স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাঃ pdf বই ডাউনলোড। প্রিয় নবীজী (সাঃ) প্রত্যেক মুমিনেরই হৃদয়কন্দরের সর্বাপেক্ষা মূল্যবান নিধি; মন-মুকুরের ধ্যানের ছবি। জীবিতাবস্থায় যাঁরা তাঁকে এক নজর দেখার সৌভাগ্য লাভ করেছেন, নবী-রসূলগণের পর তাঁরা দুনিয়ার সর্বাপেক্ষা ভাগ্যবান মানুষ। জীবিতাবস্থায় যাঁরা দেখতে পাননি, পরবর্তী যুগের সেই অগণিত ভক্ত মুমিনের সর্বাপেক্ষা আবেগপূর্ণ আকাংখা হচ্ছে, স্বপ্নযোগে বা অন্য যে কোন আধ্যাত্মিক উপলব্ধির মাধ্যমে অন্ততঃ মুহূর্তকালের জন্য হলেও বিশ্বপ্লাবী সেই পবিত্রতা ও সৌন্দর্য সাগরে অবগাহন করার বিরল সৌভাগ্য লাভ করা।
সে কারণে স্বাভাবিক প্রশ্ন, কারো পক্ষে স্বপ্নে, জাগ্রত অবস্থায় কিংবা গভীর ধ্যানমগ্নতার মধ্যে প্রিয় নবীজীর (সাঃ) সাক্ষাত লাভ করা কি সম্ভব ? পরন্তু, যদি বলেন যে, তিনি উপরোক্ত যে কোন এক অবস্থায় নবীজীর (সাঃ) সাক্ষাতলাভে ধন্য হয়েছেন, তবে তাঁর সে কথার মূল্য কতটুকু?- এর সম্পর্কে বিজ্ঞ আলেমগণের বিভিন্ন ধরনের অভিমত রয়েছে। অনেকে এ ব্যাপারে সুস্পষ্ট নেতিবাচক অভিমতও ব্যক্ত করেছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
তবে শুদ্ধতম মত হচ্ছে এই যে, কেউ যদি হুযুর সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের সাক্ষাত লাভ করে অর্থাৎ, স্বপ্নে বা ধ্যানমগ্নতার মধ্যে তাঁকে দেখতে পায়, তবে তার সে দেখাটাকে যথার্থ বলে গণ্য করতে হবে। কেননা, শয়তান কোন অবস্থাতেই নবীজীর (সাঃ) আকৃতি ধারণ করতে পারে না। আর একমাত্র শয়তান ছাড়া মানুষের স্বপ্ন বা ধ্যানের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার মত আর কোন কিছুর অস্তিত্ব স্বীকৃত নয়।
হযরত জাবের (রাঃ) কর্তৃক বর্ণিত এক হাদীসে রয়েছে,-“যে ব্যক্তি স্বপ্নযোগে আমাকে দেখবে সে যথার্থই দেখবে।” অন্য আর একখানা হাদীসে রয়েছে, যে ব্যক্তি আমাকে দেখবে সে ঠিক আমাকেই দেখবে। কারণ, শয়তান আমার সূরত ধারণ করতে সক্ষম নয়। আল্লাহ তা’আলা শয়তানকে যে কোন আকার-আকৃতিতে নিজেকে প্রকাশ করার ক্ষমতা দান করেছেন। কিন্তু ওকে হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের সুরত ধারণ করার শক্তি দেন নাই ।
স্বপ্নযোগে রসূলুল্লাহ (সাঃ) এ কারণে যে, হযরত নবী করীম (সাঃ) হেদায়েতের প্রতীক। আর শয়তান হচ্ছে পথভ্রষ্টতা এবং গোমরাহীর প্রতিবিম্ব। হেদায়েত এবং গোমরাহী একত্রিত হতে পারে না। একটা অন্যটার সম্পূর্ণ বিপরীত। একটা আলো এবং অন্যটা অন্ধকার। আলো-অন্ধকারের একত্রিত হওয়া অকল্পনীয়।
শয়তানের পক্ষে খোদ আল্লাহ তা’আলার সূরত (কল্পিত) ধরে কাউকে ধোঁকা দেওয়াও সম্ভব। কারণ, আল্লাহ হেদায়েত এবং গোমরাহী, আলো এবং অন্ধকার উভয়টার সৃষ্টিকর্তা।
নিচে স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাঃ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

| প্রকাশকঃ | মদীনা পাবলিকেশন্স |
| বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
| বইয়ের সাইজঃ | 7.25 MB |
| প্রকাশ সাল | |
| বইয়ের লেখকঃ | মহিউদ্দীন খান |
| বইয়ের অনুবাদকঃ | মাওলানা আবুল খায়ের ইবনে হক |






















