রিভাইভ ইয়োর হার্ট pdf বই ডাউনলোড। আজকের বিশ্ব বিরামহীন গুঞ্জনে মুখরিত, সদা সক্রিয়। রাজনীতি, অর্থনীতি, সামাজিক যোগাযোগ মাধ্যম, বিনোদন জগৎ, প্রযুক্তি এবং আরও হাজারো উন্নয়ন আমাদের মনোযোগ আকর্ষণের জন্য নিরন্তর প্রতিযোগিতা করে যাচ্ছে। মুশকিলের কথা হলো, এসব আসলে আমাদের হৃদয়গুলোকে বিচ্ছিন্ন করে দেওয়ার নিদারুণ প্রতিযোগিতায় মেতেছে।
মুক্তবাজারের অবাধ চর্চার সঙ্গে আমরাও প্রতিনিয়ত ভোগের জন্য উৎসাহিত হচ্ছি। সূরা আত-তাকাসুরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণিত *প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের ভুলিয়ে রেখেছে’, আর কখনো এমন বাস্তব হয়ে ধরা দেয়নি। এমন একটি সময়ে আমরা পদার্পণ করেছি, যখন আল্লাহর প্রতি আমাদের কর্তব্যবোধ থেকে দূরে সরে যাওয়ার কাজটিও প্রাতিষ্ঠানিকভাবে আয়োজন করা হচ্ছে। যার অন্যতম প্রমাণ হলো বিনোদন মাধ্যম; আধুনিকতার নামে যা আমাদের ওপর জগদ্দল পাথর হয়ে চেপে বসেছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
শুধু এখানেই শেষ নয়; আধুনিক সামাজিক ব্যবস্থায় প্রতিটি ব্যক্তিসত্তাকেই ক্ষুদ্রাতিক্ষুদ্র ভোক্তায় পরিণত করা হয়। আমাদের দ্বীনও এই ব্যবস্থাপনার প্রভাবে এক ধরনের বিনোদনধর্মী পণ্যে পরিণত হয়েছে। আমাদের দ্বীনি জ্ঞানে জ্ঞানী স্কলাররাও যেখানে বিখ্যাত তারকা হয়ে উঠছেন। আমরা তাঁদের দেখে বিশ্বাসে উজ্জীবিত হই, আর তারপর আবার ফিরে যাই আমাদের রুটিনবাঁধা ভোগবাদী জীবনে। মুসলিম জাতি তাদের ধর্মীয় পরিচয় নিয়ে এক সংকটময় সময় অতিক্রম করছে।
তাদের বৈশ্বিক ভাবমর্যাদা ছিনতাই হয়ে গেছে কিছু হিংসাত্মক গোষ্ঠীর কর্মকাণ্ডে। এই গোষ্ঠী তরুণদের আকৃষ্ট করে, যারা নিজেদের দ্বীনকে ভালোমতো জানে না। সংবাদের শিরোনাম কাঁপানো কাজে নিজেদের আধিপত্য দেখানোই তাদের কাছে মর্যাদার কাজ হয়ে গেছে। এই উন্মত্ততা আর সংকট এখন এমন পর্যায়ে যে, বিশ্বাসের দিক থেকে এককেন্দ্রিক থাকা এখন অনেক কঠিন হয়ে গেছে। আমাদের সমাজ আর মসজিদগুলো আধ্যাত্মিক নির্দেশনা আর পরামর্শ আদান-প্রদানের কেন্দ্রবিন্দু হওয়ার প্রয়োজন ছিল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের শিখিয়েছেন ‘আদ দ্বীন আন নাসিহাহ’—অর্থাৎ দ্বীন হলো ভালো পরামর্শ দেওয়া। সত্যি এটাই, এখন আমাদের মনও হয়ে গেছে বিক্ষিপ্ত, উদ্ভ্রান্ত। সুতরাং এই সময়ে যখন নেতিবাচক নেগেটিভ কথা ও কর্মের চর্চা ব্যাপকভাবে হচ্ছে, তখন ভালো এবং গঠনমূলক কথার প্রয়োজন আরও বেশি—যাতে আমাদের ঈমান সুন্দর থাকে, অটুট থাকে।এই টালমাটাল সময়ে উস্তাদ নোমান আলী খানের ভালো কথাগুলোর সংকলন তরুণদের চিন্তাজগৎকে নাড়িয়ে দেবে। তিনি আমাদের হৃদয়ের ভাষায় কথা বলেন।
নিচে রিভাইভ ইয়োর হার্ট pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | গার্ডিয়ান পাবলিকেশণ |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 27.22 MB |
প্রকাশ সাল | ২০১৯ সাল |
বইয়ের লেখকঃ | নোমান আলী খান |
বইয়ের অনুবাদকঃ | মারদিয়া মমতাজ |