বদর থেকে বালাকোট pdf বই ডাউনলোড। সময় পার হলো। একটি একটি বছর, যুগ, শতবর্ষ। ছ’শ বছর পেরিয়ে গেলো। নবী ঈসা রুহুল্লাহর আ. অন্তর্ধান হয়েছে। সত্যের আলো স্মাল হয়ে এলো, ধীরে ধীরে। মিথ্যে আর অবিশ্বাসের অন্ধকারে ছেয়ে গেলো ধরার মধ্যভাগ।
আরব, প্যালেস্টাইন, তাবৎ মধ্যপ্রাচ্য-সবখানেই। সত্যের আলো নিয়ে এলেন মহানবী মুহাম্মাদ সাঃ। পুণ্যভূমি মক্কায়। মিথ্যাচার, অজ্ঞতা, লৌকিক ধর্মে বিশ্বাস, নরহত্যা, রাহাজানি সব পাপই সেখানকার মানুষকে ঘিরে ধরেছে। হৃদয়ের অন্ধকার আর অবিশ্বাসের কালো দেয়ালের ভিড়। সেই অশুভ আবহে কাটলো তারঁ শৈশব, কৈশোর ও যৌবন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সিরাত থেকে শিক্ষা pdf বই ডাউনলোড
- আল্লাহর প্রিয় বান্দা হবেন কিভাবে pdf বই ডাউনলোড
- ফিতনাতুত তাকফির pdf বই ডাউনলোড
- কিভাবে আপনি জান্নাত লাভ করবেন pdf বই ডাউনলোড
- নামাজে মধুরতা আস্বাধন pdf বই ডাউনলোড
তিনি যা যা চাইলেন তার সবটাই পেলেন না। মানুষের মধ্যে প্রভুর শাশ্বত বাণীকে কর্মে, চিন্তায় ও আদর্শে সঞ্চারিত করতে চাইলেন। কিছুটা হলো, পুরোটা হলো না। তাওহিদী বিশ্বাস সবচে বড় বাধা হয়ে দাঁড়ালো। পূর্ব পুরুষের ধর্মের আচার-বিশ্বাস থেকে সরিয়ে আনা সহজ হলো না। কোনো যুগেই তা হয়নি। পুরোনো বিশ্বাসের ওপর যাঁরা নতুনের আলো ছড়ান, তারাই মার খান, অপদস্ত হন, বার বার। ইতিহাস তা স্মরণ করিয়ে দেয়।
মক্কার অবিশ্বাসীরা বাধ সাধলো। সে বাধা বড় শক্ত। তারঁ অনেক রক্তের সম্পর্কের আত্মীয় ও এর মধ্যে ছিলো। সমাজপতি, যোদ্ধা, কবি, ধনবানরা তো ছিলোই। আর তারঁ সাথী যাঁরা ছিলেন, তারাঁ তো অনেকটা অসহায়, সংখ্যায় কম, পেশায়, অর্থে ও বংশ-গৌরবে অপ্রতুল। দুএকজন ওমর-হামজা-আবু বকরের কথা বাদই দেয়া যায়। এভাবে দিন যায়, রাত আসে। সপ্তাহ, মাস ঘুরে বছরও পার হয়। সময়ের সাথে দাওয়াতের কাজ এগিয়ে চলে।
বাধা আরো বেশি হয়। আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া, ওতবা, শাইবারা আরো ক্ষিপ্ত হয়, রুষ্ট হয়। সহজে সহজে এ পথ থেকে সরে দাড়াঁবার জন্যে অনেক অনেক আকাশ ছোঁড়া প্রলোভন দেখায় নবীকে। অতুল ধন সম্পদ, অনিন্দসুন্দর আরব রমনী এমনকি আরব গোত্রগুলোর সেরা সর্দারের পদও দিতে চাইলো। কেবল একটাই দাবি নতুন তাওহিদী মতবাদ প্রচার করা যাবে না। নবী এ পথে গেলেন না। সব রাজসিক উপকরণ পায়ে ঠেলে দিলেন। এই ইসলামিক ইতিহাসের বইটি যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন। আশা উপকৃত হবেন।
নিচে বদর থেকে বালাকোট pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আহসান পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক ইতিহাস |
বইয়ের সাইজঃ | 4.75 MB |
প্রকাশ সালঃ | ২০০৯ সাল |
বইয়ের লেখকঃ | বদরুজ্জামান |
অনুবাদকঃ |