মারেফুল হাদীস ৫ম খন্ড pdf বই ডাউনলোড। এমনি তো রাসূলুল্লাহ সাঃ এর হায়াত তাইয়্যেবার প্রতিটি দিক এবং তাঁর হিদায়াত ও শিক্ষার প্রতিটি অধ্যায় আর বিভাগ চিন্তাশীল ব্যক্তিদের দৃষ্টিতে তাঁর নবওয়াত ও রিসালাতের এক একটি উজ্জল প্রমাণ স্বরূপ।
কিন্তু এক বিবেচনায় একটি বিশেষ দিক অনন্য সাধারণ আর তা হলো আল্লাহ তায়ালার মারিফত, তাঁর মহব্বত ও খাশিয়াত(ভয়), ইখবা ও ইনাবত (তাঁর দিকে রুজু হওয়া), তাঁর রহমত এবং জালাল ও জাবারুত তথা প্রবল প্রতাপের কথা সব সময় স্মরণ পটে জাগরুক রাখা এবং যিকর ও দুয়ার আকারে তাঁর সাথে সার্বক্ষণিক সম্পর্ক, যার আন্দাজ-অনুমান তাঁর মুখনিঃসৃত প্রাত্যহিক বিভিন্ন সময়ের দুয়া ও যিকিরের দ্বারা করা যায়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মারেফুল হাদীস ২য় খন্ড pdf বই ডাউনলোড
- মারেফুল হাদীস ১ম খন্ড pdf বই ডাউনলোড
- মারেফুল হাদীস ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- মারেফুল হাদীস ৩য় খন্ড pdf বই ডাউনলোড
যার শিক্ষা তিনি অন্যদেরকেও দান করতেন। সাহাবায়ে কিরাম এবং পরবর্তী যুগের হাদীসের রাবীগণ তাঁর এ মূল্যবান উত্তরাধিকারের হিফাযতও শব্দে শব্দে সংরক্ষণ অনেকটা ঠিক সেরূপই করেছেন। যেমনটা তাঁরা করেছেন কুরআন শরীফের সংরক্ষণের ব্যপারে।
এজন্য আলহামদুলিল্লাহ! এ গোটা সম্ভারই আজ পর্যন্ত অক্ষত ও সুসংরক্ষিত রয়েছে। এটা তাঁর সেই জীবন্ত মুযিজা যা তার পূর্ণ ঔজ্জ্বল্য নিয়ে আজও দেদীপ্যমান। যা প্রত্যক্ষ করে এবং যে সম্পর্কে চিন্তা-ভাবনা করে প্রত্যেকটি সাধারণ বিবেক-বুদ্ধিসম্পন্ন লোকই চাইলে আজও তাঁর নবুওয়াত ও রিসালাত সম্পর্কে সেই প্রত্যয় ও তুষ্টি লাভ করতে পারে। যা তাঁর জীবদ্দশায় তাঁর উত্তম আদর্শ লক্ষ্যে হাসিল করা যেত।
এ লেখকের যখনই এমন কোন অমুসলিম ব্যক্তির সাথে আলাপের সুযোগ হয়েছে যার সম্পর্কে ধারণা হয়েছে যে, আল্লাহর এ বান্দা নিখুঁত রুচির অধীকারী এবং এ ব্যক্তি রাসূল সাঃ এর রিসালাত ও নবুওয়াত সম্পর্কে গভীরভাবে চিন্তা-ভাবনা করতে আগ্রহী। তখন সর্বপ্রথম আমি তার সম্মুখে রাসূল সাঃ এর জীবনের এ দিকটিই তুলে ধরার চেষ্ট করেছি।
সর্বপ্রথম আমি সে সর্বময় স্বীকৃত সত্যটি তাঁর সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি যে, আজ থেকে চৌদ্দশ বছর পূর্বে এমন এক পরিবেশে তিনি জন্মগ্রহণ করেন ও প্রতিপালিত হন, যেখানে আল্লাহর মারিফতের নামগন্ধ পর্যন্ত ছিল না।
নিচে মারেফুল হাদীস ৫ম খন্ড বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ |
বইয়ের ধরণঃ | মারেফুল হাদীস গ্রন্থ |
বইয়ের সাইজঃ | 11 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | মাওলানা মুহাম্মদ মনযূর নোমানী রহঃ |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদ |