মহাবিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব pdf বই ডাউনলোড। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বা সীরাত পূর্ণাঙ্গরূপে বর্ণনা করা কোন মানুষের পক্ষেই সম্ভব নয়। বিভিন্ন গ্রন্থ, ইতিহাস, লেখা, গবেষণা, তাফসীর ঘেটে বা বিশ্লেষণ করে যতটুকু পারা যায় সেটাই সম্বল। তবে আল-কুরআন এবং হাদীসের গ্রন্থসমূহকে সামনে রেখে অগ্রসর হলে কঠিন পথ কিছুটা সহজ হয়ে যায়।
গ্রন্থের লেখক বা সংকলক সে নিরিখেই অগ্রসর হওয়ার চেষ্টা করেছেন। এ ব্যাপারে মহান আল্লাহ যতটুকু সাহায্য করেছেন ততটুকুই বলা বা লেখা সম্ভব হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় সম্পর্কে আল্লাহপাকের নির্দেশনা চমৎকার ও দৃষ্ট। আল্লাহপাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল-কুরআনে এভাবে বর্ণনা করতে নির্দেশ দিয়েছেন, হে মানবগণ! আমি তোমাদের সকলের নিকট আল্লাহর প্রেরিত রাসূল ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুন নবী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- কুরআন শরীফ নূরানী ছাপা পিডিএফ ডাউনলোড
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রকৃত স্বরূপ কি? এক দিকে তিনি আল্লাহর প্রেরিত রাসূল, অপরদিকে তিনি পৃথিবীর মানুষ। রক্ত মাংস দিয়ে গড়া তাঁর শরীর। এক দিকে তিনি স্রষ্টার, অপরদিকে তিনি সৃষ্টির। তাই প্রশ্ন জাগে, আমরা তাঁকে এখন কোন আলোকে গ্রহণ করব? কোন চোখে দেখব? তিনি কি মানুষ না অতি মানুষ?।
এ প্রশ্নের জবাবে কবি গোলাম মোস্তফা তাঁর বিশ্বনবী গ্রন্থে লেখেন, “যাঁহার জীবনে এত অতি মানবিক উপাদান রহিয়াছে তাঁহাকে শুধুই মানুষ বলিতে পারি কি? তবে কি তিনি মানুষ ছিলেন না? তাহাই বা কি করিয়া বলা যায়? তাহার জীবনের প্রতিটি ঘটনা ইতিহাসের আলোকে সমুজ্জ্বল। কে ইহা অস্বীকার করিবে? অতএব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাহারা কেবল মাত্র অতি মানবরূপে মানব গভীর ঊর্ধ্বে তুলিয়া ধরিবেন, তাহারাও যেমন ভুল করিবেন।
আবার যাহারা তাঁহাকে আমাদের মত মাটির মানুষ বলিয়া ধরার ধুলায় নামাইয়া আনিবেন তাহারাও ঠিক তেমনি ভুল করিবেন।” হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষ ও অতি মানুষের মিশ্রিত রূপ; সৃষ্টি ও স্রষ্টার মধ্যে তিনি ছিলেন মাধ্যম বা বাহক। একদিকে যেমন তিনি আল্লাহর প্রতিনিধি, অপরদিকে তেমনই তিনি আমাদেরও প্রতিনিধি ।
নিচে মহাবিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আহসান পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক |
বইয়ের সাইজ | 11 MB |
প্রকাশ সালঃ | ২০১২ সাল |
বইয়ের লেখকঃ | ড. ঈসা মাহদী |
বইয়ের অনুবাদকঃ |