সরল পথের সন্ধানে pdf বই ডাউনলোড। মেঘ কেটে গেলে যেমন সুর্যর দেখা মিলে। বিষন্নতা কেটে গেলেও, ঠিক তেমনি দেখা মিলে প্রশান্তির। কিন্তু কোথায় গেলে পাওয়া যাবে সেই প্রশান্তি, সেই সফলতা, কোথায় গেলে খুঁজে পাওয়া যাবে জীবনের আসল উদ্দেশ্য? অনেকেই অনেক রকমের উত্তর দেয়। কেউ মনে করে টাকা, বাড়ি গাড়ির মধ্যেই লুকিয়ে আছে আসল প্রশান্তি, আবার কেউ বা মনে করে অন্যের তরে নিজেকে বিলিয়ে দিলে তবেই না আসবে আসল সফলতা।
কিন্তু আসলেই কি তাই? আসলে কি এসবের মধ্যে খোজঁ মিলে বেচেঁ থাকার আসল মানে। তবে কোন সে পথ? যে পথে চলরে হাসতেও আনন্দ, কাদঁতেও আনন্দ। যে পথ সকর হতাশার উর্ধ্বে! সেই পথেরই সন্ধান পাওয়ার কিছু ছোট গল্প নিয়ে লিখা এই বই-টি তবে বইটির কিছু সতর্কীকরণ ও রয়েছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আল কুরআনুল কারীম সরল অর্থানুবাদ pdf বই ডাউনলোড
- একজন মুসলিমের দৈনন্দিন জীবন pdf বই ডাউনলোড
- তাওহীদের উপকারিতা pdf বই ডাউনলোড
- ওহী ও আধুনিক বিজ্ঞান pdf বই ডাউনলোড
- আল্লাহর পথের ঠিকানা পিডিএফ বই ডাউনলোড
বইটির প্রথম অংশ সম্পূর্ণ কাল্পনিক তবে বাস্তবতার অত্যন্ত কাছাকাছি হওয়ায় অনেকের সাথে মিলে যেতে পারে। বইটির ঘটনার সাথে কারো ব্যাক্তিগত জীবনের কোন ঘটনা মিলে গেলে তার জন্য লেখকবৃন্দ কোন রূপ দায়ী নয়। বইটির ২য় অংশ ফেসবুক থেকে নেওয়া। আসল লেখক বা অনুবাদক কে খুঁজে না পাওয়ায় ক্রেডিট দেওয়া সম্ভব হয় নি। বইটি পড়ার কালীন সময়ে কোন সংশয়ের সম্মুখীন হলে অবশ্যই আলেম গণের কাছ থেকে জেনে নিবেন।
আসুন একটু গল্প পড়ি* ভোর ঠিক ৪ টা বেজে ৩০ মিনিট। সারারাত জেগে প্রিয়তমার সাথে ফোন কল এ ব্যাস্ত ছিলো রাজু ফজরের আযান শুনতে পেয়ে হুশ ফিরলো তার। তার রুটিন হচ্ছে রাত গভীর হলে নীরা কে নক দেওয়া, সারারাত কথা বলে ভোর হলে ঘুমিয়ে পড়া। আযান শুনতে পেলেই , আজ অনেক হয়েছে বলে ফোন রেখে দেয় নীলা।
রাজুর আরো বেশ খানিকক্ষণ কথা বলার এনার্জি থাকলেও অগত্যা তাকেও রেখে দিতে হয় ফোন। এরপর সে অবস্থাতেই ঘুম। ঘুম ভাঙ্গে দুপুর দুইটার পর। এরপরেই রুম থেকে বের হয়ে চলে যায় টিউশনি তে। ক্লাস থ্রী র সিয়াম কে ইংরেজি পড়ায় সে। টিউশনির পর বন্ধুদের সাথে আড্ডা তারপর রাত করে বাড়ী ফেরা। এভাবে তার রেগুলার রুটিন চলে। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন। উপকার না হলেও ক্ষতি হবে না আশা করি।
নিচে সরল পথের সন্ধানে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 3.78 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
অনুবাদকঃ |