মধ্যপ্রাচ্য রাজনীতি যুদ্ধ বাস্তবতা pdf বই ডাউনলোড। ইরাক-কুয়েত সংকটের পটভুমি মাধ্যপ্রাচ্যে সংঘটিত প্রতিটি যুদ্ধ হয় একটু ভিন্নরকম। এসব যুদ্ধ দ্বারা যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয় তারা এ বিষয়টি খুব ভালভাবে অনুধাবন করতে পারে, ১৯৫৬ সালে ফ্রান্স, ইংল্যান্ড ও ইসরায়েলের চক্রান্তে মিসরের সয়েজ খালের উপর অবৈধ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়।
এ ঘটনার প্রেক্ষিতে আরববিশ্ব যে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয় তা স্মৃতির পাতা থেকে সহজে মুছে ফেলার নয়। ১৯৬৭ সালে আরব- ইসরায়েলে যুদ্ধে ফলশ্রুতিতে আরব দুনিয়ার মাথায় যে কলংকের তিলক লাগে তা ১৯৭৩ সালে মিসর ও সিরিয়া মিলে মুছে ফেলতে সক্ষম হয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- এরদোগান বনাম শরীয়ত বাস্তবতা pdf বই ডাউনলোড
- বিয়ে আবেগও বাস্তবতা pdf বই ডাউনলোড
- ইসলামি রাজনীতি কি ও কিভাবে pdf বই ডাউনলোড
- অর্থনীতি রাজনীতি বাংলাদেশে প্রেক্ষিত pdf বই ডাউনলোড
- ইসলামী রাজনীতি pdf বই ডাউনলোড
তারা প্রমাণ করে ইসরায়েলে কোন অপরাজেয় শক্তি নয়। তবে ইরাক-কুয়েত যুদ্ধের কারণে আমাদের অন্তরে কোন গর্বের অনুভুতির পরিবর্তে ক্ষোভের সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। কারণ, এ যুদ্ধের কারণে আরব দুনিয়া সদরপ্রবাসী অন্তর্দ্বন্দে লিপ্ত হয়। এটা ছিল তাদের জন্য খুবই কঠিন সময়।
বাস্তবতার আলোকে দেখা যায় আরবর তো বটেই পৃথিবীর অন্য কোন দেশ ইতিপূর্বে এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি, এই সংকট সৃষ্টি হওয়ার পর কয়েক সপ্তাহ পর্যন্ত আরব সৈন্যরা একে অপরের বিরুদ্ধে অস্ত্র চালনায় লিপ্ত থাকে। অন্যদিকে অদরে দাড়িঁয়ে সোভিয়েত ইউনিয়ন মুচকি হাসি হাসতে থাকে। এই প্রথমবার সে আমেরিকার বিরুদ্ধে ছিল নীরব।
আমেরিকার কোন উদ্যোগের ব্যাপারে তার কোন আপত্তি ছিল না। ইরাক-কুয়েত যুদ্ধের কারণে আরব বিশ্ব এমনভাবে দ্বিধাবিভক্ত হয় যে, ইতিহাসে এর দৃষ্টান্ত খুঁজে পাওয়া অসম্ভব যুদ্বের কারণে আরবলীগ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কেবল তাই নয়; বরং প্রতিটি আরব বাসিন্দা নিজেকে দুই ভাগে বিভক্ত দেখতে পায়। আরবরা কেমন দ্বিধা বিভক্ত হয়ে পড়ে তা কেবল একটি ঘটনা দ্বারা অনুধাবন করা সম্ভব।
মিসর ও সিরিয়ার সমন্বয়ে গঠিত সেনাবাহিনীর একটি দল সেসময় সৌদি আরবে নিয়োজিত ছিল। ১৮-ই জানুয়ারী ১৯৯১ ইসরায়েলের উপর ইরাক প্রথম এস্কাড মিসাইল নিক্ষেপ করে। এ সংবাদ শুনে মিসর ও সিরিয়ার সৈন্যরা খুশিতে তাকবির দিতে থাকে। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে মধ্যপ্রাচ্য রাজনীতি যুদ্ধ বাস্তবতা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক ইতিহাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 38.5 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ হাসনাইন হাইকাল |
অনুবাদকঃ | আব্দুল মান্নান আজীজ |