শিকড়ের সন্ধানে pdf বই ডাউনলোড। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হল-ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। এই কথাটা শুনে আসছি এবং সাম্প্রতিক সময়ে উপলব্ধিও করে আসছি। ছোটবেলায় যখন ইতিহাস বলতে বুঝাত মুঘল আমলের শাসনের বিস্তারিত পড়া, কে কার বাবা আর কে কার ছেলে তা মুখস্ত করা। তখন তা পড়তে খুবই বিরক্ত লাগতো।
অন্যদিকে আব্বু যখন রাতের বেলায় ঘুমানোর আগে মুসা আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহি ওয়াসাল্লাম, কারবালা ইত্যাদির গল্প শুনাতেন, তখন সেগুলো শুনতে যদিও ভালোই লাগত, কিন্তু গল্প ছাড়া আর কিছু মনে হত না। ছোটবেলা থেকেই আমি একটু যুক্তিবাদী টাইপ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- জ্ঞানের সন্ধানে সত্য দর্শন pdf বই ডাউনলোড
- পূণ্যবতীর সন্ধানে pdf বই ডাউনলোড
- আল্লাহ প্রেমের সন্ধানে pdf বই ডাউনলোড
- একটি দ্বীপের সন্ধানে pdf বই ডাউনলোড
- একটি দ্বীপের সন্ধানে pdf বই ডাউনলোড
যে কোনো কিছুই আমাকে করতে নিষেধ করা হলে বা করতে বলে হলে আমার সবার আগে মনে হত কেনো! তাই খুব অনিয়মিতভাবে হলেও যখনই কুরআন পড়তাম, যেটুকুই পড়তাম অর্থসহ পড়তাম। একটা ভাষা না বুঝে শুধুই তিলাওয়াত করাটা আমার কাছে খুবই অযৌক্তিক লাগত। বহুবারই ভেবেছি যে কুরআন পুরাটা অর্থসহ একবার পড়ে ফেলব। কিন্তু প্রতিবারই সুরা বাক্কারাতে গিয়েই আটকে গেছি, আর লাগাতে পারি নি। এর একটা মূল কারণ ছিল সূরা বাক্বারা জুড়ে রয়েছে মুসা আলাইহি ওয়াসাল্লামের সময়ের নানা কাহিনী।
সেগুলোর কোনটা কোথা থেকে শুরু হয়েছে বা আগে পরে কী আছে, কিছুই আমি বুঝতাম না, এক আয়াতের সাথে আরেক আয়াতের কোনো সংশ্লিষ্টতাও খুজেঁ পেতাম না। তাই সত্যি বলতে কী, আমি bored হয়ে যেতাম। উৎসাহ ধরে রাখতে পারতাম না। খুব সম্ভবত এই ব্যাপারটা আমাদের অধিকাংশের ক্ষেত্রেই ঘটে। কারণ কুরআনের একটা বিশাল অংশ এভাবে ইহুদী ও ক্রিস্টানদের কাহিনী দিয়ে ভর্তি । একটা লেকচারে একবার শুনেছিলাম- The Quran was about to be the story of Musa (A)।
আল্লাহর সাথে আমাদের কিভাবে কথোপকথন করতে হয়।
তাই আজকাল আমরা সবাইকে অর্থসহ কুরআন পড়তে উৎসাহিত করি বটে, কিন্তু পড়তে গিয়ে তারা আমার মত কোনো বিরক্তি বা বিড়ম্বনার স্বীকার হচ্ছে নাকি সেটার খোজঁ রাখি না। আমাদের মাথায় রাখতে হবে যে কুরআন কোন ইতিহাস গ্রন্থ না যে সব কাহিনী আমাদের ধারাবাহিকভাবে বলবে। এটা হল আল্লাহর সাথে আমাদের ব্যক্তিগত কথোপকথন। তাই একটা কাহিনীর যে বিষয়টা যখন প্রাসংগিক, তখন সে অংশটা উল্লেখিত হয়েছে। পুরা কুরআনে বনী ইসরাঈলের কাহিনীটা এসেছে এই স্টাইলে। এই জন্য আপনি যদি অন্য কোথায় থেকে এই কাহিনী পুরাটা না জানেন, তাহলে কুরআন অর্থসহ পড়তে গিয়ে আমার মত প্রতিক্রিয়া হবার সমূহ সম্ভাবনা আছে।
এবার একটা কাহিনী বলি। একবার আমার এক পরিচিত আমাকে বলছিলেন আশুরার একটা রোযা রেখেই আমি কাহিল, আরেকটা রাখতে পারব না। আল্লাহ জানেন যে আমি ইহুদী না!! অথচ আমরা অনেকেই হয়ত জানি যে ইহুদীদের সাথে আচার অনুষ্ঠানে পার্থক্য বজায় রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আশুরার সময় ওদের মত একদিন না রেখে দুই দিন রোযা রাখতে বলেছেন।
নিচে শিকড়ের সন্ধানে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 4.15 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | হামিদা মুবাসছেরা |
অনুবাদঃ |