রিয়াদুস সালেহীন ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড। মুরাকাব, মুজাহাদা, মুহাসাবা, তাওবা, তাওয়াক্কুল, ইখলাস, সিদ্ক, পিতা-মাাতর প্রতি সদ্ব্যবহার, নিকটাত্মীয়ের সাথে সুসম্পর্ক, তাকওয়া, আল্লাহ সম্পর্কে চিন্তা-গবেষণা, ঈমানের ব্যাপারে আশা-আকাংখা ইত্যাদি বিষয়গুলো স্বতন্ত্র অনুচ্ছেদের মাধ্যমে সুষ্পষ্ট করে তুলে ধরা হয়েছে। তাই বিজ্ঞ আলিমগণের মতে ইমাম নববীর শ্রেষ্ঠ গ্রন্থগুলির মধ্যে সহীহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থটির পর রিয়াদুস সালেহীনের স্থান।
হাদীসের কতিপয় পরিভাষা ও হাদীসের প্রকারভেদঃ
হাদীসের বিষয়বস্তুহচ্ছে রাসূল সাঃ এর মুখ নিঃসৃত কথা অথবা তাঁর সম্পর্কে কোন সাহাবীর কথা। রাসূল সাঃ এর কাজ, যে কাজ রাসূল সাঃ করেছেন অথবা কোন সাহাবী করেছেন এবং তিনি সমর্থন বা অসমর্থন করেছেন। রাসূল সাঃ এর কোন অনুভূতি, অভ্যাস বা আকাঙ্খার অভিব্যক্তি। রাসূল সাঃ থেকে এই সমস্ত কিছু বর্ণনার মুল দায়িত্ব সাহাবায়ে কেরামের। সাহাবীগণ রাসূল সাঃ সম্পর্কিত কোন বিষয় লুকিয়ে রাখেন নি।
আরও ইসলামিক বই দেখুনঃ
- রিয়াদুস সালেহীন সকল খন্ড pdf বই ডাউনলোড
- রিয়াদুস সালেহীন ১ম খন্ড pdf বই ডাউনলোড [Text version]
- রিয়াদুস সালেহীন ২য় খন্ড pdf বই ডাউনলোড
- রিয়াদুস সালেহীন ৩য় খন্ড pdf বই ডাউনলোড
যেহেতু আল কুরআনে বলা হয়েছেঃ “রাসূল তোমাদের যা দিয়েছে তা গ্রহণ কর এবং যা কিছু থেকে তোমাদেরকে নিষেধ করেছে তা থেকে দূরে থাক।”- এ বিধানের উপর সাহাবীগণ পুরোপুরি আমল করেছেন। তাঁরা যেমন তাঁর সাথে সম্পর্কিত প্রতিটি বিষয় গুরুত্ব সহকারে জাান, বুঝার ও আয়ত্ব করার ব্যবস্থা করেন। তেমনি, গুরুত্ব ও যত্ন সহকারে সেগুলো ভবিষ্যৎ বংশধরদের কাছে হস্তান্তরিত করারও দায়িত্ব নেন।
এ ব্যাপারে তাঁরা একটুও গড়িমসি, বাড়াবাড়ি, গাফলতি বা কল্পনার আশ্রয় নেন নি। কারণ তাঁরা রাসূল সাঃ এর এ বানীটি সম্পর্কে পুরোপুরি ওয়াকিফহাল ছিলেন।
যাতে বলা হয়েছেঃ “যে ব্যক্তি স্বজ্ঞানে আমার উপর মিথ্যা আরোপ করে; সে যেন জাহান্নামে তার আবাস ঠিক করে নেয়।”-সহীহ মুসলিম)।
যে জিনিসটি তাঁরা যে ভাবে জেনেছেন বা শুনেছেন সেটি ঠিক হুবহু সেভাবেই বর্ণনা করেনে। হাদীসের ব্যাপারে এ ধরণের সত্য কথনকে হাদীসের পরিভাষায় বলা হয় ‘আদালত’।
নিচে রিয়াদুস সালেহীন ৪র্থ খন্ড বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বাংলাদেশ ইসলামিক সেন্টার বইয়ের ধরণঃ রিয়াদুস সালেহীন হাদিস সংকলনের গ্রন্থ বইয়ের সাইজঃ 7.21 MB প্রকাশ সালঃ ২০১৬ ইং বইয়ের সংকলনঃ ইমাম মুহিউদ্দিন ইয়াহইয়া আন-নববী রহঃ অনুবাদঃ মোঃ মোজাম্মেল হক গং
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ