সদ্য ভূমিষ্ঠ সন্তানের ক্ষেত্রে করণীয়
সদ্য ভূমিষ্ঠ সন্তানের ক্ষেত্রে করণীয় pdf বই ডাউনলোড। পৃথিবী জুড়ে মুসলমানদের ঘরে ঘরে প্রতি দিন আগমন হচ্ছে নতুন মেহমান ও নতুন সন্তান । কিন্তু আমরা কজন আছি যারা সদ্য ভূমিষ্ঠ সন্তানের সূচনা লগ্নে ইসলামি আদর্শের অনুশীলন করি!? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলানো সব সুন্নতগুলো পালন করি! পবিতাপের বিষ, আমরা অনেকেই তা করি না।
এর কারণ, সদ্য ভূমিষ্ঠ সন্তানের ক্ষেত্রে করণীয় সম্পর্কে আমাদের উদাসীনতা। তবে এটাও ঠিক যে, ইচ্ছা থাকা সত্বেও অনেকে না -জানার কারণে তা করতে সক্ষম হয় না।
আরও দেখুনঃ সংক্ষেপে হেজবুত তৌহিদ পরিচিতি pdf বই ডাউনলোড
আবার কেউ কেউ এ ক্ষেত্রে ইসলামি আদর্শ ত্যাগ করে বিধর্মী ও অমুসলিমদের অনুসরণ করে, অথচ তারা মুসলমান ! যেমন জন্মদিন পালন, জন্মদিনের কেককাটা ইত্যাদি, যা অত্যন্ত দুঃখ জনক । এর সঙ্গে নেই কোন ইসলামের সম্পর্ক । বরং এটা মুসলিম জাতির অধঃপতনের আলামত এবং নিজ আদর্শ থেকে বিচ্যুত হওয়ার প্রকৃষ্ট উদাহরণ।
আমি এ নিবন্ধের মাধ্যমে কুরআন ও সহিহ হাদিসের আলোকে সদ্যভুমিষ্ঠ সন্তানের ক্ষেত্রে করণীয় সম্পর্কে আলোচনা করার প্রয়াস পেয়েছি। হয়তো কোন মুসলমান ভাই কাফেরদের অনুসরণ ত্যাগ করে আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে। জিন সন্তানের সুন্দর ভবিষ্যৎ কামনায় ইসলামের নির্দশনা মেনে চলবে।
আরও দেখুনঃ শামের জিহাদ pdf বই ডাউনলোড
সন্তান ভূমিষ্ঠ হলে আল্লাহর প্রসংসা করা, তার শুকরিয়া আদায় করা ও সন্তানের জন্য দোয়া করা। পবিত্র কুরআনে ইবরাহিম আলাইহিস সালাম সম্পর্কে এরশাদ হয়েছে, সন্তান ভূমিষ্ট হওয়ার পর তিনি বলেন, সকল প্রশংসা আল্লাহর, যিনি বৃদ্ধবয়সে আমাকে ইসমাঈল ও ইসহাককে দান করেছেন।
নিশ্চয় আমার রব দোআ শ্রবণকারী। হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্যে থেকেও, হে আমার রব, আর আমার দোআ কবুল করুন। তদ্রুপ আত্মীয় ও শুভানুধ্যায়ীদের সুসংবাদ প্রদান করা, সন্তানের জনক-জননীকে মোবারকবাদ দেয়া ও তাদের খুশিতে অংশ গ্রহন করা।
আরও দেখুনঃ শাইখ কাসেম আর-রিমির শাহাদাৎ pdf বই ডাউনলোড
নিচে সদ্য ভূমিষ্ঠ সন্তানের ক্ষেত্রে করণীয় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.18 MB প্রকাশ সালঃ ২০১৯ ইং বইয়ের লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ