সিয়াম নির্দেশিকা pdf বই ডাউনলোড। সিয়াম বা রোযা ফার্সী রুজয়ে, সাউম আরবী স্বাউম বা সিয়াম ইসলাম ধর্মের পাচঁটি মূল ভিত্তির তৃতীয়। রমাদন আরবী শব্দটি থেকে রমদ শব্দ হতে নির্গত। এর অর্থ পুড়িয়ে ফেলা। রোযা রাখলে গুনাহ মাফ হয়। রমযান গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। তাই এর নাম রমযান। সিয়াম শব্দের সাধারণ অর্থ হচ্ছে বিরথ থাকা। তাইতো চুপ বা নিস্তব্ধ থাকাকে সিয়াম বলে। আর যে ব্যক্তি চুপ থাকে তাকে সায়েম বলে।
আসসিয়য়ামুল স্বউম -এর আভিধানিক অর্থ হলো সাধারণতভাবে বিরত থাকা। অর্থাৎ-সহবাদ, কথা বলা, খাওয়া ও পান করা থেকে বিরত থাকা। আল্লামা রাগেব ইসপাহানি রহঃ বলেন: শব্দের অর্থ হলো কোনো কাজ হতে বিরত থাকা।
আরও ইসলামিক বই দেখুনঃ
- দ্বীনে অবিচল থাকার উপায় pdf বই ডাউনলোড
- ফিকহুস সিয়াম pdf বই ডাউনলোড
- সহীহ বুখারী ১ম খন্ড বাংলা অনুবাদ pdf ডাউনলোড
- সালাফদের সিয়াম pdf বই ডাউনলোড
- শানে নুযূল pdf বই ডাউনলোড
এ জন্য যে ঘোড়া চলা হতে বিরত থাকে তাকে সায়েম বলা হয়। কোনো কোনো আলেম এর প্রমাণে আল্লাহ তাআলার এই আয়াত উপস্থাপন করেন যে- অর্থাৎ আমি আল্লাহর উদ্দেশ্যে রোযা মানত করেছি। সুতরাং আজ আমি কোনো মানুষের সঙ্গে কথা বলব না। আল্লামা হাফেয ইবনে হাজার আসকালানী রহ: এর শরঈ ও পারিভার্ষিক অর্থ এভাবে করেছেন যে- অর্থাৎ নির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট শর্তাবলির ভিত্তিতে নির্দিষ্ট কতিপয় বস্তু হতে বিরত থাকার নাম রোযা।
শরীয়তের পরিভাষায় সাওম বা সিয়াম হলো- ফযর তথা সুর্যদয়ের পূর্ব থেকে সুর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী-সঙ্গম, অশ্লীলতা ও অসার ফাহেশা কথা-বার্তাসহ ইত্যাদি যাবতীয় রোযা নষ্টকারী কাজ থেকে বিরথ থাকার মাধ্যমে আল্লাহর বন্দেগি করা। কারণ প্রিয় রাসূল সাঃ বলেন, কেবল পানাহার থেকে বিরত থাকার নামই সিয়াম নয় বরং অসারতা ও অশ্লীলতা থেকে বিরত থাকার নামই হলো প্রকৃত সিয়াম।
সিয়াম কাকে বলে?!
সুতরাং যদি তোমাকে কেউ গালাগালি করে অথবা তোমার প্রতি মুর্খতা দেখায়, তাহলে তুমি তার প্রতিকার বা প্রতিশোধ না নিয়ে তাকে বলো যে, আমি সায়েম, আমি রোযা রেখেছি, আমি রোযা রেখেছি। সিয়াম-এর পরিভাষায় ইমাম নাবাবাী ও হাফেয ইবনু হাজার রহঃ বলেন;অর্থাৎ নির্দিষ্ট শর্তের মাধ্যমে নির্দিষ্ট কাজ থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত বিরথ থাকাকে সিয়াম বলে।
শায়খ মুহাম্মাদ সালেহ আল উসাইমিন রহঃ বা রোযার সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে লেখেন অর্থাৎ; সুবহে সাদেন থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সময় পানাহার ও সর্বপ্রকার রোযা ভঙ্গকারী বস্তু হতে বিরত থাকার মাধ্যমে মাধ্যমে ইবাদত করাকে রোযা বলে অভিহিত করা হয়। অতএব, বলা যায় যে, সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত ইবাদতের নিয়্যতে যাবতীয় পানাহার ও স্ত্রী সহবাস হতে বিরথ থাকার নামই রোযা। প্রত্যেক প্রাপ্ত বয়স্ক, জ্ঞান সম্পূন্ন মুসলমান নর-নারীর উপর রমজানের রোযা ফরয।
নিচে সিয়াম নির্দেশিকা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | প্রুতিশ্রুতি |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 3.08 MB |
প্রকাশ সালঃ | ২০১৯ |
বইয়ের লেখকঃ | সাজ্জাদ সালাদীন |
অনুবাদঃ |
বিঃ দ্রঃ এটি একটি শর্ট পিডিএফ, মূল পিডিএফ পাওয়া গেলে আপডেট করে দেওয়া হবে।