মৃত্যু মুমিনের শান্তি pdf বই ডাউনলোড।
মৃত্যু মুমিনের শান্তি
শওকে ওয়াতান বা মৃত্যু, মুমিনের শান্তি বই। ইসলাম মানুষের সকল দুঃখ-কষ্ট এবং আত্মা ও দেহের যাবতীয় রোগ-ব্যাধী হইতে মুক্তি লাভের উপায় নির্দেশ করিয়াছে। বস্তুতঃ মানুষের যাবতীয় দুঃখ যাতনার মূল কারণ হিইলেঅ সংযম-ধের্য এবং আল্লাহর ফায়সালায় সন্তুষ্টি অভাব। আর পার্থিব জীবনের প্রতি আসক্তি এবং আখেরাতের প্রতি নিস্পৃহতার কারণেই মানব হৃদয়ে সংযম, সহনশীলতা এবং আল্লাহর উপর অবিচল আস্থা ও ভরসা পয়দা হইতেছে না। ইহা সর্বজন বিদিত যে, রোগ নিরাময়ের যথার্থ উপায় হইলো রোগের মূল উৎস নির্মূল করা ।
রাসূলে আকরাম সাঃ এরশাদ করিয়াছেন – যাবতীয় পাপাচারের মূল কারণ হইলো দুনিয়ার প্রতি ভালোবাসা।
অন্যত্র এরশাদ করিয়াছেন – দুনিয়ার স্বাদ সম্ভোগ বিনাশকারী মৃত্যুর কথা বেশী বেশী স্মরণ কর। মোট কথা, প্রথম হাদীসটিতে গোনাহের মূল কারণ চিহ্নিত করিয়অ দ্বিতীয় হাদীসটিতে উহা নির্মূল করার উপয় নির্দেশ করা হইয়াছে।
বিরাজমান অবস্থার এছলাহ্ ও সংশোধন কল্পে আমি ওয়াজ-নসীহত ও মাহীফল সমূহে সাধারণ মানুষকে আখেরাতের অনন্ত সুখ শাস্তি ও নেয়ামতের প্রতি মানুষের উৎসাহ বৃদ্ধির ফরে অস্থায়ী ভোগ-বিলাসের প্রতি অনাসক্তি ও নিস্পৃহতা অনিবার্য। আর মৃত্যুর মাধ্যমেই কেবল আখেরাতের এই নেয়ামত লাভ করা সম্ভব।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মুমিনের ছয়টি কাজ pdf বই ডাউনলোড
- জীবনের শেষ দিন pdf বই ডাউনলোড
- মুমিনের গুনাবলি pdf বই ডাউনলোড
- মুমিনের গুনাবলি
- রমজানে মুমিনের করণীয় pdf বই ডাউনলোড
সতরাং, এই কারণেই আমি ওয়াজ-নসীহত ও বয়ানের মাধ্যমে সাধারণ মানুষকে এই কথা বুঝাইতে চেষ্টা করিলাম যে, যেই মৃত্যুর মাধ্যমে সাধারণ মানুষ আখেরাতের সেই অফুরন্ত নেয়ামত লাভ করিবে, সেই মৃত্যু নেয়ামত বটে। মৃত্যুর মাধ্যমে আখেরাতের সেই নেয়অমত লাভের পথে কবর, হাশর, কেয়ামত এবং মোমেনদের জন্য পরকাল সংক্রান্ত যেই সকল সুসংবাদ আসিয়াছে উহারও বিবরণ পেশ করিলাম।
পার্থিব জীবনে বিবিধ রোগ-শোক, বালা-মুসিবত, দুঃখ-যাতনা বিশেষতঃ প্লেগে আক্রান্ত হইয়া উহার উপর ধের্যধারণ করিতে পারিলে আখেরাতে উহার বিনিময়ে যেই ছাওয়াব এবং আল্লহর নৈকট্য লাভের প্রতিশ্রুতি বিবৃত হইয়াছে, উহাও বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে বুঝাইতে চেষ্ট করিয়াছি।
আল্লাহর মেহেরবানীতে আমার এই প্রচেষ্টা যে তাৎক্ষণিকভাবেই লক্ষ্য করিয়াছি – আমার এই জাতীয় বয়ানের ফলে মৃত্যু ভয়ে শঙ্কিত মানুষের অন্তরে ভয়-আশঙ্কা ও উদ্বেগের স্থলে মৃত্যুর বাসনা এবং মৃত্যুর মাধ্যমে পরকালের অফুরন্ত নেয়ামত প্রাপ্তির আকাংখা পয়দা হয়েছে।
নিচে মৃত্যু মুমিনের শান্তি বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মোহাম্মদী লাইব্রেরী বইয়ের ধরণঃ রোগ বালাইতে ধৈর্য ধারণ বইয়ের সাইজঃ ২.৮৯ MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ মাওলানা আশরাফ আলী থানভী রহঃ অনুবাদঃ মোহাম্মদ খালেদডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ