রাসূল সাঃ এর নামায
রাসূল সাঃ এর নামায pdf বই ডাউনলোড। ইবাদতের ক্ষেত্রে রাসুল সাঃ-এর সুন্নাত অনুসরণে আগ্রহী মুসলিম ভাইদের জন্য এমন একটি কিতাব লেখা থেকে নিজের উপর অপরিহার্য দায়িত্ব মনে করলাম, যে কিতাবে তাকবীর থেকে সালাম ফেরানো পর্যন্ত যথাসম্ভব রাসুল সাঃ-এর নামাযের পূর্ণ বিবরণ সন্নিবেশিত হবে।
এবং যার মাধ্যম সত্যিকার অর্থে যারা রাসুলপ্রেমিক তাদের যে কেউ এ কিতবাখানা পেলে সহজভাবে পুর্বোক্ত হাদিসের নির্দেশ বাস্তবায়ন করতে পারবে। হাদিসটি এইঃ- অর্থঃ তোমার আমাকে যেভাবে নামায আদায় করতে দেখো ঠিক সেভাবে নামায আদায় করো।
আরও দেখুনঃ ইমাম মাহদির আগমন pdf বই ডাউনলোড
যিকির সংক্রান্ত অথবা ফজিলত বা অন্যকোরো বিষয়ে। যেহেতু আমি বিশ্বাস করি যে, সুপ্রমাণিত সহীহ হাদিসই যয়ীফ হাদিস ছাড়া যথেষ্ট। যয়ীফ হাদিস নির্বিবাদে কেবল ধারণা বা গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণার উপকারিতা দিতে সক্ষম আর তা আল্লাহর বাণী অনুযায়ী।
অর্থাৎ হক থেকে মোটেও অমুখাপেক্ষী করতে পারে না। এর ব্যাপারে রাসুল সাঃ বলেছেনঃ তোমার দারণা থেকে বেচেঁ থাকো, কারণ ধারণা হচ্ছে সর্বাধিক মিথ্যা কথা। তাই তো আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করার জন্য বাধ্য করেননি, বরং রাসুল সাঃ এটা থেকে আমাদেরকে নিষেধ করেছেন।
আরও দেখুনঃ হাদিসের বিশুদ্ধতা pdf বই ডাউনলোড
তিনি বলেছেন; তোমরা আমার নিকট থেকে যা জানো তাছাড়া অন্য কিছু বর্ণনা করা থেকে বিরত থাকো। আর যখন তিনি যয়ীফ হাদিস বর্ণনা করতে নিষেধ করলেন তখন এর উপর আমল করতে নিষেধ করবেন এটাই স্বাভাবিক। লেখক এই গ্রন্থটিকে দুই ভাগে সাজিয়েছে; ১ উপরিভাগ বা মূল পাঠ এবং নিম্নভাগ বা টীকা ।
প্রথমটা কোনো গ্রন্থের মূল বক্তব্যের ন্যায়। তাতে হাদিসের শব্দগুলি ও গ্রন্থের বিশেষ প্রয়োজনীয় বাক্যগুলি তুলে ধরেছি, আর এগুলিকে তার মানানসই স্থানে প্রয়োগ করেছি। এমনভাবে তার পারস্পারিক মিল বজায় রেখেছি যে, গ্রন্থের শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গতিপূর্ণ দেখা যায়। হাদিসের বাক্য ও শব্দ যেভাবে হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে তাকে সেভাবেই সযন্তে সংরক্ষণ করেছি।
আরও দেখুনঃ যাকাতের বিধান ১ম খন্ড pdf বই ডাউনলোড
নিচে রাসূল সাঃ এর নামায pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ সাজিদ প্রকাশন বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 22.7 MB প্রকাশ সালঃ ২০০৪ ইং বইয়ের লেখকঃ আল্লামা মুহাম্মাদ নাসির উদ্দিন আলবানী র. অনুবাদঃ মাওলানা শামসুদ্দীন মুহাম্মাদ সালেহডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ