সীরাতে রসূলের পয়গাম pdf বই ডাউনলোড। এখন এই দ্বিতীয় বিষয়ে কোনো জ্ঞান লাভ হলে তা একমাত্র আল্লাহ তায়ালার নির্দেশেই হতে পারে। কারণ সকল তত্ত্ব ও তথ্য কেবল তাঁরই জানা আছে। আল্লাহ তায়ালা মানুষকে যে জিনিসের মাধ্যমে এ জ্ঞান দান করেন তা হলো ‘অহি’। এ অহি নবীগণের উপর নাযিল হয়।
আল্লাহ তায়ালা আজ পর্যন্ত কখনো এমনটি করেননি যে, একটি কিতাব মুদ্রিত করে প্রত্যেক মানুষের হাতে তার কপি দিয়ে দিয়েছেন আর একথা বলে দিয়েছেন যে, ‘তোমার এবং বিশ্ব প্রকৃতির নিগূঢ় তত্ত্ব কি তা এ কিতাবখানা পড়ে জেনে নাও এবং সে তত্ত্ব অনুযায়ী দুনিয়ায় তোমার কর্মপদ্ধতি কি হওয়া উচিত তাও জেনে নাও।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ক্রসেড সিরিজ ১৪তম খন্ড pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- তাহকীক তাফসীর ইবনু কাসীর pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- বুখারী শরীফ ৫ম খন্ড pdf বই ডাউনলোড
বরং এ জ্ঞান মানুষ পর্যন্ত পৌছাবার জন্যে তিনি নবীগণকেই মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন, যাতে করে তাঁরা এ জ্ঞান কেবল শিক্ষা দিয়েই ক্ষান্ত না হন, বরঞ্চ মানুষকে তা বুঝিয়ে দেন, সে অনুযায়ী নিজে কাজ করে তাদের দেখিয়ে দেন, তাঁর বিরুদ্ধবাদীদেরকে সৎ পথে আনার চেষ্টা করেন এবং এ জ্ঞান যারা গ্রহণ করে তাদেরকে এমনভাবে সংগঠিত ও সমাজবদ্ধ করে দেন, যাতে তাদের জীবনের সকল ক্ষেত্রে সে জ্ঞানেরই আলো বিচ্ছুরিত হয়।
আশা করি এখন এ কথাটি স্পষ্ট হয়েছে যে, পথ নির্দেশনার জন্যে আমরা কেবল একজন নবীর সীরাতেরই মুখাপেক্ষী। কোনো অনবী যদি নবীর অনুসারী না হয়, তাহলে যতো বড়ো মহাপন্ডিত ও জ্ঞানী-গুণীই হোক না কেন আমাদের পথ প্রদর্শক হতে পারেনা। কারণ তার কাছে সত্য জ্ঞান নেই। সত্য জ্ঞানের সে অধিকারীও নয়। সে আমাদেরকে কোনো সত্য সঠিক জীবন ব্যবস্থা দিতেও পারেনা, দেখাতেও পারেনা ।
মুহাম্মদ সা. ছাড়া অন্য কোনো নবীর আনুগত্য না করার কারণ এখন প্রশ্ন হলো, আমরা যাঁদের নবী বলে জানি এবং যেসব ধর্মনেতা সম্পর্কে ধারণা করা যেতে পারে যে, তাঁরাও হয়তো নবী ছিলেন, তাঁদের মধ্যে কেবল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরাত থেকেই আমরা কেন হিদায়াত লাভের চেষ্টা করি? এটা কি কোনো গোঁড়ামি, নাকি এর পেছনে কোনো যুক্তিসংগত কারণ রয়েছে? আসলে এর পেছনে রয়েছে অত্যন্ত ন্যায়সংগত কারণ।
নিচে সীরাতে রসূলের পয়গাম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | শতাব্দী প্রকাশনী |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজ | 2.87 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | সাইয়েদ আবুল আলা মওদূদী |
বইয়ের অনুবাদকঃ | আব্দুস শাহিদ নাসিম |