সালাউদ্দীন আইয়ুবী রহ
সালাউদ্দীন আইয়ুবী রহ pdf বই ডাউনলোড। মহামারী ও মড়কের সাথে সাথে মিছরের উপর আরও দুটি দুযোগ পরপর এগিয়ে এলো। এর মাঝে ১টি হচ্ছে: আভ্যন্তরিণ কোন্দল ও ২য়টি হচ্ছে বহিশত্রু আক্রমণ। আল-আদীদ ক্রমান্বয়ে বড় হয়ে ওঠেন ও তার শিশু কন্যার সাথে ওয়াজীর তালাইয়া -ইবনে রাজিকের বিয়ে দেন। এতে করে তালাইয়ার দুই শত্রু প্রভাবশালী আমাত্য শাওয়ার ও সেনাপতি দিরগাম হিংসার জ্বলে ওঠেন।
ও তালাইয়াকে হত্যা করে ফেলেন। মৃত্যুপথযাত্রী তালাইয়াকে আল-আদীদ দেখতে এলে তালাইয়া হামলাকারীদের সম্পর্কে বলেন। হত্যায় শাওয়ারের হাত ছিলো।
আরও ইসলামিক বই দেখুনঃ
- তাওহিদের মূলনীতি প্রথম খন্ড pdf বই ডাউনলোড
- মাহে রমজান তাকওয়ার পিরামিড pdf বই ডাউনলোড
- ক্রসেড সিরিজ ১০ম খন্ড pdf বই ডাউনলোড
- ক্রসেড সিরিজ ২৭তম খন্ড pdf বই ডাউনলোড
- ক্রসেড সিরিজ ২৯তম খন্ড pdf বই ডাউনলোড
- ক্রসেড সিরিজ ২৫তম খন্ড pdf বই ডাউনলোড
তাই শাওয়ার পালিয়ে যান কিন্তু হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন আল-আদীদ তালাইয়া -ইবন রাজিকের সেনাপতি দিরগাম দরবারের আমীর ও সেনাবাহিনীকে নিজের পক্ষে টানতে সমর্থ হন ও ওয়াজীর পদ করায়ত্ত করেন। ক্রুসেডাদের বিরুদ্ধে বারংবার জোটবদ্ধ হওয়ার আহবান করা সত্ত্বেও শীআ বিধায় নূর -উদ-দ্বীন আল -আদীদের সেই আবেদন কর্নপাত করেননি।
কিন্তু এবারে শাওয়ারের আহবানে ঠিকই সাড়া দেন। বিশ্বাসঘাতক শাওয়ার শামে পালিয়ে যান ও নুর-উদ্দীনকে মিছর আক্রমণে আমন্ত্রণ জানান। নুর-উদ-দ্বীন এবারে সানন্দে রাজী হন ও তার সেনাবাহীনীর সহকারী প্রধান আসাদ-উদ-দ্বীনকে মিছর আক্রমণে প্রেরণ করেন।
এই আসাদ-উদদ্বীন ছিলেন নুর-উদ-দ্বীনের বালাবাক দুর্গের কিল্লাদার (দূর্গাধক্ষ্য ) নাজমুদ দ্বীন আইয়্যুব।আরবদের যুদ্ধ বিমুখতার কারনে যুদ্ধপ্রিয় পাহাড়ী জাতী কর্দীদের নিয়ে ১ম সেনাদল পড়ে তোলেন নরের পিতা ইমাদ-উদ-দ্বীন যাঙ্গী ।
নুর-উদ-দ্বীন যাঙ্গীর রাজত্বকালে নাজমুদ দ্বীন আইয়্যুব কিল্লাদার পদে যোগ্যতার পরিচয় দেন, তার তীক্ষ নজর ও সতর্কতার কারণে ক্রসেডাররা কখনই বালাবাক আক্রমণেও দুঃসাহস করেনি। তারিই ভাই আসাদ-উদ-দ্বীন, যিনি পার্বত্য,যুদ্ধে এতোই পারদর্শী ও সাহসী ছিরেন যে-তার উপাধীই ছিলো শেরই কোহ/পাহাড়ের বাঘ।
নিচে সালাউদ্দীন আইয়ুবী রহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ক্রসেড যুদ্ধ ইতিহাস বইয়ের সাইজঃ 64.7 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ রুম্মান বিন আকবর অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ