বাইবেল কি খোদার বানী pdf বই ডাউনলোড। বিশ্বের খ্রীষ্টান ইভানজেলিকাল মিশনগুলোর মধ্যে অন্যতম বিখ্যাত যুক্তরাষ্ট্রের শিকাগো নগরীতে অবস্থিত মূডি বাইবেল ইন্সটিটিউটের ড: ডব্লিউ গ্রাহাম স্ক্রুগী ‘বাইবেল কি খোদার বাণী?’ শীর্ষক প্রশ্ন, যা তাঁর বইয়েরও শিরোনাম, ওর উত্তরে তাঁর বইয়ের ‘মানবীয় তবু ঐশী’ অধ্যায়ে লেখেন:
“হ্যাঁ, বাইবেল মানবীয়, যদিও অনেকে জ্ঞান দ্বারা নয়, বরং ধর্মীয় ভাবাবেগ দ্বারা পরিচালিত হয়ে তা অস্বীকার করেছেন (মানে অজ্ঞতার কারণে অস্বীকার করেছেন)। এই বইগুলো (বাইবেল একটি নয় বরং ৬৬ টি বইয়ের সমষ্টি) মানুষের মস্তিষ্কসমূহ হতে নিঃসৃত, মানুষের ভাষায় রচিত, মানব-হস্তে লিখিত, আর এগুলোর রচনাশৈলীতে ছাপ ফেলেছে মানুষেরই গুণগত বৈশিষ্ট্য।” [Is the Bible the Word of God ? ১৭ পৃষ্ঠা; emphasis লেখক আহমদ দীদাতের]
আরও ইসলামিক বই দেখুনঃ
- পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা pdf বই ডাউনলোড
- তারাবীহ ও ইতিকাফ pdf বই ডাউনলোড
- রমাদান প্ল্যানার pdf বই ডাউনলোড
- সাওমের বিধি বিধান pdf বই ডাউনলোড
- একই দিনে রোজা ও ঈদ pdf বই ডাউনলোড
- বাইবেল সত্য নবী মুহাম্মদ সাঃ pdf বই ডাউনলোড
অপর এক খ্রীষ্টান পণ্ডিত, জেরুসালেমের এ্যাংলিকান বিশপ মি: কেনেথ ক্র্যাগ তাঁর লিখিত ‘The Call of the Minaret’ পুস্তকের ২৭৭ পৃষ্ঠায় বলেন: “(বাইবেলের) নতুন নিয়মের ক্ষেত্রে তা নয় (আল-কুরআনের
বৈসাদৃশ্যস্বরূপ)… এতে রয়েছে সংক্ষিপ্তকরণ ও সম্পাদনা; এতে রয়েছে পছন্দ, পুনর্মুদ্রণ ও সাক্ষ্য। গসপেল তথা সুসমাচারগুলো সেগুলোর রচয়িতাদের সমর্থনদাতা চার্চের মস্তিষ্ক হতে নিঃসৃত হয়েছে। সেগুলো অভিজ্ঞতা ও ইতিহাসের প্রতিনিধিত্ব করে।”
কথার যদি কোনো মানে থাকে, তাহলে আমাদের দাবিকে প্রমাণ করার জন্যে আর কোনো মন্তব্য যোগ করার প্রয়োজন আছে কি? অবশ্যই না! কিন্তু পেশাদার প্রপাগান্ডাকারীরা থলের বিড়াল বের করে দেয়ার পর ও
নির্লজ্জভাবে তাঁদের পাঠকদেরকে বিশ্বাস করাতে চান যে তাঁরা এ কথা সন্দেহাতীতভাবে প্রমাণ করেছেন, বাইবেল হচ্ছে ‘তর্কাতীতভাবে খোদার বাণী।’ তাঁদের কথার মারপ্যাঁচ ও কূটকৌশলপূর্ণ বাক্যজাল সত্যি অবাক করার মতো!
এই দুই ধর্মশাস্ত্রজ্ঞ (Doctors of Religion) মানবের পক্ষে যতোটুকু সম্ভব ততোটুকু স্পষ্ট ভাষায় আমাদের জানাচ্ছেন যে বাইবেল মানব হস্তে লিখিত, অথচ অপর দিকে তাঁরা ভান করছেন এর বিপরীত ধারণাই তাঁরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। একটি আরবী প্রবাদের ভাবানুবাদ নিম্নরূপ: “পুরোহিতবর্গ এ ধরনের হলে খোদাতা’লা ধর্মসভার মঙ্গল করুন!” এ রকম আবোল-তাবোল বকে টাটকা সুসমাচার ও বাইবেলের উগ্র প্রচারকারীরা ‘অবিশ্বাসী’-দেরকে (মানে মুসলিম কিংবা অন্যান্য ধর্মাবলম্বীকে) নাকাল করতে ‘অনুপ্রাণিত’ (প্রত্যাদিষ্ট) হন।
নিচে বাইবেল কি খোদার বানী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই বই |
বইয়ের সাইজঃ | 17 MB |
প্রকাশ সাল | ২০২১ সাল |
বইয়ের লেখকঃ | আহমাত দীদাত |
বইয়ের অনুবাদকঃ | কাজী সাইফুদ্দীন হোসেন |