মাওলানা আসাদুল্লাহেল গালিব রহঃ জিবনী pdf বই ডাউনলোড। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে সকল মনীষীর কর্মপ্রচেষ্টচায় আহলেহাদীছ আন্দোলন যুগে যুগে প্রাণ পেয়েছে, বাংলায় আহলেহাদীছ আন্দোলনের ইতিহাস যাদেঁর কর্মকান্ডে গৌরবধন্য হয়ে আছে, মাওলানা আসাদুল্লাহেল গালিব রহঃ ছিলেন তাদেঁর অন্যতম। বাংলার এক নিভৃত কোণে নীরবে নির্জনে সারা জীবন সমাজ সংস্কারের কাজ করে গেছেন তিনি। আলোচ্য নিবন্ধে আমরা তারঁ সংক্ষিপ্ত জীবনালেখ্য তুলে ধরার প্রয়াস পাব ইনশা আল্লাহ।
বৃহত্তর বরিশালের অন্তর্গত পিরোজপুর জেলাধীন স্বরূপকাঠী উপজেলার সবুজে ঘেরা জোয়ার-ভাটা বিধৌত সন্ধ্যা নদীর তীরবর্তী সোহাগদল নামক গ্রামে আনুমানিক ১৮৭৯ খৃষ্টাব্দে এক মুক্বাল্লিদ পরিবারে মাওলানা আসাদুল্লাহেল গালিব জন্মগ্রহণ করেন।
আরও দেখুনঃ আল্লামা মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী রহঃ জিবনী বই ডাউনলোড
তারঁ পিতার নাম ছিল আসিরুদ্দীন হাওলাদার। নিজ গ্রামের পাঠশালায় প্রাথমিক শিক্ষা সমাপন করেন । অতঃপর ঝালকাঠি জেলার কীর্তিপাশা হাইস্কুলে ভর্তি হন ও জুনিয়র বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করে বৃত্তি লাভ করেন। বরিশাল যেলা স্কুলে নবম শ্রেনীতে অধ্যয়ন কালে তারঁ শিক্ষা জীবনের মোড় পরিবর্তনকারী ঘটনা ঘটে। এ সময়ে ইংরেজী বা সাধারণ শিক্ষার প্রতি তার অনীহা সৃষ্টি হয় ।
সংক্ষিপ্ত জিবনী।
এবং ইলমে দ্বীন শিক্ষার প্রবল আগ্রহ জন্মে। তাই কোন এক রাতের আধাঁরে সকলের অগোচরে বরিশাল শহর ছেড়ে মা-বাপ- ও মাতৃভুমির মায়া-মমতা ত্যাগ করে ইলমে দ্বীন হাছিলের প্রবল বাসনা নিয়ে বালক আসাদুল্লাহ প্রথমে কলিকাতা যান। কলিকাতা থেকে রেলগাড়ি যোগে দিল্লীর পথে যাত্রা করেন। রেলগাড়ীর কামরায় সিলেটের মাওলানা আব্দুর রহীমের সাথে তারঁ পরিচয় হয়। আব্দুর রহীম তখন দিল্লীর কোন এক মাদরাসায় বুখারীর ছাত্র ছিলেন।
আরও দেখুনঃ ইসলামী আকীদা ভ্রান্ত মতবাদ pdf বই ডাউনলোড
বালক আসাদুল্লাহ সহযাত্রীর নিকট মনের বাসনা ব্যক্ত করেন। ইলমে দ্বীন শিক্ষার প্রতি তার আগ্রহ দেখে সহযাত্রী আব্দুর রহীম তাকে সঙ্গে নিয়ে দিল্লী পৌঁছে মাদরাসায় ভর্তি করিয়ে দেন। ভারতের বিখ্যাত আহলেহাদীছ আলেম, তাফসীরে, ইবনে কাসীরের উর্দূ সাহিত্যের অন্যতম দিকপাল আল্লামা মুহাম্মাদ জুনাগড়ী।
সে সময় সবেমাত্র দিল্লীতে মাদরাসা মুহাম্মাদিয়া আরাবিয়া প্রতিষ্ঠা করেছেন। দিল্লী পৌঁছে কয়েকদিন পর আব্দুর রহীম স্বদেশী বালক আসাদুল্লাহকে মাদরাসা মুহাম্মাদিয়া আরাবিয়ায় ভর্তি করে দিতে সক্ষম হন। দিল্লী পৌঁছার একেবারে প্রাথমিক পর্যায়ের একটি চমৎকার ঘটনা মাওলানা ছাহেব আমৃত্যু স্মৃতিচারণ করতেন।
আরও দেখুনঃ মুহাম্মাদ আব্দুর রহমান মুবারকপুরী রহঃ pdf বই ডাউনলোড
নিচে মাওলানা আসাদুল্লাহেল গালিব রহঃ জিবনী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | জিবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।