বলুন এটাই শেষ সিগারেট pdf বই ডাউনলোড। ধূমাপান বর্তমান যুগের বড় সমস্যার একটি। ধূমপানের ফলে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমাজের বিভিন্ন রোগ-ব্যাধি দেখা দিচ্ছে। ধূমপায়ীরা ধীরে ধীরে রোগাক্রান্ত হচ্ছে। ধূমপান তাদের অন্তর দুর্বল ও শক্তি ক্ষয় করে দিচ্ছে। ধূমপান নীরব ঘাতক এ ব্যাপারে এখন কারো দ্বিমত নেই। যারা মৃত্যুশ্বাস ধূমপান গ্রহণ করেন তাদের অবশ্যই নীরব ঘাতক ধূমপান বা তামাক সম্পর্কে জানা প্রয়োজন।
কারণ ধূমপান তাদেরকে ধীরে ধীরে কবরে নিয়ে যাচ্ছে বা রোগা-শোকা দুঃসহ ও অভিশপ্ত জীবন বয়ে আনছে তাদের জন্য। অধূমপায়ীদের জন্য শুভ বার্তা যে, আল্লাহ তাদেরকে ধূমপানের বিপদ থেকে রক্ষা করেছেন। তারা ধূমপান জনিত ধ্বংসের গহ্বর থেকে মুক্তি পেয়েছেন।
আরও দেখুনঃ হযরত তালহা বিন ওবায়দুল্লাহর দানশীলতা pdf বই ডাউনলোড
আল্লাহর নিকট প্রার্থনা করছি তিনি আমার এ লেখা থেকে উপকৃত হওয়ার তাওফিক দিন এবং ধূমপানের অনিষ্ট থেকে মুসলিম সমাজকে রক্ষা করুন। যদি আপনি ধূমপানের ইতিহাস সম্পর্কে জানতে চান তাহলে ইউরোপীয়রা ১৪৯২ ইং সালে তামাক সম্পর্কে প্রথম ধারণা লাভ করে।
সিগারেট থেকে বিরত থাকুন আপনার শরীরকে সুস্থ রাখুন।
যখন কলম্বাস তার বাহিনীসহ আমেরিকায় অবতরণ করেন। আমেরিকান আদিবাসী তথা রেড ইন্ডিয়ানরা তাদের ভূমিতে তামাক চাষ করত ও তা জ্বালিয়ে ধোঁয়া গ্রহণ করত। তাদের থেকে কলম্বাস ও তার সাথীরা তামাকের প্রথম ধারণা লাভ করেন। খ্রিষ্ঠীয় ষোড়শ শতাব্দীর মধ্যবর্তী সময়ে ইউরোপে তামাক চাষের সূচনা হয়। প্রথমে ফ্রান্স অতঃপর পুর্তগাল স্পেন এবং সর্বশেষ বৃটেন ক্রমানুসারে তামাক চাষ করে।
আরও দেখুনঃ মদপান ও ধূমপানের অপকারিতা pdf বই ডাউনলোড
ইউরোপ থেকে পর্তুগাল ও স্পেনের ব্যবসায়ীগন আফ্রিকা ও ভারত উপমহাদেশের তামাক রপ্তানি করেন।মুসলিম দেশে যদি ধূমপানের প্রবেশ জানতে চান তাহলে, খ্রিস্ট সপ্তদশ শতাব্দীতে ভারত, ইরান ও এশিয়ার বিভিন্ন দেশে তামাক আমদানি হয়।
অতঃপর হিজরি দশম শতাব্দীতে তুর্কিদের দ্বারা আরব ও অন্যান্য মুসলিম দেশে তামাকের প্রবেশ ঘটে। এবং কি মুসলিম দেশে ধূমপান আমদানিক করণ বিষয়ে জানতে হলে এবং কি ধূম পান সম্পর্কে আরো বিস্তারিত জানতে বই টি ডাউনলোড করে নিতে পারেন। যদি ধূমপান করে থাকেন তাহলে এই বইটি আপনার জন্য ।
আরও দেখুনঃ মাদকদ্রব্য সেবনকারীদের বিধান ও পরিণাম pdf বই ডাউনলোড
নিচে বলুন এটাই শেষ সিগারেট pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1 MB প্রকাশ সালঃ ২০১২ বইয়ের লেখকঃ শাইখ আব্দুল মুহসিন আল-কাসিম অনুবাদঃ সানাউল্লাহ নজির আহমদডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ