মুখতাসার রুকইয়াহ pdf বই ডাউনলোড। রুকইয়াহ শব্দটি মুলত আরবি, যার শুদ্ধ বাংলা উচ্চারণ হচ্ছে রুকইয়াহ অথবা রুকইয়্যাহ। শাব্দিক অর্থে রুকইয়াহ মানে ঝাড়ঁফুঁক, মন্ত্রপাঠ ইত্যাদি। আর রুকইয়াহ শারইয়্যাহ অর্থ শরিয়তসম্মত রুকইয়াহ তথা কুরআনের আয়াত, হাদিসে বর্ণিত দোয়া অথবা আসমাউল হুসনা পাঠ করে আল্লাহর কাছে সমস্যা থেকে মুক্তি চাওয়া।
তবে সাধারণত রুকইয়াহ শব্দটি দ্বারা রুকইয়াহ শব্দটি দ্বারা রুকইয়াহ শারইয়্যাহ তথা, ইসলামসম্মত ঝাড়ফুঁক বোঝানো হয়। অন্য কিছু (যেমন শিরিক বা নাজায়েজ ঝাড়ঁফুঁক বা তাবিজকবচ) বোঝানো হয় না। উলামায়ে কিরামতের মতে রুকইয়াহ করার পূর্বে এই আকিদা স্পষ্ট হওয়া উচিত, ঝাড়ফুঁক বা ঝাড়ঁফুককারীর আরোগ্য দেওয়ার ক্ষমতা নেই, সব ক্ষমতা আল্লাহ তাআলার, আল্লাহ তাইলে শিফা হবে, নইলে নয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মুখতাসার যাদুল মাআদ pdf বই ডাউনলোড
- আল কুরআনের বিষয় ভিত্তিক আয়াত pdf বই ডাউনলোড
- অসুস্থ মানুষের জন্য দোয়া pdf বই ডাউনলোড
- সালাতের পর দোয়া পিডিএফ ডাউনলোড
- জান্নাত লাভের সহজ আমল pdf বই ডাউনলোড
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের রুকইয়াহগুলো আমাকে দেখাও, রুকইয়ায় যদি শিরক না থাকে, তাহলে সমস্যা নেই। এই বিষয়টা নিশ্চিত করতে ফকিহরা বলেন, রুকইয়াহ জায়েজ হওয়ার জন্য ৩টি শর্ত পূরণ করা আবশ্যক, যথা- ১.(যা পড়বে বা করবে) এতে কোনো শিরক বা কুফরের সংমিশ্রণ না থাকা। ২. এখানে পাঠ করা বাক্যগুলো পরিস্কার আরবি ভাষায় হওয়া। যদি অন্য ভাষায় হয়, তবে এর অর্থ স্পষ্টভাবে বোঝা যাওয়া। ৩. বিশ্বাস রাখা যে, আল্লাহই সুস্থ করেন, ঝাড়ফুঁকের সুস্থ করার কোনো শক্তি নেই।
রুকইয়ার বিভিন্ন প্রকার- সুন্নাহসম্মত রুকইয়াহ কয়েকভাবে করা হয়। যেমন: দোয়া-কালাম পড়ে ফুঁ দেওয়া, মাথায় বা আক্রান্ত স্থানে হাত রেখে দোয়া পড়া, কিছু না করে শুধু দোয়া বা আয়াত পড়ে সুস্থতা কামনা করা ইত্যাদি। হাদিস থেকে দুটি উদাহরণ দেখা যাক।
আশেয়া রা. থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কারও কারও ওপর এভাবে ঝাড়ঁফুঁক করতেন, ডান হাত বুলিয়ে দিতেন আর পড়তেন, অর্থাৎ- হে আল্লাহ! মানুষের পালনকর্তা, যন্ত্রণা নিবারণ করুন, তাকে সুস্থ করুন, আপনিই সুস্থতা প্রদানকারী, আপনার দেওয়া সুস্থতাই প্রকৃত সুস্থতা, এমন সুস্থতা দিন যাতে কোনো রাগ বাকি না থাকে।
সার-সংক্ষেপ রুকইয়াহ শারইয়াহ
এছাড়া পানি, তেল, মধু বা অন্য হালাল কিছুতে দোয়া অথবা আয়াত পড়ে ফুঁ দিয়ে খাওয়া এবং ব্যবহার করা হয়। এসব রুকইয়াহ সহযোগী সাপ্লিমেন্ট, তাই এগুলোকে রুকইয়ার পানি, রুকইয়ার তেল ইত্যাদি বলে। আশা করি আমাদের সবার জন্য এই বইটি খুব-ই জরুরী একটা বই কেননা আমরা আজকাল কুফরী করি এবং কুফরী-তে স্বীকার হই যার জন্য আমাদের ঈমান ধ্বংসের মুখে পড়ে যায়। তাই এই বইটি যদি পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে মুখতাসার রুকইয়াহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ঈমান বিষয়ক |
বইয়ের সাইজঃ | 9.06 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদকঃ |