সীরাতে সরওয়ারে আলম ৩য় ও ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড। দুনিয়াতে মানুষের হেদায়েত ও পথ নির্দেশনার জন্যে সর্বদা এমন সব পুণ্যপূত মনীষী জন্ম গ্রহণ করতে থাকেন যাঁরা তাঁদের কথা ও কাজের দ্বারা মানুষকে সত্য ও সততার সরল সহজ পথ দেখিয়েছেন। কিন্তু মানুষ অধিকাংশক্ষেত্রে তাঁদের এ অনুগ্রহ-শুভেচ্ছার বদলা জুলুম- অত্যাচারের আকারে দিতে থাকে।
তাঁদের উপর জুলুম তাঁদের বিরুদ্ধবাদীরাই করেনি যে তারা তাঁদের বাণীর প্রতি অনীহা প্রদর্শন করেছে, তাঁদের সত্যতা অস্বীকার করেছে, তাঁদের দাওয়াত প্রত্যাখ্যান করেছে এবং তাঁদেরকে দুঃখকষ্ট দিয়ে সত্যপথ থেকে ফেরাবার চেষ্টা করেছে, বরঞ্চ তাঁদের উপর জুলুম তাঁদের ভক্ত অনুরক্তগণও করেছে, এভাবে যে তাঁদের চলে যাওয়ার পর তাঁদের শিক্ষাদীক্ষা বিকৃত করেছে, তাঁদের হেদায়েত পরিবর্তন করে দিয়েছে। তাঁদের আনীত গ্রন্থাবলীর কদর্থ করেছে এবং স্বয়ং তাঁদের ব্যক্তিত্বকে কৌতূহলের খেলনা বানিয়ে তার মধ্যে খোদায়ীর রঙের প্রলেপ দিয়েছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
প্রথম ধরনের জুলুম ত ঐসব পূত-পবিত্র মনীষীদের জীবদ্দশায় অথবা বড়োজোর তাঁদের পর কয়েক বৎসর পর্যন্ত সীমিত ছিল। কিন্তু এ দ্বিতীয় প্রকারের জুলুম তাঁদের তিরোধানের পর শতাব্দীর পর শতাব্দী যাবত চলতে থাকে এবং অনেকের সাথে এখন পর্যন্ত এ জুলুম করা হচ্ছে। দুনিয়ায় আজ পর্যন্ত যতো সত্যের আহ্বানকারী প্রেরিত হয়েছেন, সকলেই ঐসব মিথ্যা খোদার খোদায়ী নির্মূল করার কাজেই তাঁদের জীবন অতিবাহিত করেছেন, যাদেরকে মানুষ এক খোদাকে বাদ দিয়ে খোদা বানিয়ে নিয়েছিল।
কিন্তু সর্বদা এটাই হতে থাকে যে তাঁদের ইহলোক ত্যাগ করার পর তাঁদের অনুসারীগণ জাহেলী আকীদাহ বিশ্বাসের ভিত্তিতে স্বয়ং তাঁদেরকেই খোদা অথবা খোদার শরীক বানিয়ে নিয়েছে। তাঁদেরকেও সেসব প্রতিমার মধ্যে শামিল করে নিয়েছে যেসব চূর্ণ করার জন্যে তাঁরা তাঁদের সমগ্র জীবনের শ্রম-সাধনা নিয়োজিত করেছিলেন। প্রকৃত ব্যাপার এই যে মানুষ কিছুটা এমন সংশয় সন্দেহে ভুগছে যে, মানবতার মধ্যে পবিত্রতা ও ফেরেশতাসুলভ গুণাবলীর সম্ভাবনা ও অস্তিত্বের প্রতি তার বিশ্বাস খুব কমই রয়েছে।
সে নিজেকে নিছক দুর্বলতা ও হীনমন্যতার সমষ্টিই মনে করে। তার মন এ মহাসত্যের জ্ঞান ও বিশ্বাস থেকে বঞ্চিত থাকে যে, মহান স্রষ্টা তার মাটির দেহে এমন সব শক্তিসামর্থ সৃষ্টি করে দিয়েছেন যা তাকে মানুষ এবং মানবীয় গুণে গুণান্বিত হওয়া সত্ত্বেও পবিত্র উর্ধজগতের আল্লাহর নৈকট্য লাভকারী ফেরেশতাদের অপেক্ষাও উচ্চতর মর্যাদায় ভূষিত করতে পারে। এ কারণেই, দুনিয়াতে যখন কোন মানুষ নিজেকে খোদার প্রতিনিধি হিসাবে পেশ করেছে, তখন তার স্বজাতির লোকেরা তাকে তাদেরই মতো রক্তমাংসের মানুষরূপে দেখে তাকে খোদা প্রেরিত বলে মেনে নিতে একেবারে অস্বীকার করেছে।
নিচে সীরাতে সরওয়ারে আলম ৩য় ও ৪র্থ খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | শতাব্দী প্রকাশনী |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 15.42 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | সাইয়্যেদ আবুল আলা মওদূদী |
বইয়ের অনুবাদকঃ | আব্বাস আলী খান |