রাহে বেলায়েত
রাহে বেলায়েত pdf বই ডাউনলোড। জড়বাদী ও ভোগবাদী পাশ্চাত্য সভ্যতার সর্বগ্রাসী চাপে প্রভাবিত হয়ে পড়ছেন বিশ্বাসী মানুষেরাও । একদিকে যেমন অসংখ্য ভোগবাদী জড়বাদী মানুষ ভোগের অসারতা ও আত্মার শুন্যতার পীরনে ফিরে আসছেন বিশ্বাসের পথে , অপরদিকে বিশ্বাসীদের জীবনে পড়ছে জড়বাদের ছায়া ।
বিশ্বাসের আধ্যাত্মিকতা ,আন্তরিকতা ,মহান স্রষ্টা ও তার প্রিয়তমের প্রেমের আকুলতা থেকে আমরা অনেকেই বঞ্চিত । আমরা অনেকেই কিছু কিছু ধর্মিয় অনুশাসন মেনে চললেও এগুলার আত্মিক প্রভাব আমরা পুরো পুরি লাভ করতে পারছি না আমাদের ইসলামী চর্চা অনেক সময় তর্কে পরিণত হয়ে যায় ।
আরও দেখুনঃ অনুধাবন করুন আপনার প্রভুর বাণী pdf বই ডাউনলোড
আমাদের আধ্যাত্মিকতা হয়ে পড়ে ভন্ডামি ও বিভ্রন্তি প্রদ । এ সময়ে দরকার এমন কিছু কর্ম যা আমাদের গুলিকে আল্লাহ ও তার মহান রসুল (সাঃ) – এর ভালোবাসায় আকুল করবে । হ্ ভরে দেবে প্রশান্তি ও স্নগ্ধিতায় । যা আমাদের আত্মিক বিকাশকে সুমহান করবে , সত্যিকারের তাকওয়া অর্জনে সহায়ক হবে । মহামহিম প্রভুর সন্তুষ্টি , প্রেম ভালোবাসা , নৈকট্য বা বেলায়াতের পথে এগিয়ে নিয়ে যাবে তার বান্দাকে ।
ধন্য হবে নগণ্য সৃষ্টি তার মহান প্রভুর প্রেমের পরশে । কুরআন – হাদিসের আলোকে আমরা দেখতে পাই যে বিশুদ্ধ ঈমান ও পরিপূর্ণ তাকওয়া বা মহান আল্লাহর নিষেধকৃত সকল বিষয় বর্জনই তাজকিয়ায়ে নাফস বা আত্মশুদ্ধি এবং বেলায়াত বা আল্লাহর নৈকট্য ও প্রেমের পথ ।
আরও দেখুনঃ মানব সৃষ্টির বিস্ময়কর ঘটনা pdf বই ডাউনলোড
হাদীস শরীফে আল্লাহর বেলায়াত বা নৈকট্যের পথের কর্মকে দুই ভাগ করা হয়েছে : ফরজ ও নফল । ফরজ পরে অবিরত নফল ইবাদত করার মাধ্যমে বান্দা তার প্রভুর নৈকট্য ও প্রেম অর্জন করে । কুরআন ও হাদিসের বর্ণনা অনুসারে ।
আল্লাহর যিকর বিশ্বাসীদের জীবনের মহাসম্পদ । মহান স্রষ্টা রাব্বুল আলামিনের সন্তুষ্টি ও সাওয়াব অর্জনের অন্যতম পথ । মহা শক্র শয়তানের কুমন্ত্রণা । নৈকট্য বা বেলায়াতের পথে এগিয়ে নিয়ে যাবে তার বান্দাকে। ধন্য হবে নগন্য সৃষ্টি তার মহান প্রভুর পরশে।
আরও দেখুনঃ আশুরা করণীয় বর্জনীয় pdf বই ডাউনলোড
নিচে রাহে বেলায়েত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আস-সুন্নাহ পাবলিকেশন্স বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 3.16 MB প্রকাশ সালঃ ২০০৩ ইং বইয়ের লেখকঃ ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ