হাদিছের প্রামাণিকতা
হাদিছের প্রামাণিকতা pdf বই ডাউনলোড। আবু রাফে রাঃ বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এরশাদ করেন, আমি যেন তোমাদের কাউকে এরূপ না দেখি যে, সে তার গদীতে ঠেস দিয়ে বসে থাকবে, আর তার কাছে আমার কোন আদেশ বা নিষেধাজ্ঞা পৌঁছলে সে বলবে যে, আমি এসব কিছু জানিনা।
যা আল্লাহর কিতাবে পাব, তারই আমরা অনুসরণ করব। হাদীছের ব্যাখ্যা: উপরোক্ত হাদীছে রাসুলুল্লাহ ছাঃ- একটি ভবিষ্যদ্বাণী বিধৃত হয়েছে যে, মুসলমানদের মধ্যকার একদল লোক হাদীছকে অগ্রাহ্য করবে এবং নিজেদেরকে শুধু কুরআনের অনুসারী বলে দাবী করবে।
আরও দেখুনঃ আপনার প্রশ্নের জবাব pdf বই ডাউনলোড
এর অন্তর্নিহিত কারণও উক্ত হাদীছে ইঙ্গিতে বলে দেওয়া হয়েছে যে, ঐসব লোকেরা হবে বিলাসী ও দুনিয়াদার । এরা হাদীছে বর্ণিত ইসলামের বিস্তারিত আদেশ ও নিষেধাবলীর পাবন্দী হতে নিজেদেরকে মুক্ত করে নিজ নিজ স্বেচ্ছাচারিতা বহানল রাখার জন্য কুরআনের অনুসারী হওয়ার দাবী করবে। কারণ কুরআনে মূল বিষয়গুলিই মাত্র বর্ণিত হয়েছে, ব্যাখ্যা আসেনি।
রাসুলুল্লাহ সাঃ স্বীয় কথা, কর্ম ও সম্মতিমূলক আচরণের মাধ্যমে কুরআনের বিস্তারিত ব্যাখ্যা বাস্তব নমুনা পেশ করে গেছেন। এমনকি কুরআনে বর্ণিত হয়নি, এমন অনেক বিষয় রাসুল সাঃ কর্তৃক নির্দেশিত হয়েছে, যা উম্মতের জন্য অবশ্য পালনীয় কেননা কুরআনে আল্লাহর নিজেই বলেছেন, রাসুল তোমাদের নিকটে যা নিয়ে আসেন, তা গ্রহণ কর এবং যা নিষেধ করেন, তা থেকে বিরত থাক (হাশর 59/7)।
আরও দেখুনঃ ইসা মহীহ pdf বই ডাউনলোড
অথচ উক্ত লোকগুলি মুখে ও কলমে রাসুল ছাঃ এর প্রশংসাগীতি গাইলেও তারঁ আদেশ-নিষেধ থেকে নিজেদেরকে মুক্ত রাখার জন্য বিভিন্ন চোরাপথ তালাশ করে। আর সে কারণে তারা হাদীছকে প্রকাশ্যে অথবা পরোক্ষে অগ্রাহ্য করার চেষ্টা করে।
দ্বিতীয়তঃ কুরআনের ব্যাখা যদি হাদীছে না আসত, তাহলে এই সব পন্ডিত লোকগুলি কুরআনের ইচ্ছামত ব্যাখ্যা করতে পারত, যেভাবে ইহুদী-নাছারা পন্ডিতের তাওরাত-ইঞ্জিলের করেছে। তারা কেবল অপব্যাখ্যাই করেনি বরং মূল তাওরাত-ইঞ্জিল সংযোজন ও বিদায় দিয়েছে।
আরও দেখুনঃ শিরক pdf বই ডাউনলোড
নিচে হাদিছের প্রামাণিকতা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ হাদীস ফাউন্ডেশন বাংলাদেশ বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 1.83 MB প্রকাশ সালঃ ২০০৪ ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ