মহিলাদের বয়ান ১ম- ৩য়
মহিলাদের বয়ান ১ম- ৩য় pdf বই ডাউনলোড। হযরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিহি ওয়া সাল্লামের ওফাতের পর পর একবার এক মহিলা এসে হযরত আয়েশা সিদ্দীকা রাঃ এর ঘরে উপস্থিত হলো। আরয করলো- আমি হযরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওয়া মুবারক জিয়ারত করতে চাই । হযরত আয়েশা রাঃ হুজর মুবারকের দরজা খুলে দিলেন।
আর সে ভক্ত মহিলা হযরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের কবর মুবারক জড়িয়ে ধরে কাদঁতে লাগলো। আর কাদঁতে কাদঁতে এই পৃথিবী থেকে বিদায় নিলো।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আরজু আহমেদের নির্বাচিত রচনা pdf বই ডাউনলোড
- বিশেষ বয়ান ১ম খন্ড pdf বই ডাউনলোড
- মহিলাদের নামাজ pdf বই ডাউনলোড
- মহিলাদের হজ্জ্ব ও ওমরাহ pdf বই ডাউনলোড
- ঈমান ইয়াকীনের বয়ান pdf বই ডাউনলোড
- মহিলাদের দ্বীনি মেহনত মোজাকারা pdf বই ডাউনলোড
আমরা মুলত এই তাবলিগী সাধনার মধ্য দিয়ে দুনিয়ার সকল নর- নারীর অন্তরে নবীপ্রেমের সেই প্রদীপই পুররায় প্রজ্জ্বলিত করতে চাই। আমাদের কর্তব্য হলো বিশ্বব্যাপী এই পয়গাম ছড়িয়ে দেয়া। আমরা বলতে চাই, আল্লাহ সন্তুষ্টি আল্লাহপ্রেম ও হযরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসাই আমাদের জীবনের মূল র্টার্গেট।
খানাপিনা স্ত্রী -সন্তান, ব্যবসা-বানিজ্য অন্য সবকিছু থাকবে প্রয়োজনের সারিতে জীবনের নিম্নস্তরে। এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে হযরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ অনুসরণে জীবপযাপন করার জন্য । এই দুনিয়ার সকল নারীই হযরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কন্যাসমতুল্য।
আমাদের সকলের অনুপ্রেরণা হলেন তিনি । জীবন চলার পথে আমাদের কোন মর্জি-খুশি নেই। আল্লাহ যা চাইবেন আমাদেরকে তাই করতে হবে। আল্লাহ হাবীব যা নির্দেশ করবেন, সেটাই হবে আমাদের প্রধান কর্তব্য। একবার হযরত সাদ হযরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরয করলেন-
ইয়অ রাসুলুল্লাহ ! আমি একজন গরীব মানুষ। বিয়ে করতে চাই। দেখতে হযরত সাদ রাঃ ছিলেন একেবারে কালো। হযরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার এই আবেদন শোনার পর বললেন- আমার ইবনে ওয়াহাবকে গিয়ে বলো সে যেন তার মেয়েকে তোমার কাছে বিয়ে দেয়।
নিচে মহিলাদের বয়ান ১ম- ৩য় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ বয়ান বিষয়ক বইয়ের সাইজঃ 16.8 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মাওলানা তারিক জামীল অনুবাদঃ মাওলানা কবির আহম্মাদ মাসরুর চাঁদপূরীডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ