সন্তান জন্মের পর করনীয়
সন্তান জন্মের পর করনীয় pdf বই ডাউনলোড। নতুন বাচ্ছা জন্মের পর পর পবিত্র কোনআন ও হাদীসের আলোকে সন্তানের জন্য কি কি করণীয়? তাহনিক কি? এ ব্যাপারে বিশেষ করণীয় বিষয়বস্তুগুলো কি কি?
এক্ষেত্রে বুজুর্গ ব্যক্তি না পেলে তাহনিক কিভাবে করা যায়? সন্তান জন্মের পর পর পিতা মাতা হিসেবে আমাদের কি কি করণীয়? নতুন সন্তান জন্মের পর পর গোসল করানো ডাক্তারগণ নিষেধ করেন, এ ব্যাপারে শরীয়াতের হুকুম কি?
আরও দেখুনঃ ইসলাম ভঙ্গের কারণ সমূহ pdf বই ডাউনলোড
সন্তান জন্মের পর করণীয়: প্রথমত সন্তান জন্ম নেবার পর পিতা-মাতার উপর কর্তব্য হল তাকে প্রথমেই ভাল করে গোসল দিবে। প্রথমে লবন পানি দিয়ে তারপর খালেস পানি দিয়ে, তাহলে ফোড়া, গোটা ইত্যাদি অনেক রোগ থেকে মুক্তি থাকবে ইনশাআল্লাহ । শরীরে বেশি ময়লা থাকলে কয়েকদিন পর্যন্ত লবন পানি দিয়ে গোসল করাবে, ময়লা বেশি না হলে শুধু খালেস পানি দিয়ে গোসল করাবে।
এই করণীয় কাজ গুলো আমাদের অনেক জানা প্রয়োজন।
ভেজা কাপড় দিয়ে শিশুর নাক, কান গলা, মাথা, ভালোবাসে পরিস্কার করবে। অপরিচ্ছন্নতা থেকে শিশুর বহু রোগ জন্ম নেয় বলে বিশেষজ্ঞরা বলেন। সম্ভব হলে শিশুকে প্রথম দুধ পান করানোর আগে কোন বুযুর্গ ব্যক্তির কাছে নিয়ে সামান্য খেজুর চিবিয়ে শিশুর মুখে দিবে। এটাকেই তাহনীক বলে। এটা করা মুস্তাহাব ।
আরও দেখুনঃ ষাঁড়নামা pdf বই ডাউনলোড
জন্ম নেবার পর শিশুর ডাক কালে আজান ও বাম কানে ইকামত দিবে মৃদু আওয়াজে। শিশু জন্ম নেবার সতা দিনের মাথায় মাথার চুল ফেলে চুল পরিমাপ করে সে ওজন পরিমাণ স্বর্ণ বা রোপা তার মূল্য দার দান করা মুস্তাহাব। সন্তান জন্ম নেবার পর সপ্তম দিন ছেলে হলে দুটি বকরী বা গরু-মষিষের ৭ ভাগের দুই ভাগ, আর মেয়ে হলে একটি বকরী বা গরু-মহিষের ৭ভাঘের একভাগ।
আক্বিকা হিসেবে জবাই করা এ মুস্তাহাব। আক্বিকার পশুর হাড্ডি ভাঙ্গবে না। আত্বীয় স্বজনকে খাওয়াবে গোস্ত, এবং গরীব দুঃখীদের খাওয়াবে। নিজেরাও খাবে। সেই সাথে ছেলেটির সুন্দর নামও রাখা মুস্তাহাব এদিন। ৭দিনের মাথায় আক্বিকা দিতে না পারলে ১৪ দিনের মাথায়, না হলে ২১ দিনের মাথায় আক্বিয়া দিবে।
আরও দেখুনঃ লেখা সংকলন 8 pdf বই ডাউনলোড
নিচে সন্তান জন্মের পর করনীয় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.15 MB প্রকাশ সালঃ ২০১৪ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ