের মধ্যে আমর ইবনে হাদরামী, উসমান ইবনে আবদুল্লাহ ও তার ভাই নওফেল ইবনে আবদুল্লাহ এবং হাকাম ইবনে কাইসান ছিল। আবদুল্লাহ ইবনে জাহাশের দল তাদেরকে দেখে ঘাবড়ে গেলো কেননা তারা তাদের খুব নিকটে পৌঁছে গিয়েছিল।
নিচে বদরের যুদ্ধ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক ইতিহাস |
বইয়ের সাইজঃ | 10.4 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ইবনে হিশাম |
অনুবাদঃ | আকরাম ফারুক |