মনে মনে প্রধানমন্ত্রী pdf বই ডাউনলোড। পাগলের সুখ মনে মনে। পাগলের মনে যা আসে— তা-ই সে বলে বেড়ায়, তা-ই সে বলে বেড়াতে পারে। তার চিন্তার সাথে বাস্তবতার কোনো মিল নেই। অবশ্য মিল থাকার প্রয়োজনও নেই—এ কারণেই তো সে পাগল। সে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করতে পারে। আজ সে অ্যামেরিকার প্রধানমন্ত্রী, কাল আবার রাশিয়ার প্রধানমন্ত্রী! পাগলের এ কথার দিকে কেউ ভ্রুক্ষেপ করে না।
পাগলের সাথে ‘লজ্জা’র কোনো সম্পর্ক নেই। সে উদোম গায়ে ঘুরতে পারে, এতে তার কোনো সমস্যা হয় না। রাস্তায় দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করতে পারে, এটা তার কাছে খেলার মতন মনে হয়। তার মানদণ্ডে এটা ঠিকই আছে৷ আশপাশের মানুষগুলো হয়তো লজ্জায় কুঁকড়ে মরে। কিন্তু সে তো দিব্যি হেঁটে বেড়াচ্ছে। সে একেবারেই স্বাধীন। তার এই স্বাধীনতায় কোনো রকম
আরও ইসলামিক বই দেখুনঃ
- ভুবনজয়ী নারী pdf বই ডাউনলোড
- ফররুখ আহমদ জীবনও সাহিত্য pdf বই ডাউনলোড
- আরবি সাহিত্যে ইসলামি ভাবধারা pdf বই ডাউনলোড
- আধুনিক আরবি ব্যাকরণ pdf বই ডাউনলোড
- অগ্নিবীণা ইসলামিক ভার্সন pdf বই ডাউনলোড
হস্তক্ষেপ সে মেনে নিতে চায় না। কেউ তাকে পোশাক পরতে বললে সে তেড়ে আসে। থুতু ছিটায়। বাচ্চারা একসাথে জটলা পাকিয়ে পাগলের ওসব কাণ্ড দেখে। বলাবলি করে—ওই দেখ পাগল, ওই দেখরে পাগল।
এরকম পাগলকে আমরা সবাই চিনি। গাঁয়ের টং দোকানের পাশে, গুলিস্তান মাজারে কিংবা প্রাচীন কোনো বটগাছের তলায় বসে এদেরকে বিড়ি বা গাঁজা টানতে দেখা যায়।
এ তো গেল বটতলার পাগলের কথা। ইদানীং কিছু পাগলের আমদানি হয়েছে যারা নিজেদের শিক্ষিত বলে দাবি করে, তাদেরকেও ওরকম প্রলাপ বকতে দেখা যায়। এই পাগলরা বলে, তুমি আস্ত একজন পুরুষ, একজন টগবগে যুবক, তাতে কী হয়েছে? কাল সকালে ঘুম থেকে উঠে ‘মনে মনে’ নিজেকে তুমি নারী ভাবলে। ব্যস, তুমি নারী হয়ে গেলে।
একটু মেক-আপ করো, শাড়ি প্যাঁচাও, রংঢং করে হাঁটো—কেল্লাফতে! আবার একজন নারী, যার বয়স ত্রিশ ছুঁই ছুঁই, বিয়ের পাঠ চুকিয়ে এখন দু বাচ্চার মা, তাকে বলবে‘তোমার কি নিজেকে পুরুষ পুরুষ মনে হয়? অত ভাবা-ভাবির কিছু নেই। তুমি পুরুষই। তোমার শারীরিক গড়ন যেমনই হোক না কেন, তুমি দু বাচ্চার মা হয়েছ তাতে কী, তুমি পুরুষ। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন আশা করি উপকৃত হবেন।
নিচে মনে মনে প্রধানমন্ত্রী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | সত্যায়ন প্রকাশন |
বইয়ের ধরণঃ | নামাজ বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 5.55 MB |
প্রকাশ সাল | ২০২৪ সাল |
বইয়ের লেখকঃ | আবিদ ইকবাল |
বইয়ের অনুবাদকঃ |