শাফিউল মুযনিবীন pdf বই ডাউনলোড। শাফায়াত অর্থ- সুপারিশ করা বা সাহায্য করা। কিয়ামতের কঠিন দিবসে মসিবতের সময় হাশরবাসীরা যখন কোন সাহায্যকারী পাবে না, মানুষ যখন নগ্ন পায়ে খালি মাথায় খৎনাবিহীন উলঙ্গ অবস্থায় হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকবে হাজার বছর, তাদের মাথার ঠিক উপরে থাকবে সূর্য, আর পায়ের নীচের জমিন হবে তামার। পিপাসায় তাদের প্রাণ হবে ওষ্ঠাগত। আল্লাহর আযাব গজবের মূল কেন্দ্ৰ জাহান্নামও চলে আসবে তাদের নিকটে। প্রত্যেকেই নিজ নিজ পাপ অনুযায়ী শাস্তি ভোগ করতে থাকবে।
এভাবে চলে যাবে হাজার বছর, তবুও বিচার কার্যক্রম শুরু হবে না। বিচার কার্য শুরু করার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে এমন কাউকে পাওয়া যাবে না। সকলই বলতে থাকবে নাফসী নাফসী। মানুষ একে একে সকল আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামদের কাছে গিয়ে অনুরোধ করবে . কিন্তু তাঁরা সবাই অপারগতা প্রকাশ করবেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
তখন আমাদের প্রিয় নবী বিপদের কাণ্ডারী শাফিউল মুযনিবীন রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরবাসীকে এই বিপদ থেকে পরিত্রাণ দেওয়ার জন্যে শাফায়াতের হাত বাড়িয়ে দিবেন। বিচারকার্য শুরু করার জন্য আল্লাহর দরবারে একমাত্র তিনিই অতঃপর হাশরবাসীরা যখন এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তিলাভ করবে, অর্থাৎ বিচার কার্য শুরু হওয়ার ঘোষণা এসে যাবে, তখন তাদের সামনে দ্বিতীয় আরো এক মুসিবত উপস্থিত হবে।
আর সেটা হচ্ছে দুনিয়ার জীবনের সকল কাজ কর্ম ঈমান আমলের পুঙ্খানোপুঙ্খরূপে হিসাব প্রদান করা। এ সময় আমাদের প্রিয় নবী উম্মতের কাণ্ডারী স্বীয় উম্মতদেরকে বিনা হিসেবে জান্নাত প্রদান করার জন্য আল্লাহর দরবারে দ্বিতীয় বার সুপারিশ করবেন। একমাত্র নবীজীর সুপারিশেই আল্লাহপাক একদল উম্মতকে বিনা হিসেবে জান্নাত দান করবেন।
হাশরের এই কঠিন বিচারে, আল্লাহর আদালতে, যারা ধরা পড়ে যাবে, গোনাহগার ও জাহান্নামী বলে সাব্যস্ত হয়ে যাবে, এমনকি কিছু উম্মত জাহান্নামেও চলে যাবে, তাদেরকে ক্ষমা করে জান্নাত প্রদান করার জন্য নবীজী তৃতীয় বার শাফায়াত করবেন। এ সময় নবীজীর উসিলায় শাফায়াতের দ্বার অন্যদের জন্য ও উম্মুক্ত করা হবে। প্রথম শাফায়াতটি একমাত্র আমাদের নবীজীর জন্য সুপারিশ করা হবে। যদি বইটি সম্পূর্ণ পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে শাফিউল মুযনিবীন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

| প্রকাশকঃ | জাগরনী প্রকাশনী |
| বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
| বইয়ের সাইজঃ | 8.79 MB |
| প্রকাশ সাল | ২০১৫ সাল |
| বইয়ের লেখকঃ | মাওলানা মুফতি মোহাম্মদ ইকরাম উদ্দিন |
| বইয়ের অনুবাদকঃ | হুনাফা ফি ওয়ালিদাইল মোস্তফা |






















