সীরাতে সরওয়ারে আলম pdf বই ডাউনলোড। বিশ্বজাহানের প্রভু, সমগ্র পৃথিবী, আকাশ ও সৃষ্টি জগতের স্রষ্টা, মালিক ও শাসনকর্তা, তাঁর সুবিশাল সাম্রাজ্যের এ অংশে—যাকে আমরা পৃথিবী বলে জানি—মানুষকে সৃষ্টি করেছেন। তাকে জানার, চিন্তা করার ও বুঝবার শক্তি দিয়েছেন। ভাল ও মন্দের মধ্যে পার্থক্য করার ক্ষমতা দিয়েছেন। যাঁচাই-বাছাই-নির্বাচন করার ও ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। নিজের এখতিয়ার খাটাবার অধিকার দান করেছেন। মোটকথা, এক ধরনের স্বায়ত্তশাসন দান করে তাকে পৃথিবীতে নিজের খলীফা বা প্রতিনিধির পদে অধিষ্ঠিত করেছেন।
বিশ্বজগতের প্রভু আল্লাহ তায়ালা মানুষকে এ পদে অধিষ্ঠিত করার সময় তার মনে ভালভাবে এ কথা বদ্ধমূল করে দিয়েছিলেন যে, তিনিই মানুষ ও সমগ্র বিশ্বজগতের একমাত্র মালিক, সকল আনুগত্যের অধিকারী ও শাসনকর্তা। তাঁর এ সাম্রাজ্যে মানুষ স্বাধীন নয়, অন্য কারও অধীনও নয় এবং তিনি ছাড়া আর কেউ মানুষের আনুগত্য, দাসত্ব, বন্দেগী ও পূজা-উপসনা লাভের অধিকারীও নয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
দুনিয়ার এ জীবনে মানুষকে স্বাধীন ক্ষমতা দিয়ে পাঠান হচ্ছে টিকই, কিন্তু এ আসলে তার জন্য পরীক্ষার একটি সময়কাল। এ সময়কাল অতিবাহিত হবার পর সকল মানুষকে তাঁর কাছে ফিরে যেতে হবে। তখন তাদের কৃতকর্মসমূহ বিচার করে তাদের মধ্যে কে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আর কে ব্যর্থকাম হয়েছে সে সিদ্ধাস্ত তিনিই গ্রহণ করবেন।
মানুষের সঠিক দৃষ্টিভঙ্গি একমাত্র এটি হবে যে, তারা আল্লাহকে তাদের একমাত্র মাবুদ, উপাস্য ও শাসনকর্তা বলে মেনে নেবে। তিনি যে বিধান দেবেন সে অনুযায়ী দুনিয়ায় কাজ করবে এবং দুনিয়াকে পরীক্ষাগার মনে করে এ চেতনা সহকারে জীবনযাপন করবে যে শেষ বিচারের সময় সফলকাম হওয়াই হচ্ছে তাঁদের আসল উদ্দেশ্য। পক্ষান্তরে এ থেকে ভিন্নতর প্রত্যেকটি দৃষ্টিভঙ্গিই হবে ভ্রান্তির শিকার ।
যদি মানুষ প্রথম দৃষ্টিভঙ্গিটি অবলম্বন করে (যা অবলম্বন করার স্বাধীনতা অবশ্যি তাদের রয়েছে) তাহলে তারা দুনিয়ায় শান্তি, নিশ্চিন্ততা ও নিরাপত্তা লাভ করবে এবং যখন তাঁর নিকট ফিরে যাবে তখন তিনি তাদেরকে চিরন্তন আনন্দ ও আরাম আয়েশের আবাস জান্নাত দান করবেন। আর মানুষ যদি অন্য কোন দৃষ্টিভঙ্গি অবলম্বন করে (যা অবলম্বন করার স্বাধীনতাও তাদের রয়েছে) তাহলে দুনিয়ায় তাদের বিপর্যয় ও অশান্তির সম্মুখীন হতে হবে এবং দুনিয়ার জীবন শেষ করে আখেরাতের জীবনে পদার্পণ করার পর নিক্ষিপ্ত হবে চিরন্তন দুঃখ, মর্মবেদনা ও বিপদের গর্ভে —যার নাম জাহান্নাম ।
নিচে সীরাতে সরওয়ারে আলম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | আধুনিক প্রকাশনী |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 15.22 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | সাইয়্যেদ আবুল আলা মওদূদী |
বইয়ের অনুবাদকঃ | আব্বাস আলী খান |