রহস্যের চাদর pdf বই ডাউনলোড। বান্দাহর কোনো কিছুই অজানা থাকে না আল্লাহর কাছে। আল্লাহ পাক জানেন বান্দাহর সকল প্রকাশ্য এবং অপ্রকাশ্য, গোপন খবর। কাফেরদের এই ষড়যন্ত্রের কথা আল্লাহ পাক রাসূল (সা)-কে জানিয়ে দিলেন মুহূর্তেই । সাথে সাথে নির্দেশ দিলেন হিজরতের।
হিজরতের নির্দেশ পেয়ে রাসূল (সা) সিদ্ধান্ত নিলেন মদীনায় যাবার। মক্কার চারপাশে কাফেররা ওঁৎ পেতে বসে আছে। তারা কেবলই সুযোগ খুঁজছে। কিভাবে মারা যায় মুহাম্মাদ (সা)-কে। কাফেরদের চোখ এড়িয়ে মদীনায় যেতে হবে রাসূল (সা)-কে। তারা যেন সামান্য সন্দেহ করার ও সুযোগ না পায় ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
রাসূল (সা) হযরত আলী (রা)-কে ডাকলেন। বললেন, ‘তুমি আমার বিছানায় ঘুমাবে। আমি মদীনায় যাচ্ছি।’
হযরত আলী (রা) এ নির্দেশ পেয়ে খুব খুশি হলেন। যদিও তিনি জানেন, রাসূল (সা)-এর বিছানায় আজ শুয়ে থাকা মানে তাকে মরতে হবে। তবুও আলী (রা) এই মর্যাদাপূর্ণ মৃত্যুকে স্বাগত জানালেন। ‘ভাবলেন, ক’জনের ভাগ্যেই বা এমন মধুর মৃত্যু জোটে!’
রাসূল (সা)-এর চাদর মুড়ি দিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়লেন হযরত আলী (রা)। তার বুক একটুও কাঁপলো না ।
কিছুক্ষণ পরে সত্যি সত্যি ঘরের ভেতর প্রবেশ করল কাফেররা। তন্ন তন্ন করে খুঁজল তারা রাসূল (সা)-কে।
রাসূল (সা)-কে পেলো না। দেখলো, রাসূল (সা)-এর চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন হযরত আলী (রা)।
কাফেররা ক্রদ্ধ চোখে তাকালো তাঁর দিকে ।
কিন্তু মারলো না তাঁকে। আল্লাহ পাক হেফাজত করলেন আলীকে। রাসূল (সা)-কে না পেয়ে হতাশ হয়ে ফিরে গেল কাফেররা। হযরত আলী (রা) ছিলেন অত্যন্ত সাহসী। তাঁর বীরত্বের কথা ছিলো সকলের মুখে মুখে। রাসূল (সা) তাঁকে ভালোবাসতেন খুব।
তিনি আলী (রা)-কে একখানি তরবারি দান করেছিলেন। সেই তরবারির নাম ছিলা ‘জুলফিকার’। আর আলীকে উপাধি দিয়েছিলেন ‘হায়দার’।
১০ এ রহস্যের চাদর
‘জুলফিকার আলী হায়দার’ বলতে আমরা হযরত আলীকেই বুঝি। হযরত আলী ছিলেন এক অসীম সাহসী বীর ।
উহুদের যুদ্ধ ।
যখন মুজাহিদরা পরাজিত হয়ে একে একে সকলেই উহুদ থেকে পালাচ্ছে। তখন হযরত আলী (রা) পর্বতের মতো দাঁড়িয়ে গেলেন রাসূল (সা)-কে ঘিরে। তাঁর সাথে ছিলেন আরো কয়েকজন মুজাহিদ। রাসূল (সা)- এর গায়ে তাঁরা একটি আঁচড়ও লাগতে দেননি ।
খন্দকের দিন ।
নিচে রহস্যের চাদর pdf pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | যোগাযোগ পাবলিশার্স |
বইয়ের ধরণঃ | ইসলামিক ইতিহাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 3.30 MB |
প্রকাশ সালঃ | ১৯৯৯ সাল |
বইয়ের লেখকঃ | মোশাররফ হোসেন খান |
বইয়ের অনুবাদকঃ |