হাদিসটি থেকে ৯০ টি মাসয়ালা pdf বই ডাউনলোড। জাবির বিন আবদুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাঃ হজ্জ যাত্রা করেন। আমরাও তার সঙ্গে হজ্জ পালনে বের হই। তারপর আমরা যুলহুলাইফাহ নামক স্থানে এলাম। এখানে আসার পর আসমা বিনতু উমাইস সন্তান প্রসব করলেন। ফলে নবী করীম সাঃ তাকে বললেন, তুমি গোসল কর, কাপড় দিয়ে পট্টি বাধো আর হজ্জের ইহরাম বাধো।
রাসূলুল্লাহ সাঃ মসজিদে সলাত আদায় করে তারঁ কাসওয়া নাম্নী উটনীতে আরোহণ করলেন। উটটি যখন তাঁকে নিয়ে বায়দাহ বরাবর পৌঁছল তখন তিনি তাওহীদবাণী ঘোষণা (তালবিয়াহ পাঠ করতে লাগলেন।) [[উচ্চারণ]] লাব্বাইকা আল্লাহুমা লাব্বাইকা, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নান হামদা, ওয়ান নি’মাতা, লাকা ওয়াল মুলক, লা শারীকা লাকা।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নামাজের ৫০০ মাসয়ালা pdf বই ডাউনলোড
- আহবান pdf বই ডাউনলোড
- তরুণ ও মাহে রামাদান pdf বই ডাউনলোড
- সত্যের ডাক pdf বই ডাউনলোড
- প্রোডাক্টিভ রামাদান pdf বই ডাউনলোড
(অর্থঃ) আমি তোমার খেদমতে হাজির হয়েছি, ইয়া আল্লাহ, আমি তোমাদের খেদমতে হাযির হয়েছি। আমি তোমার খিদমাতে হাযির হয়েছি, তোমার কোন শরীক নেই। নিশ্চয়ই সকল প্রশংসা, নিআমত ও রাজত্ব তোমারই। তোমার কোন শরীক নেই। হজ্জ সম্পর্কিত আরও মাসআলা জানতে হলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারঁ এই দ্বীনকে টিকিয়ে রাখেন ও হিফাযত করেন আলেমদের মাধ্যমে। সেজন্যই তো তাদেরকে বলা হয় ওয়ারাছাতুল আম্বিয়া তথা নবীদের ওয়ারিছ। তো এই আলেমদের বিচক্ষণতা, শরয়ী জ্ঞানের গভীরতা ইত্যাদি সত্যিই বিস্ময়কর ও বিচিত্র। আমরা যেখানে একটা বড় হাদীছ শত শত মাসয়ালা বের করেন!
বর্ণিত আছে, ইমাম শাফেয়ী রহিমাহুল্লাহ আমল নিয়ত নির্ভর হাদীছ থেকে ৬০/৭০টি মাসয়ালা নির্ণয় করেছেন!! সমকালীন আলেমদের মধ্যে সব জ্ঞানেই পারদর্শী ছিলেন ইমাম ইবনু উছায়মীন রহিমাহুল্লাহ। তার ফিকহী জ্ঞান যে কাউকে বিমুঢ় করে দেবে নিমিষেই।
বক্ষ্যমাণ নিবন্ধটি মুলত শায়খ ইবনু উছায়মীন রহিমাহুল্লাহর বুলুগুল মারামের হজ্জ অধ্যায়ের একটি হাদীছ থেকে নির্ণিত মাসআলার সমাহার। তিনি একটি মাত্র হাদীছ থেকে ৯০টি মাসয়ালা নির্ণয় করেছেন। সুবহানাল্লাহ আসুন, আলেমদের জ্ঞানের সাগরে ডুব দিয়ে আমরাও ধন্য হই।
নিচে হাদিসটি থেকে ৯০ টি মাসয়ালা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | মাসআলা বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1.1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শাইখ মুঃ বিন সালেহ আল উঃ রহিমাহুল্লাহ |
অনুবাদকঃ | শহিদুল ইসলাম বিন সুলতান |