সাওমের বিধি বিধান pdf বই ডাউনলোড। ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে পবিত্র রমাদান মাসের সাওম পালন একটি অন্যতম স্তম্ভ। শারীরিক ও মানসিক উৎকর্ষতা সাধন, সমাজের প্রতি দায়িত্ববোধ জাগ্রত, আল্লাহর অফুরন্ত নিয়ামত প্রাপ্ত ও সর্বত্র আল্লাহভীতি পরিস্ফূটিত হওয়া ইত্যাদির মহান বার্তা নিয়ে প্রতি বছর আমাদের দুয়ারে আসে কোরআন নাযিলের মহিমান্বিত মাস রমাদান।
রহমত, মাগফিরাত আর জাহান্নাম থেকে মুক্তির মহাপয়গাম নিয়ে সারা বিশ্বে নেমে এসেছে রমাদান, যার ছোঁয়ায় মানুষ আজ ছোট শিশুর ন্যায় আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে অঝোর ধারায় কাদঁছে। রমাদান আজ মানুষের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন জাগ্রত করে তুলেছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- প্রতীক্ষার রমাদান pdf বই ডাউনলোড
- সাওমের আধুনিক মাসআলা pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি বিধান pdf বই ডাউনলোড
- ইসলামে দাস বিধি pdf বই ডাউনলোড
তাই স্বাগতম হে রমাদান! তোমাকে সুস্বাগতম। সময়ের আবর্তমানে প্রতিবছর আসে রমাদান। আবার সে চলে যায় নিজ দেশে। কিন্তু আমরা কি তার কাঙ্খিত নিআমত অর্জন করেত পেরেছি? মানব জীবনের পঞ্চাশ-ষাট বছরে পঞ্চাশ-ষাট বার রমাদান আসবে তন্মধ্যে দশ-পনের বছর আমরা থাকি অপ্রাপ্ত। সব মিলিয়ে কতটা রমাদানই বা পাই? এই স্বল্প পরিসরেও যদি আমরা রমাদানের মত মহামূল্যবান নিয়ামত হারিয়ে ফেলি তবে আমাতের মত হতভাগা আর কে হতে পারে?।
বাড়িতে বিশেষ কোনো বিশেষ মেহমান আসার তারিখ থাকলে আমরা পূর্ব থেকেই নানা প্রস্তুটি নেই। ঘরদোর পরিস্কার করি। বিছানাপত্র সাফ-সুতরো করি। পরিপাটি করি বাড়ির পরিবেশ। নিশ্চিত করি মেহমানের যথাযথ সম্মান ও সন্তুষ্টির রক্ষার সার্বিক ব্যবস্থা। তারপর অপেক্ষা করতে থাকি মেহমানকে সসম্মানের বরণ করে নেবার জন্য।
আমাদের দুয়ারেও আজ কড়া নাড়ছে এক বিশেষ অতিথি। এমন অতিথি যার আগমনে সাড়া পড়ে যায় যমীনে ও আসমানে!! আনন্দের হিল্লোল বয়ে যায় সমগ্র সৃষ্টি জগতে!! আল্লাহর হাবীবের মুখেই শুনন সে কথা- যখন রমযানের প্রথম রাত্রি আগমন করে শয়তান এবং অবাধ্য জিনদের শৃঙ্খলিত করা হয়, জাহান্নামের সকল দসিয়াম বন্ধ করে দেয়া হয়; খোলা রাখা হয় না কোন দ্বার, জান্নাতের দুয়ারগুলো অর্গলমুক্ত করে দেয়া হয়; বদ্ধ রাখা হয় না কোন তোরণ।
এদিকে একজন ঘোষক ঘোষণা করেন, হে পূন্যের অনুগামি, অগ্রসর হও। হে মন্দ-পথযাত্রী থেমে যাও। আবার অনেক ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন। আর এমনটি করা হয় রমযানের প্রতি রাতেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই রমযান আসার পূর্ব থেকেই রমযানের জন্য প্রস্তুতি নিতেন। শাবান মাসে অধিকহারে নফল সিয়াম পালনের মাধ্যমে তিনি রমযানে সিয়াম সাধনার আগাম প্রস্তুতি নিতেন।
নিচে সাওমের বিধি বিধান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | এশা পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 4.27 MB |
প্রকাশ সালঃ | 2015 |
বইয়ের লেখকঃ | সাজ্জাদ সালাদীন |
অনুবাদঃ |
বিঃ দ্রঃ এটি একটি শর্ট পিডিএফ, মূল পিডিএফ পাওয়া গেলে আপডেট করে দেওয়া হবে।