মাতৃজাতির মর্যাদা pdf বই ডাউনলোড। সমাজ-সৌধের ভিত্তি হয়েছে মাতৃজাতি। ভিত্তির স্থান মানুষের চোখের আড়ালে-মাটির তলে । একটি সৌধের ভিত্তির ইটগুলি যদি সৌধের তলা হইতে বাহির হইয়া আসিয়া নিজের রূপ দেখাইবার জন্য এদিক ওদিক নড়াচড়া ঘোরাফেরা করে তাহলে যেমন সৌধটি আর খাড়া থাকিতে পারে না, ধ্বংস হইয়া যায় এবং সে সৌধ আর মানুষের দেহকে রোদ, বৃষ্টি ও ঠাণ্ডা বাতাস হইতে, মানুষের ধনরত্নকে চোর ডাকাত হইতে এবং মানুষের মান ইজ্জতকে গুন্ডা-সন্ডার নজর হইতে রক্ষা করিতে পারে না।
ঠিক তদ্রূপ মাতৃজাতি যদি সমাজের গোড়া হইতে (বাড়ির ভেতর হইতে) বাহির হইয়া আসিয়া সমাজের আগায় ও মাথায় চড়িয়া হাট-বাজারে, পথে-ঘাটে, কাচারি দরবারে ঘোরাফেরা করিয়া নিজের রূপ দেখানো শুরু করে তবে সে সমাজও ধ্বংস হইয়া যাইবে এবং মানুষের উন্নতির কোন কাজেই আসিবে না ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মুখতাসার রুকইয়াহ pdf বই ডাউনলোড
- তারাবীহ ও ইতিকাফ pdf বই ডাউনলোড
- রমাদান প্ল্যানার pdf বই ডাউনলোড
- সাওমের বিধি বিধান pdf বই ডাউনলোড
- একই দিনে রোজা ও ঈদ pdf বই ডাউনলোড
- বাইবেল সত্য নবী মুহাম্মদ সাঃ pdf বই ডাউনলোড
এইরূপ ভীষণ বিপদের আশঙ্কা আমাদের বাংলাদেশের সমাজে দেখা দিয়াছে, সেজন্য আমি আমার শ্রদ্ধেয় মাতৃজাতির সামনে স্বশ্রদ্ধে মুসলিম সমাজ-সৌধের নির্মাতা ও নিয়ামক যেহেতু কোন মানুষ নহে, স্বয়ং সৃষ্টিকর্তাই তাহার নিষ্পাপ রাসূলের হাতে এই সমাজ সৌধের গঠন ও নিয়ন্ত্রণের কাজ সমাধা করিয়াছেন, সেজন্য স্বয়ং বিশ্ব-পালক রাব্বুল আলামীন আল্লাহ এবং স্বয়ং রহমাতুল লিল আলামীন রাসূলে মকবুল (দ.) মুসলিম সমাজকে কি রূপ দান করিয়াছেন শুধু তাহাই আমি এখানে দেখাইতে চাই।
কোন মানুষই আল্লাহর চেয়ে আল্লাহর রাসূলের চেয়ে দরদী খায়েরখাহ হইতে পারে না। মানুষ তার স্বার্থ চায়, আল্লাহ বা আল্লাহর রাসূল কোন স্বার্থ চায় নাই, মানুষ তার ভোগ চায়, বিলাস চায়, আল্লাহ বা আল্লাহর রাসূলের কোন ভোগ-বিলাস নাই, আল্লাহ সকলকে তার যোগ্য মর্যাদা দিতে চান, মানুষ স্বার্থপর সে তার নিজের স্বার্থ উদ্ধারের জন্য অন্যের মর্যাদাকেও ক্ষুণ্ন করিয়া দেয়।
তাই দেখিতেছি, আল্লাহ মাতৃজাতিকে যে মর্যাদা দিয়াছেন তাহার তুলনা নাই । আল্লাহ মাতৃজাতিকে বাল্যকালে মা-বাপের কাছে ছেলের চেয়ে মেয়েকে বেশি স্নেহ দান করিয়াছেন, যৌবনকালে আল্লাহ স্বামীর চেয়ে স্ত্রীর হেফাযত বেশি করিয়াছেন, স্বামীকে পরিশ্রম করিয়া অর্থ উপার্জন করিয়া অর্থ ব্যয় করিয়া বহু মর্যাদার সঙ্গে স্ত্রীকে নিজের বাড়িতে নিতে আদেশ করিয়াছেন ।
এবং অন্য কাহারও বিন্দুমাত্র ভোগ দিতে কঠোরভাবে নিষেধ করিয়াছেন। বৃদ্ধকালে ছেলেদেরকে পিতার চেয়েও বেশি খেদমত মায়ের করিতে আদেশ করিয়াছেন । অথচ মানুষের আইনে আছে দু’চার দিনের রূপ লাবণ্যের সময় চতুর্দিক দিয়া ভ্রমর যেমন ফুলের উপর পড়িয়া মধুটুকু চুষিয়া খাইয়া ফুলকে ধুলায় লুটাইয়া ফেলিয়া দিয়া চলিয়া যায় ঠিক তদ্রূপ অবস্থা ।
নিচে মাতৃজাতির মর্যাদা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজঃ | 3 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | শামসুল হক ফরিদপুরী |
বইয়ের অনুবাদকঃ |