শরহে বেকায়া pdf বই ডাউনলোড। এ কথা সন্দেহাতীতভাবে সত্য যে, ফিকহ কুরআন ও হাদীস থেকে ভিন্ন কিছু নয় । কুরআন ও হাদীসের বিস্তারিত• প্রমাণাদি থেকে উদ্ভাবিত আমলী শরিয়তের বিধিবিধানের নামই হচ্ছে ফিকহ। পিতামাতার সাথে সন্তানের যে সম্পর্ক, কুরআন ও হাদীসের সঙ্গেও ফিকহের সেই একই সম্পর্ক। কুরআন ও হাদীস হলো শরিয়তের বা মূল ।
আর ফিকহ হলো এর শাখা প্রশাখা মাত্র। ইলাহী হেদায়েত ও নববী শরিয়তের বাস্তবরূপ হলো এই ফিকহ। ফিকহ কুরআন ও হাদীসেরই বাস্তবভিত্তিক ব্যাখ্যা। ফিকহ ব্যতিরেকে কুরআন ও হাদীসের মর্ম উপলব্ধি করা এবং তা বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব নয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
মাসায়েলে গাইরে মানসূসাহ (১৮) তথা যেসব বিষয়ের ক্ষেত্রে কুরআন ও হাদীসে স্পষ্ট কোনো দিকনির্দেশনা নেই সে সব বিষয়ের ক্ষেত্রে ফিকহের আশ্রয় গ্রহণ করা ব্যতিরেকে কোনো গত্যন্তর নেই । এমন কি [যেসব বিষয়ে কুরআন ও হাদীসের বর্ণনা আছে] -এর মধ্যেও কোনো কোনো ক্ষেত্রে ফিকহের আশ্রয় গ্রহণ করা ছাড়া কোনো উপায় নেই । আলেমগণ ফিকহের যে সংজ্ঞা বর্ণনা করেছেন তাতেও এ কথার প্রতি স্পষ্ট ইঙ্গিত রয়েছে।
তাঁরা বলেছেন, শরিয়তের বিস্তারিত প্রমাণাদি থেকে আমলী শরিয়তের বিধান সম্বন্ধে জ্ঞাত হওয়াকে ফিকহ বলে । কাজেই ফিকহকে কুরআন ও হাদীস থেকে ভিন্ন কিছু ভাবার কোনো অবকাশ নেই। উদাহরণ স্বরূপ বলা যায় যে, দুধের মাঝে যেমন মাখন মিশে থাকে তেমনি কুরআন ও হাদীসের মাঝে ফিকহ মিশে ছিল ।
সুনিপুণ গোয়াল যেমন তার সাধনা ও মেহনতের দ্বারা মাখন ও দুধের অস্তিত্ব সকলকে বুঝিয়ে দেয় তেমনি ফকীহগণ কুরআন ও হাদীসে যেসব বিধি বিধান অন্তর্নিহিত ছিল দীর্ঘ সাধনা ও গবেষণা করে সেগুলোকেই তাঁরা উম্মতের সামনে বিধিবদ্ধ আকারে ফিকহের নামে পেশ করেছেন। অতএব, মূলত কুরআন ও হাদীসেরই সহজ রূপায়ণ হলো এই ফিকহ ।
কাজেই দ্বিধাহীন চিত্তে বলা যায় যে, ফিকহের উপর আমল করা মানে প্রকারান্তরে কুরআন ও হাদীসের উপরই আমল করা। প্রকাশ থাকে যে, রাসূল -এর যুগে ফিকহ ছিল, ফিকহের চর্চাও ছিল। কিন্তু ফিকহ শাস্ত্রের বর্তমান রূপ ছিল না । তা ছাড়া ইসলামি আহকামের প্রকারভেদ তথা ফরজ, ওয়াজিব, সুন্নত ও মোস্তাহাব ইত্যাদি।
নিচে শরহে বেকায়া pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | ইসলামিয়া কুতুবখানা |
বইয়ের ধরণঃ | কিতাব বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 25.5 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ওবায়দুল্লাহ ইবনে মাসঊদ রহঃ |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা ওয়াহিদুযাযামান ইসহাকী |