বিশ্ব নবীর মধুর ব্যবহার pdf বই ডাউনলোড। মহাগ্রন্থ কোর-আনুল কারিমে ঘোষিত হইয়াছে – প্রেমময় আল্লাহ তায়ালা বলিয়াছেন – হে আমার হাবীব! আপনি বলিয়া দিন, যাহারা আমার প্রেম লাভ করিতে চায়; তাহারা যেন আপনার ইত্তেবা’ করে, অর্থাৎ – অনুসরণ এবং অনুকরণ করে, তাহা হইলে, আমি (আল্লাহ) তাহাদিগকে ভালবাসিব এবং তাহাদিগের সমূহ গোনাহ মার্জ্জনা করিয়া দিব ।
কেননা নিশ্চয়ই আমি ক্ষমাশীল করুণাময়। বন্ধুগণ! মহিমান্বিত আল্লাহ তায়ালার কি অনুপম, অদ্বিতীয় এবং অতুলনীয় প্রেম পূর্ণ বাণী। কত আদর করিয়া সোহাগ মাখান বাণী দ্বারা কি অপূর্ব্ব ও অমূল্য প্রেমসুধা দানের প্রতিশ্রুতিতে বান্দাদিগকে আহবান জানাইয়াছেন। যাহাতে বান্দাদিগকে গৃহত্যাগী বা সংসার বিরাগী হওয়ার কঠিন পরীক্ষার লেশ মাত্র নাই।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুন নবী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- কুরআন শরীফ নূরানী ছাপা পিডিএফ ডাউনলোড
কত সরল এবং সহজে বান্দাদিগকে ধরা দিতে চাহিয়াছেন। কেবল মাত্র হজরত নুরনবী (ছঃ) হাবিবের আদর্শ (কর্মপদ্ধতি) পালনের বিনিময়ে। যাহা সমগ্র জীবনে কঠোর সাধনায় পাওয়া যায় না, সেই অপূর্ব্ব দূর্লভ এবং দুষ্প্রাপ্য মহব্বৎ বা মধুর প্রেম। অধিকন্তু সাধকের পক্ষে বিনিদ্রিত রাত্র জাগরণের কঠোর পরিশ্রম এবং দূদর্শনীয় চির বিদ্রোহী নছ বা কু-প্রবৃত্তির উত্তেজনাকে আয়াত্ত্বে আনিয়া তাহা পশমিত করিয়া মধুর ইবাদাতে নিয়োজিত রাখা কত যে
সু-কঠিন কাৰ্য্য, তাহা মহা সাধক ব্যক্তি ব্যতীত কেহই উপলব্ধি করিতে পারিবো না। অতএব, প্রত্যেক ঈমানদার ব্যক্তিদিগের জন্য ইহা সুবর্ণ সুযোগ মনে করিয়া তৎপ্রতি আত্মনিয়োগ করিতে যত্নবান হইবেন।
অনন্তর আরও পবিত্র কোর-আনুল কারীমে বিঘোষিত হইয়াছে যে, তোমাদের গোনাহ রাশি মার্জ্জনা করা হইবে, কেননা আল্লাহ তায়ালা অদ্বিতীয় ক্ষমাশীল মার্জ্জনাকারী। আল্-হামদু লিল্লাহ!
বন্ধুগণ! পাপ ব্যধি কাহার জীবনে না আছে? নিষ্পাপ ব্যক্তি পৃথিবীতে আর কে আছেন? সকল ব্যক্তির কিছু না কিছু পাপ কার্য্য্য নিশ্চয়ই আছে। ইহা থাকাও স্বাভাবিক। কিন্তু সেই পাপ ব্যাধিকে ভয় করিয়া থাকেন কয়জন ব্যক্তি? সুতরাং প্রত্যেক ব্যক্তির ভয় করা উচিত নয় কি? তথাপিও মানুষ কঠিন কঠিন পাপ নির্ভয়ে করিয়া যাইতেছে। ইচ্ছায়-অনিচ্ছায় এবং প্রকাশ্যে ও গোপনে।
অধিকন্তু পাপের পরিণাম এবং পাপের অঙ্ক দিন দিন পাপের খাতা পরিপূর্ণ হইয়া ছাপাইয়া ফেলিতেছে। কিন্তু তৎপ্রতি কাহারও দৃষ্টিপাত হইতেছে না! অতএব, প্রত্যেক ব্যক্তিরই পাপের প্রতিকার এবং প্রতি শোধনের নিমিত্ত অতি সহজ পন্থায় প্রেমময় আল্লাহ তায়ালা হজরত নূর নবী হাবীবের মহব্বতের দরিয়ায় প্রেমের বান ডাকাইয়া দুকুল ছাপাইয়া দিয়াছেন।
নিচে বিশ্ব নবীর মধুর ব্যবহার জীবন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজ | 15.5 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ |