শাফায়াত ও উসিলা
শাফায়াত ও উসিলা pdf বই ডাউনলোড। দুনিয়াবী শাফায়াতসমূহ থেকে কিছু শরীয়ততসম্মত এবং কিছু শরীয়তসম্মত নয়। ভাল কাঝে শাফায়াত করলে এর মধ্যে সওয়াব নিহিত রয়েছে। কিন্তু অন্যায় কাজে কেউ শাফায়াত করলে সে গোনাহগার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন-।
কেউ কোনো ভালো কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে এবং কেউ কোনো মন্দ কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে। আর আল্লাহ সব কিছুর ওপর নজর রাখেন। [সুরা আল-নিসা, আয়াত:৮৫]।
আরও দেখুনঃ মীলাদ প্রসঙ্গ pdf বই ডাউনলোড
হাফেয ইবনে কাছীর র. বলেন: আর আল্লাহ তাআলার বাণী কেউ কোনো ভালো কাজের সুপারিশ করলে তাতে তার অংশ থাকবে অর্থাৎ যে ব্যক্তি কোনো বিষয়ে চেষ্টা সাধণ করে। অতঃপর তার ওপর ভালো কিছু গড়ে উঠে তাহলে তার জন্য এর থেকে অংশ থাকবে।
আর কেউ কোনো মন্দ কাজের সুপরিশ করলে তাতে তার অংশ থাকবে। অর্থাৎ ঐ কাজের দায়ভার তার ওপর চেপে বসবে, যা তার চেষ্টা-সাধনা ও পরিকল্পনার ওপর ভিত্তি করে উদ্ভুত হয়েছে। শাফায়াতকারী সওয়াব পাবে সহীহ হাদিসের মধ্যে তা সাব্যস্ত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- তোমরা সুপারিশ কর, তোমাদেরকে সওয়াব দেয়া হবে।
আরও দেখুনঃ আরশের ছায়া pdf বই ডাউনলোড
আর আল্লাহ যেন তারঁ ইচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম-এর মুখে চূড়ান্ত করেন। আর শাফায়াতের মধ্য থেকে যা বৈধ এবং যা হারাম বা অবৈধ, পবিত্র সুন্নাহ তার বর্ণনা নিয়ে এসেছে। আবূ মূসা আল-আশআরী রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন – রাসূল্লাহ সাল্লাল্লাহু-এর নিকট কেউ কিছু চাইলে বা প্রয়োজনীয় কিছু চাওয়া হলে তিনি বলতেন।
তোমরা সুপারিশ কর, তোমাদেরকে সওয়াব দেয়া হবে। আর আল্লাহ যেন তারঁ ইচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মুখে চূড়ান্ত করেন। মুয়াবিয়া রাঃ থেকে বর্ণিত, তিনি বলেন- তোমরা সুপারিশ কর, তোমাদেরকে সওয়াব দেয়া হবে। সুতরাং আমি কোনো বিষয়ে ফয়সালা দিতে বিলম্ব করি, যাতে তোমরা সুপারিশ কর এবং তোমাদেরকে সওয়াব দেয়া হয়। কারণ রাসূলুল্লাহ সাঃ বলেন;- তোমরা সুপারিশ কর, তোমাদেরকে সাওয়াব দেয়া হবে।
আরও দেখুনঃ কুরআনে কেয়ামত ও শেষ বিচার pdf বই ডাউনলোড
নিচে শাফায়াত ও উসিলা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ পিস পাবলিকেশন্স বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 5.37 MB প্রকাশ সালঃ ২০১৩ ইং বইয়ের লেখকঃ প্রফেসর ইকবাল ক্বিলানী-গং অনুবাদঃ আমিনুল ইসলাম-গংডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ