বুকের ভিতর প্রতিদিন pdf বই ডাউনলোড। বুকের ভেতরে প্রতিদিন আমাদের বুকের ভেতর প্রতিদিন অনেক আকাংখা জন্ম লাভ করে আমরা তার কিছু কিছু হত্যা করে অবশিষ্ট গুলোর খোরাক জোটাই । আমাদের বুকের ভেতর আছে প্রেম সে প্রেমের প্রদীপ নিতে গেলে আমরা অন্ধ হয়ে যাই অন্ধরাই পশু পশুরাই মাতাল মাতালরা সৃষ্টিকে ধ্বংস করতে চায়।
ওরা হিংস্র ক্রোধে আমাদের ভালোবাসার ফুলেল বাগানে আমাদের ভালবাসার ফসলের ক্ষেতে বোমা ফেলে ঝড় আনে যুদ্ধ আনে রক্তপাত ঘটায়। আমাদের ভালবাসার রাস্তাঘাট, সেতু ধ্বংস করে নদীতে দেয় বাধঁ যোগাযোগের সব তার দেয় কেটে।
আরও দেখুনঃ অন্য রকম কষ্ট pdf বই ডাউনলোড
আমাদের সবার বুকের গভীরে মৎস্য চাষের মত ভালবাসা চাষ করা প্রয়োজন, অকালে যাদের বুকের প্রেম মরে গেছে তাদের ভাল চিকিৎসার প্রয়োজন যে প্রাণের ভেতর গোলাপ একজন মৃত এবং একজন ভীরু মানুষের কোন পার্থক্য নেই। মৃতদের মুখ আছে। ভীরুদেরও মুখ আছে অথচ মৃতদের মত ভীরুরা ভাল মন্দ কিংবা সত্য না মিথ্যা হক না বাতিল কিছুই বলতে পারে না।
অনেক সুন্দর একটি ছোট গল্পের বই।
মৃতদের গোলাপের প্রয়োজন নেই জীবিতদের ভীষণ প্রয়োজন, তাজা প্রাণের জন্যই তো ফোটে ফুল অথচ ভীরুরা কাটাঁর ভয়ে গোলাপের দিকে বাড়ায় না হাত আজীবন গোলাপহীন থেকে যায়। কারণ তারা মৃতের মিছিলে চলে গেছে অনেক দুর। মৃতদের হৃদয়ে স্পন্দন নেই ভীরুরা প্রতিদিন অসংখ্য কামনার স্পন্দন নিহত করে হৃদয়কে বানিয়েছে গোরস্তান প্রকৃত পক্ষে ভীরুরা সবচেয়ে বেশি মৃত আর সাহসী মৃতরা সবচেয়ে বেশি জীবিত।
আরও দেখুনঃ ফিলিস্তিনের আকাশ pdf বই ডাউনলোড
সাহসী মৃত্যু থেকে জন্মে লাখো লাখো তাজা প্রাণ সে প্রাণের ভিতরে জেগে আছে অসংখ্য গোলাপ আর কুসুমিত দিন। আমার আকাশ আমার হৃদয়, মাথার ওপর নাকি আকাশ আছে বুকের নীচে নাকি হৃদয় অথচ আজো দুচোখে দেখিনি সেই আকাশ আ সেই হৃদয় শুধু যেদিন তোমার ঘরে লেগেছিল আগুন সেদিন আমার আকাশে দেখেছিলাম ধোঁয়া আমার হৃদয়েও দেখেছিলাম।
ধোঁয়া আজো পৃথিবীর দিকে দিকে জ্বলছে আগুন জ্বলছে আফগানিস্তান, ফিলিস্তিন, ইথিওপিয়া আসাম, বার্মা..আরো কত দেশ দেশান্তর; এখন আমার আকাশে ভাসছে তার ধোঁয়া আমার হৃদয়ে দেখেছি শুধু ধোঁয়া। আজো পৃথিবীর দিকে দিতে চলছে নরহত্যা, শিশু, বৃদ্ধ রোগী, নারী হায়! অসহায় গর্ভবতী নারী কারো ক্ষমা নেই।
আরও দেখুনঃ জাভা প্রোগ্রামিং শিখার জন্য পিডিএফ বই ডাউনলোড
নিচে বুকের ভিতর প্রতিদিন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

প্রকাশকঃ বাংলা সাহিত্য পরিষদ বইয়ের ধরণঃ ছোট গল্প বইয়ের সাইজঃ 1.46 MB প্রকাশ সালঃ ১৯৯১ বইয়ের লেখকঃ আবদুল হামীদ খাঁ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ






















