সাওমের আধুনিক মাসআলা
সাওমের আধুনিক মাসআলা pdf বই ডাউনলোড। আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে চাদঁ দেখা প্রসঙ্গ সরাসরি খালি চোখ দিয়ে চাদঁ দেখাই হচ্ছে মূলনীতি। ইসলামের প্রথম যুগ থেকে এই মূলনীতির ওপরই আমল হয়ে আসছে।
কিন্তু বর্তমান যুগে কোনো কিছুকে বড় করে দেখার জন্য টেলিস্কোপসহ আধুনিক অনেক যন্ত্রপাতিই আবিস্কৃত হয়েছে, যেগুলোর মাধ্যমে চাদঁ দেখা সম্ভব ।
আরও দেখুনঃ রমজানের ৩০ আসর pdf বই ডাউনলোড
প্রশ্ন হচ্ছে, এসব অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চাদঁ দেখলে শরীআতের দৃষ্টিতে তা কতখানি গ্রহণযোগ্য হবে? পর্যালোচনা: শরীআতের দৃষ্টিতে চাদঁ দেখা বা না দেখাই হচ্ছে মূল ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,তোমরা চাদঁ দেখে সাওম পালন করবে এবং চাদঁ দেখেই সাওম ছেড়ে দিবে। তবে বর্তমান যুগের কোনো কোনো আলিম মনে করেন যে।
সরাসরি চোখ দিয়ে চাদঁ দেখলেই কেবল তা শরীআতের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে, অন্যথায় নয়। তাদের মতে, চাদঁ দেখার ক্ষেত্রে অত্যাধুনিক এসব যন্ত্রপাতির সহযোগিতা নেওয়া যেতে পারে, তবে সম্পূর্ণরূপে সেগুলোর ওপর নির্ভর করা যাবে না। সুতরাং খালি চোখে যদি চাদঁ দেখা না যায়, কিন্তু এসব যন্ত্রপাতির মাধ্যমে দেখা যায়।
আরও দেখুনঃ রমজানে মুমিনের করণীয় pdf বই ডাউনলোড
তাহলে এই দর্শন গ্রহনযোগ্য হবে না। তাদের মতে, হাদীসে গ্রহণযোগ্য চাদঁ দেখার যে বিষয়টি এসেছে, তার শুধুমাত্র খালি চোখে দেখার সাথে সম্পৃত্ত কেননা এসব যন্ত্রপাতি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। অবশ্য বর্তমান যুগের অধিকাংশ আলিমের মতে, যে কোনো উপায়েই হোক না কেন চাদঁ দেখাই হচ্ছে বড় কথা।
সঊদী আরবের উচ্চ উলামা পরিষদ মাজলিসু হাইআতি কিবারিল ওলামাও এই মতের পক্ষাবলম্বন করেছে। ১৬/৫/১৪০৩ হিজরী তারিখে পরিষদের সকল সদস্য নিন্মোক্ত সিদ্ধান্তসমূহে একমত হন: ১. চাদঁ দেখার কাজে সহযোগী হিসেবে মানমন্দির নিমার্ণ করা যেতে পারে, এতে শরঈ কোনো বাধা বা নিষেধ নেই। খালি চোখে চাদঁ দেখা গেলে তা গ্রহণযোগ্য হবে, যদিও মানমন্দিরের মাধ্যমে তা দেখা না যায়।
আরও দেখুনঃ আইয়ামে বীয pdf বই ডাউনলোড
নিচে সাওমের আধুনিক মাসআলা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ মাসআলা বিষয়ক বইয়ের সাইজঃ 2.51 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ