ভাল মৃত্যুর উপায় pdf বই ডাউনলোড। দিনের পর যেমন রাতে আসে এবং অন্ধকারের পর আলো আসে, তেমনি জীবনের পরে মৃত্যু আসবেই। দুনিয়ার সকল সমস্যার সমাধানের চেষ্টা চলে, কিন্তু মৃত্যু সমস্যার কোনো সমাধান নেই। মৃত্যু শাশ্বত ও চিরন্তর সত্য।
এক ফাসেক ব্যক্তি স্বপ্নে দেখে যে, এক সিংহ তাকে আক্রমণ করার জন্য তাড়াচ্ছে। সে নিরূপায় হয়ে এক গাছের ডালে আশ্রয় নেয় এবং গাছের ঢালে অবস্থিত মৌচাক থেকে ফোঁটা ফোটাছ পড়া মধু পান করছে। এদকে একটি সাদা ইঁদুর এবং অন্য একটি কাল ইঁদুর সে ডালটি কাটতে শুরু করে। নীচে একটি সাপ হাঁ করে তার দিকে তাক করে আছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- জীবনের শেষ দিন pdf বই ডাউনলোড
- অন্তর বিধ্বংসী বিষয় দুনিয়ার মহব্বত pdf বই ডাউনলোড
- মৃত্যুর পরে অনন্ত জীবন pdf বই ডাউনলোড
- মন খুশি করার উপায় pdf বই ডাউনলোড
- দ্বীনে অবিচল থাকার উপায় pdf বই ডাউনলোড
যে কোনো সময় ডালটি নীচে পড়ে যেতে পারে এবং সাপ তাকে খেয়ে ফেলতে পারে। সে খুবই হয়রাণ- পেরেশান। হঠাৎ করে তার ঘুম ভেঙ্গে যায়। কিন্তু স্বপ্নের ভয়াবহতা মনে দাগ কাটে। সে স্বপ্নের ব্যাখার জন্য এক নেক লোকের কাছে ছুটে যায়। নেক লোকটি এর ব্যাখ্যায় বলেন,
স্বপ্নের ব্যাখ্যা:
যে সিংহটি হচ্ছে তোমার মৃত্যু। সে তোমাকে সর্বদা তাড়িয়ে বেড়াচ্ছে। সাদা ইঁদুরটি হচ্ছে দিন এবং কাল ইঁদুরটি হচ্ছে রাত। দিন ও রাত তোমার জীবনকে এভাবে খেয়ে ফেলছে। গাছের নীচের সাপটি হলো তোমার কবর। সে তোমাকে নিজ পেটে ধারণ করার জন্য হাঁ করে আছে। জীবনের সময়টুকু শেষ হয়ে গেলে তার পেটে যেতেই হবে। যে মধু ফোটাঁ ফোটাঁ ঝরে পড়ছে এবং তুমি পান করেছ, তাহলো দুনিয়ার ভোগ-বিলাস ও আরাম-আয়েশ। এ ব্যাখ্যা শুনার পর সে অন্যায় ও অসৎপথ ত্যাগ করে দীনদারীর পথ অবলম্বন করে এবং হেদায়াতের পথে চলথে থাকে। আল কালেমাত ৮ম কালেমা। বদিউজ্জামান নূরসী, তুরস্ক।
সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু সেই মৃত্যুকে কাংখিত ও উত্তম মৃত্যুতে পরিণত করার উপায় সম্পর্কে অনেকের ধারণা সুস্পষ্ট নয়। পক্ষান্তরে, খারাপ মৃত্যু কেন হয় এবং তা প্রতিরোধের উপায় সম্পর্কেও বহু লোকের ধারণা পরিস্কার নয়। অথচ কিভাবে ভাল ও খারাপ মৃত্যু হয়, সেগুলোর লক্ষণ কি এবং সে জন্য প্রয়োজনীয় কি ব্যবস্থা গ্রহণ করা উচিত তা নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরী।
মৃত্যু যদি খারাপ হয়, তাহলে দুনিয়ায় নেক আমলের মূল্য রইল কোথায়? আপরদিকে, নেক আমলের সাথে নেক মৃত্যুর একটা গভীর সম্পর্ক রয়েছে। অনুরূপভাবে, গুনাহর সাথে খারাপ মৃত্যুর সম্পর্কও নিবিড়। পরকালের অনন্ত জীবনের সূচনা হয় মৃত্যু মাধ্যমে। তাই সেই মৃত্যুকে নেক করতে পারলে পরবর্তী স্তরগুলো সহজতর হয়ে যাবে। একজন মুমিনের গোটা জিন্দেগীর আমল যেন খারাপ মৃত্যুর মাধ্যমে বরবাদ না হয়, সে জন্য সবাইকে সতর্ক করে দেয়ার উদ্দেশ্যে এ প্রয়াস চালানো হল।
নিচে ভাল মৃত্যুর উপায় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আধুনিক প্রকাশনী |
বইয়ের ধরণঃ | দুনিয়া ও কবর |
বইয়ের সাইজঃ | 3.27 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | এ এন এম সিরাজুল ইসলাম |
অনুবাদঃ |