যা হবে মরণের পরে pdf বই ডাউনলোড। সমস্ত প্রশংসা আকাশ-যমীনের সৃষ্টিকর্তা মহান আল্লাহর জন্যে যিনি জীবন- মরণের একমাত্র মালিক। সৎ কর্মশীলদেরকে পুরস্কৃত করার জন্যে এবং সীমা লংঘণকারীদেরকে শাস্তি দেয়ার জন্যে তিনি সমস্ত মাখলুকের উপর মৃত্যু ও পুনরূত্থান অবধারিত করেছেন। সৎ কর্মশীলদেরকে আল্লাহ তারঁ দরবারে সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত করবেন এবং গুনাহগারদেরকে জাহান্নামের দিকে হাকিঁয়ে নিয়ে যাওয়ার আদেশ দিবেন।
মহাপবিত্র ঐ সত্বা যিনি জান্নাতুল ফেরদাউসকে মুমিনদের জন্য আপ্যায়ন হিসেবে নির্ধারণ করেছেন এবং সীমালংঘনকারীদের জন্যে জাহান্নামকে আবাসস্থল হিসেবে তৈরী করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টি জীবকে অযথা সৃষ্টি করেননি এবং তাদেরকে দায়িত্বহীনভাবে ছেড়ে দেননি; বরং তিনি তাদের উপর এক মহান দায়িত্ব চাপিয়ে দিয়েছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মরণের পরে কি হবে pdf বই ডাউনলোড
- মরন একদিন আসবেই pdf বই ডাউনলোড
- মরণ একদিন আসবেই pdf বই ডাউনলোড
- আরব জাতি ইসলামের পূর্বে পরে pdf বই ডাউনলোড
- মৃত্যুর পরে অনন্ত জীবন pdf বই ডাউনলোড
যে দায়িত্ব পেশ করা হয়েছিল আকাশ-যমিনের কাছে, কিন্তু আকাশ-যমিন ভীত-সন্ত্রস্ত হয়ে তা গ্রহন করতে অস্বীকার করেছে। অথচ মানুষ অত্যন্ত দুর্বল হওয়া সত্ত্বেও সে দায়িত্বভার গ্রহণ করেছে। অধিকাংশ মানুষই এ মহান দায়িত্ব পালন না করে গাফেল হয়ে জীবন যাপন করছে। তাদের সৃষ্টিকর্তার পরিচয় সম্পর্কে এবং তাদেরকে এই পৃথিবীতে প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে চিন্তা-ভাবনা করছেনা। ক্ষণস্থায়ী দুনিয়াতে তাদের অবস্থান এবং দীর্ঘস্থায়ী আখেরাতের দিকে দ্রুত প্রস্থান সম্পর্কে তাদের কোন চিন্তা -ভাবনা নেই।
মানুষ এ পৃথিবীতে স্বল্প সময় অবস্থান করলেও তার যাত্রা সীমাহীন। ক্ষণস্থায়ী এ পৃথিবীতে প্রতিটি মানুষই পার্থিব জীবনের বিষয়াদি সম্পর্কে অবগত রয়েছে। কিন্তু চিরস্থায়ী জীবন তথা পরকালীন জীবন ও তার বিষয়াদি সম্পর্কে অধিকাংশ মানুষই অজ্ঞ। তাই বলে পরজগতের ব্যাপারে এবং আত্মার যাত্রা সম্পর্কে তার জানার আগ্রহ শেষ হয়ে যায়নি।
আখেরাত সম্পর্কে জ্ঞানের সল্পতার কারণেই মানুষ আল্লাহর পথ হতে অনেক দূরে। দুনিয়ার কোন সম্পদ দেখতে পেলে সেদিকে দ্রুত অগ্রসর হয় এবং পরকালের নেয়ামত ও আল্লাহর সন্তুষ্টির উপর উহাকে প্রাধান্য দিয়ে থাকে।
আল্লাহ তাআলা বলেন:অর্থাৎ তারা কেবলমাত্র পার্থিব জীবনের প্রকাশ্য বিষয়সমূহ সম্পর্কে অবগত আছে এবং তারা পরকালেল বিষয় সম্পর্কে কোন খবরই রাখেরা। (সূরা রূম : ৭) আল্লাহ তাআলা আরও বলেনঃ অর্থাৎ তোমরা তাদের মত হয়োনা যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে। ফলে তিনি তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছেন। মূলত: তারাই অবাধ্য। (সূরা হাশর:১৯)।
নিচে যা হবে মরণের পরে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | তাওহীদ পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 6.88 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | আব্দুল্লাহ সাহেদ আল মাদানী |
অনুবাদঃ |