মিরাসুল আম্বিয়া pdf বই ডাউনলোড। হে মানব সমাজ! তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার জুড়ী সৃষ্টি করেছেন, আর বিস্তার ঘটিয়েছেন তাদের দুজন থেকে অগনিত নারী ও পুরুষ। আর তোমরা আল্লাহকে ভয় করো, যারঁ নামে তোমরা পরস্পরের কাছে প্রার্থনা করে থাকো, আর আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে সুক্ষ দৃষ্টি রাখেন।(আন-নিসাঃ১)
হে ঈমানদারগন, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তিনি তোমাদের আমল সংশোধন করে দিবেন এবং তোমাদের পাপগুলো ক্ষমা করে দিবেন। আর যে কেউ আল্লাহ ও তারঁ রাসূলের আনুগত্য করবে, সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে।
আরও দেখুনঃ মানব কল্যানে ওয়াকফ ব্যবস্থা pdf বই ডাউনলোড
এ পুস্তকে তাওহীদ আল্লাহর একত্ববাদ এবং বর্তমান সময়ে প্রচলিত শিরকের বিভিন্নরূপের বর্ণনা সংক্রান্ত তিনটি প্রবন্ধ সেই জ্ঞান ও সত্যানুসন্ধানকারীর সমানে উপস্থাপন করছি, যে বর্তমান সময়ে তার দ্বীন ও তাওহীদের চেতনা নিয়ে বেচেঁ থাকতে চায়। কেননা বর্তমান সময়ে একমাত্র আল্লাহ তাআলা যার প্রতি করুনা করেছেন।
আর শিরক থেকে রক্ষা করেছেন, সে ছাড়া অধিকাংশ লোকের মধ্যেই কতিপয় শিরক লুকায়িত আছে বলে প্রতিয়মান হচ্ছে। এ বিষয়গুলোর বিস্তারিত আলোচনা কয়েকটি, প্রবন্ধে উপস্থাপন করেছে। আর এগুলোর সম্মিলিত নাম দিয়েছে রাসায়েলু মিরাসিল আম্বিয়া, নবীদের উত্তরাধিকারের বর্ণনা সংক্রান্ত সিরিজ।
আরও দেখুনঃ ১০৯ সূরা কাফিরুন আরবী ও বাংলা অর্থ সহ
আম্বিয়ায়ে কেরামের কাছ থেকে উম্মতগণ উত্তরাধিকার হিসেবে সর্বশ্রেষ্ঠ যে সম্পদ অর্জন করেছে, তার হচ্ছে তাওহীদ বা আল্লাহ তায়ালার একত্ববাদের শিক্ষা। আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন : আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল পাঠিয়েছি, এই মর্মে যে।
তাদের মধ্যে কিছু সংখ্যক লোককে আল্লাহ হেদায়েত করেছেন, আর কিছু সংখ্যক লোকের জন্য গোমরাহী অবধারিত হয়ে গেলো। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমন করো, আর লক্ষ্য করো মিথ্যারূপকারীদের কি রকম পরিণতি হয়েছে। (সূরা নাহল : ৩৬)। এবং কি আল্লাহ তাআলা আর বলেছেন সেগুলো আমরা বইটি ডাউনলোড করে নিলেই বুঝতে এবং জানতে পাড়ব।
আরও দেখুনঃ বাংলা ভাষায় সীরাত pdf বই ডাউনলোড
নিচে মিরাসুল আম্বিয়া pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ সীরাত বিষয়ক বইয়ের সাইজঃ 6.54 MB প্রকাশ সালঃ ২০০১ ইং বইয়ের লেখকঃ আবু ওমর অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ