যাকাতের বিধান ১ম খন্ড
যাকাতের বিধান ১ম খন্ড pdf বই ডাউনলোড। মানুষের অর্থনৈতিক জীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠা, বিশেষত গরীব, নিঃস্ব ও অসহায় লোকদের জীবিকার নিশ্চয়তা বিধান নিঃসন্দেহে একটি কঠিন সমস্যা এ সমস্যাটি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে বিভিন্ন দেশে ও বিভিন্ন অর্থ ব্যবস্থায় কিছু কল্যাণধর্মী।
পদক্ষেপ নেয়া হয়েছে। কিন্তু সে সব পদক্ষেপ সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যে কোন নিশ্চয়তা বিধান করতে পারে নি। ফলে কল্যাণধর্মী বলে খ্যাত রাষ্ট্রগুলোতেও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা।
আরও দেখুনঃ রমজানের ৬০ শিক্ষা pdf বই ডাউনলোড
ও দারিদ্র্য বিমোচনের কর্মসূচী এখানে নানা পরীক্ষা-নিরীক্ষা মধ্যে ঘুরপাক খাচ্ছে। দৃশ্যত কিছু কল্যাণধর্মী ব্যবস্থা গ্রহণ সত্ত্বেও লক্ষ লক্ষ অসহায় মানুষ সে সব দেশে চরম দুরাবস্থার মধ্যে বসবাস করছে। ইসলাম আল্লাহর দেয়া এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ।
এ জীবন ব্যবস্থায় এক সুষম ও ভারসাম্যপূর্ণ অর্থনীতি ছাড়াও সামাজিক ন্যায়বিচারকে নিশ্চিত করার জন্য যাকাক=এর একটি চমৎকার কর্মসূচীর বিধান রাখা হয়েছে। সমাজের বিত্তবান ও সচ্ছল লোকদের বাড়তি সম্পদের একটি নির্দিষ্ট অংশ নিয়মিত আদায় করে দরিদ্র ও বঞ্চিত লোকদের মধ্যে যথাযথ।
আরও দেখুনঃ মহিলাদের প্রশ্নের জবাব pdf বই ডাউনলোড
বন্টন সম্পদের একটি নির্দিষ্ট অংশ নিয়মিত আদান করে দরিদ্র ও বঞ্চিত লোকদের মধ্যে যথাযথ বন্টন করাই এ কর্মসূচীর প্রধান বৈশিষ্ট্য। বলাবাহুল্য, এটি যেমন একটি রাষ্ট্রীয় কার্যক্রম, তেমনি ইসলামের একটি মৌলিক ইবাদত। তাই পবিত্র কুরআনের বহুতর স্থানের নামায প্রতিষ্ঠার সাথে সাথে যাকাত প্রদানেরও আদে করা হয়েছে।
কিন্তু দুঃখের বিষয় যে, যাকাত সম্পর্কে স্পষ্টতর ধারণার অভাবে এই কল্যাণময় ব্যবস্থাটি থেকে আমাদের সমাজ যথোচিতভাবে উপকৃত হতে পারছে না। যাকাত দ্বীন-ইসলামে অতীব গুরুত্বপূর্ণ এবং অতি সুপরিচিত অঙ্গ কিন্তু এ বিষয়টি আধুনিক সমাজ ও অর্থনীতির দৃষ্টিতে বিস্তরিত আলোচান সম্বলিত কোন গ্রন্থ উপমহাদেশের কোন ভাষায় ছিল না।
আরও দেখুনঃ নারীর স্বাধীনতা ২য় খন্ড pdf বই ডাউনলোড
নিচে যাকাতের বিধান ১ম খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ খায়রুন প্রকাশনী বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 13.3 MB প্রকাশ সালঃ ১৯৮২ ইং বইয়ের লেখকঃ আল্লামা ইউসুফ আল-কারযাভী’র অনুবাদঃ মাওলানা মুহাম্মাদ আব্দুর রহিমডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ