মাওলানা আব্দুল ওয়াহহাব মুহাদ্দিছ দেহলভী বই ডাউনলোড। মাওলানা আব্দুল ওয়াহহাব মুহাদ্দিছ দেহলভী ভারতীয় উপমহাদেশের একজন খ্যাতিমান মুহাদ্দিছ ছিলেন। ইলমে হাদীছের প্রচার-প্রসারে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। মৃত সুন্নাত পুনর্জীবতিকরণে তারঁ অবদান অবিসংবাদিত। তিনি সুদীর্ঘ ৬০ বছর দরস-তাদরীসের মাধ্যমে একদল যোগ্য ছাত্র তৈরি করেন, যারা এ উপমহাদেশে কুরআন ও সুন্নাহর বাণীকে সমুন্নতকরণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।
দিল্লীতে তারঁ খুৎবা শুনে বহু মানুষ আহলেহাদীছ হয়েছেন। জামাআতবদ্ধ জীবন-যাপনের প্রয়োজনীয়তা অনুভব করতঃ তিনি ১৮৯৫ সালে জামাআতে গোরাবায়ে আহলেহাদীছ প্রতিষ্ঠা করেন। বায়আত ও ইমারতভিত্তিক এই সংগঠনটি উপমহাদেশে আহলেহাদীছ আন্দোলনের প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরও দেখুনঃ ইবনে তাইমিয়া pdf বই ডাউনলোড
তার নাম আব্দুল ওয়াহহাব, উপনাম আবু মুহাম্মাদ এবং উপাধি মুহাদ্দিছে হিন্দ ভারতের মুহাদ্দিছ । তিনি হীরার জন্য বিখ্যাত পাঞ্জাবের ঝং যেলার ওয়াসুআস্তনা নামক অখ্যাত গ্রামে এক জমিদার পরিবারে জন্মগ্রহন করেন। তারঁ জন্মসন সঠিকভাবে জানা যায় না। তিনি মৃত্যুর ৩ মাস ১০ দিন পূর্বে ১৩৫১ হিজরীর রবীউল আউয়াল মাসের শেষের দিকে তারঁ প্রতিষ্ঠত জামাআতে গোরাবায়ে আহলেহাদীছ-কে যে অছিয়ত করেছিলে।
সংক্ষিপ্ত জিবনী ।
সেটি একই সনের রবীউল আখের মাসে ছহীফায়ে আহলেহাদীছ দিল্লী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সেখানে তিনি বলেছিলেন, বর্তমানে আমার বয়স ৭০ বছর হবে। এই হিসাবে তারঁ জন্মসন ১২৮০ হিঃ/১৮৬৩ খ্রিঃ। তারঁ বংশপরিক্রমা হল- আব্দুল ওয়াহহাব বিন হাজী মুহাম্মাদ বিন মিয়াঁ খোশহাল বিন মিয়াঁ ফাতহ বিন মিয়াঁ কায়েম।
আরও দেখুনঃ বুস্তানুল মুহাদ্দিসীন pdf বই ডাউনলোড
তারঁ পিতৃপুরুষ স্বচ্ছল ও ধার্মিক ছিল। তাদের মধ্যে পরহেযগারিতা ও সৎকর্ম সম্পাদনের মানসিকতা বিদ্যমান ছিল। মাওলানার পিতা মিয়াঁ হাজী মুহাম্মাদ হজ্জ করার সৌভাগ্য অর্জন করেছিলেন। সেই সময় হজ্জ করা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার ছিল। স্বচ্ছল ও সৎ ব্যক্তিই কেবল নিজ সম্পাদন করার জন্য মক্কায় যেত মাওলানার বয়স ২/৩ বছর হলে তার পিতা ওয়াসুআস্তানা থেকে মুলতান যেলার মুবারকবাদ গ্রামে হিজরত করেন এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
৬ বছর বয়সে তারঁ লেখাপড়া শুরু হয়। তিনি গ্রামের মসজিদে কুরআন মাজীদ পড়া শেখেন এবং নাযেরানা খতম করেন। এরপর ছোট ভাই নূর মুহাম্মাদকে সাথে নিয়ে ফিরোযপুর জেলার লাক্ষৌকেতে অবস্থিত।
আরও দেখুনঃ হযরত আব্দুল কাদের জিলানী pdf বই ডাউনলোড
নিচে মাওলানা আব্দুল ওয়াহহাব মুহাদ্দিছ দেহলভী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ জিবনী বিষয়ক বইয়ের সাইজঃ 1 MB প্রকাশ সালঃ ২০১৫ বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ