মরণ একদিন আসবেই
মরণ একদিন আসবেই pdf বই ডাউনলোড। নিশ্চিত মরণ একদিন আসবেই। মরণ থেকে রক্ষা পাওয়ার কোন সুযোগ নেই। প্রত্যেক জীবিত প্রাণীর মরণ অপরিহার্য। মরণ হতে কেউ পরিত্রাণ পেলে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মাদ সাঃ ই পেতেন।
তাকেও মরণ স্বীকার করতে হয়েছে। মরণ আল্লাহ পক্ষ হতে সৃষ্টিকুলের জন্য অবধারিত। আল্লাহ তাআলা বলেন,নিশ্চয়ই আপনারও মরণ হবে এবং তাদেরও মরণ হবে (যুমার ৩০)। অত্র আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে, সৃষ্টির সেরা এবং সকল নবীর মধ্যমণি হওয়া সত্ত্বেও রাসুল সাঃ- মরণের আওত্তা বর্হিভূত নন।
আরও দেখুনঃ শির্কের বেড়াজাল উম্মত বেসামাল pdf বই ডাউনলোড
অতএব, কোন মানুষ মরণের আওতার বাইরে যেতে পারে না। আরও প্রতীয়মান হয় যে, সকলকেই পরকালের চিন্তা মনযোগী হতে হবে, এবং পরকালের কাজে আত্মনিয়োগ করতে হবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আপনার পূর্বেও আমি কোন মানুষকে অনন্ত জীবন দান করিনি।
সুতরাং আপনার মরণ হলে তারা কি চিরজীববি হবে? প্রত্যেককে মরণের স্বাদ আস্বাদন করতে হবে, আমি তোমাদেরকে মন্দও ভাল দ্বারা পরীক্ষা করে থাকি, েএবং আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে (আম্বিয়া ৩৪-৩৫)। আয়াত দ্বারা বুঝা জায় যে, পূর্বাপর কোন মানুষ চিরদিন থাকবে না একদিন না একদিন তাকে মরণের বিশেষ কষ্ট অনুভব করতেই হবে।
আরও দেখুনঃ জাহান্নামের ভয়াবহ আযাব pdf বই ডাউনলোড
আর অসুখ-বিসুখ, দুঃখ-কষ্ট এবং শরীরের সুস্থতা ও নিরাপত্তা উভয়ই পরীক্ষার মাধ্যমে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, প্রত্যেক প্রাণীকে মরণের স্বাধ আস্বাদন করতে হবে, আর তোমরা ক্বিয়ামতের দিন পরিপূর্ণ বদলা পাবে। তারপর যাকে জাহান্নাম থেকে দুরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে সফলতা লাভ করবে, আর পার্থিব জীবন একমাত্র ধোঁকার সম্পদ (আলে ইমরান ১৮৫)।
অত্র আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে, কোন প্রাণী মরণের হাত থেকে রেহাই পাবে না। অবশ্যই কর্মের ফল পাবে। আর পার্থিব জীবন একমাত্র ধোঁকার সম্পদ। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, যদি আল্লাহ লোকদের তাদের অন্যায় কাজের কারণে পাকড়াও করতেন তবে ভূপৃষ্টে চলমান কোন কিছুকেই ছাড়তেন না।
আরও দেখুনঃ অসীলাহর মর্ম ও বিধান pdf বই ডাউনলোড
নিচে মরণ একদিন আসবেই pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ঈমান বিষয়ক বইয়ের সাইজঃ 2.45 MB প্রকাশ সালঃ ২০০৮ ইং বইয়ের লেখকঃ আব্দুর রাযযাক বিন ইউসুফ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ