রাহে বেলায়াত pdf বই ডাউনলোড । যদি আল্লাহর পথের পথিক হতে চান, আল্লাহর নৈকট্য, বেলায়াত, রহমত, বরকত ও নাজাত লাভের আগ্রহ মনে থাকে তাহলে নিম্নের বিষয়গুলি লক্ষ্য রাখুন।
প্রথমত, বিশুদ্ধভাবে তাওহীদ ও রিসালাতে উপর ঈমান আনুন। সাহাবায়ে কেরাম, তাবেয়ী ও তাবে-তাবেয়ীনগণের আকীদা বা আহলুস সুন্নাত ওয়াল জামা’আতের আকীদা যা ইমাম আবু হানীফার রহঃ ‘ফিকহুল আকবার”, ইমাম তাহাবীর রহঃ “আকীদায়ে তাহাবীয়া” ও অন্যান্য প্রাচীন ইমামগনের নির্ভরযোগ্য গ্রন্থসমূহে লিপিবদ্ধ রয়েছে সেই অনুসারে নিজেদের আকীদা গঠন করুন। পরবর্তী যুগের বিদ’আত ও বানোয়াট আকীদা বর্জন করুন। সাথে সাথে সকল প্রকার শিরক, কুফর, বিদ’আত ও ইলহাদ থেকে আত্মরক্ষা করুন।
দ্বিতীয়ত, সকল প্রকার হারাম উপার্জন পরিহার করুন। ফরয ইবাদত বিশুদ্ধভাবে পালন করার সর্বাত্মক চেষ্টা করুন। সকল কবীরা গোনাহ ও হারাম বর্জন করুন। কোনো মানুষ অথবা প্রাণীর হক (অধিকার) নষ্ট করা বা ক্ষতি করা বিষবৎ পরিত্যাগ করুন।
তৃতীয়ত, মনকে হিংসা, ঘৃণা, বিদ্বেষ, অহংকার, আত্মতৃপ্তি, জাগতিক সম্মান, প্রতিপত্তি বা টাকা-পয়সার লোভ থেকে যথাসম্ভব পবিত্র রাখার জন্য সর্বদা সতর্কতার সাথে চেষ্টা করুন। এজন্য সর্বদা আল্লাহর দরবারে তাওফীক চেয়ে কাতরভাবে দোয়া করুন। প্রয়োজন ছাড়া মানুষের সাথে হাশি তামাশা বা গল্পগুজব যথাসম্ভব কম করুন।
চতু্র্থত, নফল ইবাদতে বেশি বেশি পালনের চেষ্টা করুন। মানুসের সেবা উপকার ও সাহায্য জাতীয় কাজ যথাসম্ভব বেশি করুন। নফল সালাত যথাসম্ভব বেশী আদায়ের চেষ্টা করুন। বিশেষত তাহাজ্জুদ, ইশরাক ও মাগরিবের পরে কিছু নফল সালাত (আওয়াবীন নামে পরিচিত) সর্বদা পালন করবেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- রাহে বেলায়েত pdf বই ডাউনলোড
- জুমআর খুৎবার সময় নফল পড়ার বিধান pdf বই
- রূহে তাসাওউফ pdf বই ডাউনলোড
- সঠিক আকীদা ও পরিপন্থী pdf বই ডাউনলোড
- রামাদ্বান প্ল্যানার pdf বই ডাউনলোড
- ইসলামী আকীদা ভ্রান্ত মতবাদ pdf বই ডাউনলোড
নফল সিয়াম বেশি পালনের চেষ্টা করুন। বিশেষত প্রত্যেক সপ্তাহে সোম ও বৃহস্পতিবার প্রত্যেক আরবী মাসের প্রথমে, শেষে এবং ১৩, ১৪, ১৫ তারিখের সিয়াম নিয়মিত পালন করবেন। এছাড়া আরাফাতের দিনের সিয়াম ও আশুরার সিয়াম পালন করবেন। নফল দান বেশি করার চেষ্টা করবেন।
দান করতে সক্ষম না হলে মানুষের বেশি বেশি সেবা ও উপকার করবেন, যা আল্লাহর নিকট দান হিসাবে গণ্য হবে। সকলেই কুরআন কারীম তিলাওয়াত শিখে নিয়মিত কুরআন তিলাওয়াত করবেন। সাথে সাথে অর্থ বুঝার সাধ্যমতো চেষ্টা করবেন।
তাহাজ্জুদের পরে বা ফজরের পরে নিয়মিত কয়েক পৃষ্ঠা তিলাওয়াতের অভ্যাস বজায় রাখবেন।
নিচে রাহে বেলায়াত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আস সুন্নাহ পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | আমল বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 19.7 MB |
প্রকাশ সালঃ | 2013 |
বইয়ের লেখকঃ | ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর |
অনুবাদঃ |