মুখতাসারুল ফাওয়ায়েদ
মুখতাসারুল ফাওয়ায়েদ pdf বই ডাউনলোড। তুমি কুরআনে দ্বারা উপকৃত হতে হলে কুরাআন তিলাওয়াত ও শ্রবনের সময় মনোনিবেশ করো এবং ঙিনি কুরআনে তোমাকে সম্বোধন করে তোমার সাথে কথা বলছেন সে মহান আল্লাহর দরবারে উপস্থিতি অনুভব করো ।
কেননা কুরআন তোমার জন্য রাসূলের জবানে আল্লাহর সম্বোধন ও বার্তা । আল্লাহ তা, য়ালা বলেছেন, নিশ্চয় এতে উপদেশ রয়েছে তার জন্য যার রয়েছ অন্তরে যে নিবিষ্টচিতে শ্রবন করে । [সূরা কাফ , আয়াত;৩৭] কুরআনের পূর্ণ প্রভাব [উপকার বা উপদেশ] লাভ করা যেহেতু প্রভাবকারী ।
আরও দেখুনঃ তাহকীক সুনান ইবনু মাজাহ pdf বই ডাউনলোড
প্রভাব বিস্তারের স্থান . প্রভাব লাভের শর্ত, ও উপকার লাভ থেকে বাদামুক্ত হওয়ার ওপর নির্ভরশীল , সেহেতু উপরোক্ত আয়াতে সংক্ষিপ্তসারে কিন্ত পূর্ণারূপে এসব কিছু অন্তভূক্ত করা হয়েছে । আল্লাহর তা,য়ালা বাণী নিশ্চয় এতে[কুরআনে] উপদেশ রয়েছে তার জন্য ,;[সূর কাফ, আয়াত ;৩৭] সূরার শুরু থেকে এ পর্যন্ত থেকে এ অংশে কুরআনে প্রভাবের কথা বলা হয়েছে । আল্লাহর তায়ালা বাণী যার রয়েছে ।
অন্তর [ সূরা কাফ, আয়াত ৩৭ ] এটি প্রভাব [উপকার ] গ্রহনের স্থান । এখানে ক্কলব দআরা জীবন্ত অন্তরকে বুঝানো হয়েছ , যে অন্তর আলআলাহকে চেনে ও জানে । যেমন আল্লাহ তায়ালা বলেছেন এ তো কেবল এক উপদেশ ও স্পষ্ট কুরআন মাত্র অ যাতে তা সতর্ক করতে পারে ঐ ব্যাক্তিকে যে জীবিত । [সূরা ইয়াছিন , আয়াত;৬৯-৭০]।
আরও দেখুনঃ জয়িফ জাল হাদীস খন্ড-৪র্থ pdf বই ডাউনলোড
অর্থাৎ যার অন্তরে জীবিত । আল্লাহ তায়ালা বাণী অথবা যে নিবিষ্টচিতে শ্রবন করে ্ [সূরা কাফ, আয়াত;৩৭] অর্থাৎ সে শ্রবনে মনোনিবেশ করে এবং কিছু বলা হয় তা কান লাগিয়ে শোনো । কথা দ্বারা প্রভাববান্তিত গওয়ার এটি অন্যতম শর্ত । আল্লাহ তা,আলার রহ বাণী সে অন্তরসহ উপস্থিত। [সূরা কাফ, আয়াত;৩৭]
অর্থাৎ তার অন্তর সেখানে উপাস্থিত, সে মনের দিকে অনুপস্থিত নয় । ইবন কুতাইবা রহ . বলেছেন , আল্লাহর কিতাব নিবিষ্টচিতে ও বুঝে- শুনে শ্রবন করো , গাফিল ও অন্যমনস্ক হয়ে নয় । এত রয়েছে যে কেই গাফিল ও অমনোযোগী গয়ে তিলাওয়াত করলে তা কুরআনে উপকার ।
আরও দেখুন। জয়িফ জাল হাদীস খন্ড-২য় pdf বই ডাউনলোড
নিচে মুখতাসারুল ফাওয়ায়েদ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 2.62 MB প্রকাশ সালঃ ২০১৪ ইং বইয়ের লেখকঃ ড.আহমাদ ইবন উসমান আল-মাযইয়াদ অনুবাদঃ আব্দুল্লাহ আল মামুন আল-আযহারীডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ