মুস্তফার সাহায্য করার ঘটনাবলী pdf বই ডাউনলোড। হযরত সায়্যিদুনা সুফিয়ান সাওরী, বলেন: আমি তাওয়াফ করার ■ সময় এক আশিকে রাসূলকে প্রতি কদমে রহমতে আলম, নূরে মুজাস্সাম, রাসূলে আকরাম সাঃ, এর উপর দরূদ শরীফ পাঠ করতে দেখে জিজ্ঞাসা করলাম: “ভাই! আপনি ‘ইত্যাদি পাঠ না করে শুধু দরূদ শরীফই পাঠ করছেন, এর রহস্য কী?” তখন তিনি আমার নাম জিজ্ঞাসা করলেন।
অতঃপর বললেন: “আমি আমার পিতার সাথে বাইতুল্লাহ্র হজ্ব করতে বের হলাম, সফরাবস্থায় আমার বৃদ্ধ পিতা খুবই অসুস্থ হয়ে পড়েন, আমরা একটি জায়গায় থেমে । গেলাম, অনেক চিকিৎসা করলাম, কিন্তু আল্লাহ পাকের হুকুমে তিনি ইন্তেকাল করলেন, দেখতে দেখতে তার চেহারা কালো হয়ে গেলো এবং চোখগুলো বেঁকে গেলো আরপেটও ফুলে গেলো, এ অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেলাম এবং কাঁদতে কাঁদতে “আ” কানযুল ঈমান থেকে অনুবাদ: আমরাতো আল্লাহরই মালিকানাধীন এবং আমাদেরকে তাঁরই প্রতি ফিরে যেতে হবে। (পারা ২, সূরা বাকারা, আয়াত ১৫৬) পাঠ করলাম। আমি মরহুমের চেহারা চাদর দিয়ে ঢেকে দিলাম।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
এমন দুঃখের সময়ও আমার ঘুম এসে গেলো। আমি স্বপ্নে খুবই পরিষ্কার-পরিচ্ছন্ন । পোশাক পরিহিত সৌন্দর্যের প্রতিচ্ছবি সুবাসিত এক বুযুর্গ ব্যক্তির যিয়ারত করলাম, এমন সৌন্দর্যমন্ডিত ব্যক্তিত্ব আমার চোখ কখনো দেখিনি আর এমন সুগন্ধও আমি আর কখনো পাইনি। তিনি আমার মরহুম আব্বাজানের নিকট এলেন, চাদর উঠিয়ে তার নূরানী হাতটি চেহারায় বুলালেন।
দেখতে দেখতেই মরহুমের চেহারার কালো রঙ পরিবর্তন হয়ে নূরানী হয়ে গেলো, চোখ আর পেটও ঠিক হয়ে গেলো। সেই নূরানী বুযুর্গটি যখন চলে যাচ্ছিলেন, তখন আমি তাঁর আঁচল আঁকড়ে ধরে আরয করলাম: “আপনি কে? যার কারণে এই বিরান ভূমিতে আল্লাহ পাক আমার আব্বাজানের প্রতি দয়া করলেন।” তিনি ইরশাদ করলেন: “তুমি আমাকে চেননি? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ (সাঃ)। তোমার পিতা গুনাহগার ছিলো, কিন্তু ।
আমার প্রতি অধিক হারে দরূদ শরীফ পাঠ করত, যখন সে এই দুরাবস্থার শিকার হয়, তখন আমার নিকট ফরিয়াদ করেছিলো আর নিশ্চয় যারা আমার উপর অধিকহারে দরূদ শরীফ পাঠ করে, আমি তাদের ফরিয়াদ শুনে থাকি।” এরপর আমার চোখ খুলে গেলো, আমি দেখলাম যে, সত্যিই আমার আব্বাজানের চেহারা নূরে আলোকিত হয়ে গেছে আর পেটও স্বাভাবিক হয়ে গেছে।
নিচে মুস্তফার সাহায্য করার ঘটনাবলী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ভয়ান বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1.22 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ |