হুযুর সাঃ এর উত্তম চরিত্রের ঝলক pdf বই ডাউনলোড। হে আল্লাহ্ তাআলার শত্রু! তুমি কি আল্লাহ্র রাসূল সাঃ এর সাথে এমনভাবে বেআদবী করছো? আল্লাহ্র কসম! যদি হুযুরে আকরাম, নূরে মুজাসসাম শানের এর আদবের দিকে দৃষ্টি না থাকতো তবে আমি এখনই তলোয়ার দিয়ে তোমার গর্দান উড়িয়ে দিতাম। একথা শুনে হুযুর (বিনম্র হয়ে) ইরশাদ করলেন: হে ওমর! তুমি কি বলছো? তোমার তো উচিৎ ছিলো যে, আমাকে হক আদায়ে উদ্বুদ্ধ করে এবং তাকে নম্রতার সহিত দাবী করার পথ- নির্দেশনা দিয়ে আমাদের দু’জনকেই সাহায্য করা।
অতঃপর হুযুরে আনওয়ার সাঃ এ আদেশ দিলেন যে, হে ওমর! একে তার হক অনুযায়ী খেজুর দিয়ে দাও! এবং কিছু বেশিও দিয়ে দাও। হযরত সায়্যিদুনা ওমর ফারুকে আযম রাঃ যখন তাকে তার দাবীর চেয়ে বেশি খেজুর দিলেন তখন তিনি বললেন: হে ওমর! আমার দাবীর চেয়ে বেশি কেন দিচ্ছ? তিনি বললেন: যেহেতু আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তোমাকে ভীত সন্ত্রস্থ করেছি, তাই হুযুরে আনওয়ার সাঃ তোমার মনতুষ্টির জন্য তোমার দাবীর চেয়ে বেশি দেয়ার জন্য আমাকে আদেশ দিয়েছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
একথা শুনে তিনি বললেন: হে ওমর! তুমি কি আমাকে চিনো? তিনি বললেন: না। বললো: আমি হলাম ইহুদীদের আলিম যায়িদ বিন সাআনা। আমীরুল মু’মিনীন হযরত সায়্যিদুনা ওমর ফারুকে আযম রাঃ) বললেন: তবে তুমি প্রিয় রাসূল সাঃ এর সাথে এমন বেআদবী কেন করলে? উত্তরে বললেন: হে ওমর! আসলে কথা হলো যে, আমি হুযুর পুরনূর সাঃ এর মাঝে বিদ্যমান নবুয়তের সকল নিদর্শন সম্পর্কে জেনে নিয়েছিলাম কিন্তু দু’টির ব্যাপারে আমার যাচাই করা বাকী ছিলো।
(১) তাঁর সহ্য ক্ষমতা (সহনশীলতা) তাঁর ক্রোধের উপর প্রাধান্য পাবে এবং (২) যত বেশি তাঁর সাথে জাহেলিয়াতের আচরণ করা হবে, ততই তাঁর ধৈর্য ও সহনশীলতা বাড়তেই থাকবে। সুতরাং আমি এই দু’টি নিদর্শনও তাঁর মাঝে দেখে নিয়েছি, হে ওমর! আপনি সাক্ষী হয়ে যান যে, আল্লাহ্ রব (প্রতিপালাক) হওয়ার, ইসলাম দ্বীন হওয়ার এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার প্রতি আমি সন্তুষ্ট, আমি অনেক সম্পদশালী ব্যক্তি, আপনি সাক্ষী হয়ে যান যে,
আমি আমার অর্ধেক সম্পদ প্রিয় আক্বা, মক্কী মাদানী মুস্তফা সাঃ এর উম্মতের মাঝে সদকা করে দিলাম, অতঃপর তিনি দরবারে রিসালতে আসলেন এবং কলেমা পড়ে ইমলামের সুশীতল ছায়ায় এসে গেলেন। অনেক সুন্দর একটা হাদিস ছিল যদি এমন আরও পড়তে চান তাহলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে হুযুর সাঃ এর উত্তম চরিত্রের ঝলক pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ভয়ান বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.58 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ |